সূচকের বড় উত্থানে চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৬৮ পয়েন্টে অবস্থান করে।

ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২১৫ ও ২০৪১ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৫১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বুধবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৭টির, কমেছে ২৩টির এবং অপরির্বতিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ার।

অপরদিকে লেনদেন শুরুর এক ঘণ্টা পর বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১১২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৯৫ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ে ৪৮টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১২টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানি শেয়ারের দর।

স্টকমার্কেটবিডি.কম/

হাক্কানী পাল্পের আরো শেয়ার হস্তান্থরের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পেপার এন্ড প্রিন্টিং শিল্প খাতের হাক্কানী পাল্পের উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির উদ্দ্যোক্তা পরিচালক ৫ লাখ শেয়ার হস্তান্তর করবেন। গত ১৫ ফেব্রুয়ারি এই পরিচালক ৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন। সে সময় তার হাতে মোট ১০ লাখ ৬৬ হাজার শেয়ার ছিল।

এর মধ্যে থেকে উপহার হিসাবে ৫ লাখ শেয়ারের মালিকানা হস্তান্তর করবেন তার স্ত্রী মমতাজ বেগমকে ।

এই উদ্দ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অনুমোদন সাপেক্ষে স্ত্রীকে উপহার স্বরূপ হস্তান্তর করবেন।

স্টকমার্কেটবিডি.কম/

শেয়ারবাজার কারসাজির বিরুদ্ধে অকুতোভয় যোদ্ধা ছিলেন তিনি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আর্থিকখাতের অনাচার, দুরাচার নিয়ে কথা বলার মানুষ দেশে এমনিতেই কম। হাতে গোনা যে কয়েকজন আছেন, তাদের অনেকেই আবার স্পষ্টভাবে নিজের ভাবনাগুলো বলেন না বা বলতে পারেন না। খোন্দকার ইব্রাহিম খালেদ এই জায়গাটায় ব্যতিক্রমী এক ব্যতিক্রম।

ঋণখেলাপীদের বিরুদ্ধে, ব্যাংকিং খাতের সুশাসনের পক্ষে, শেয়ারবাজারের কারসাজির বিরুদ্ধে তার মতো এমন অকুতোভয় যোদ্ধা বাংলাদেশে আর দ্বিতীয়টি ছিল না। অর্থপাচার ও শেয়ারবাজারের কারসাজির বিরুদ্ধে খোন্দকার ইব্রাহিম খালেদ ছিলেন অসম সাহসিকতায় সত্য বলা একজন।

২০১০ সাল ছিল শেয়ারবাজারের জন্য কলঙ্কজনক এক অধ্যায়। কারসাজি চক্রের খপ্পরে পড়ে অসংখ্য বিনিয়োগকারী নিঃস্ব হয়েছিল। ১১ বছর কেটে গেলেও শেয়ারবাজারের সেই ক্ষত আজও শুকায়নি। শেয়ারবাজারের সেই ভয়াবহ বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরকার। দীর্ঘ তদন্ত শেষে ২০১১ সালে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে জমা দেন। নিয়ন্ত্রক সংস্থা এসইসি (বর্তমানে বিএসইসি) পুনর্গঠনসহ কমিটি সরকারের কাছে ২৫টি সুপারিশ করে।

এই সুপারিশের প্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা পুনর্গঠন করা হয়। শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ নীতিতে পরিবর্তন আনা হয়। বন্ধ করা হয় মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাব। প্লেসমেন্ট শেয়ারের নীতিমালায় পরিবর্তন আনা হয়ে। স্টক এক্সচেঞ্জ ডিমিউচ্যুয়ালাইজেশন বা মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক করা হয়েছে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ধরনের আরো কিছু যুগান্তকারী পরিবর্তন আসে শেয়ারবাজারে।

তবে যুগান্তকারী সেই ২৫ দফা সুপারিশমালার পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখে যেতে পারলেন না খোন্দকার ইব্রাহিম। সবাইকে কাঁদিয়ে আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) না ফেরার দেশে চলে গেছেন অকুতোভয় এই যোদ্ধা।

খোন্দকার ইব্রাহিম খালেদ এমন সময় চলে গেলেন, যখন কিনা বাংলাদেশের আর্থিকখাতসহ সামগ্রিক সুশাসনের পক্ষে উচ্চস্বরে কথা বলার মানুষের সংখ্যাই কমে যাচ্ছে। আপনাকে শ্রদ্ধা খোন্দকার ইব্রাহিম খালেদ। সূত্র : সমকাল ডেস্ক

স্টকমার্কেটবিডি.কম/

কার্গো বিমানের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা উঠছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় সরাসরি এয়ার কার্গো পরিবহনের ক্ষেত্রে আরোপিত নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহারে বিদ্যামান নীতিমালা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি অবহিত করেন। মঙ্গলবার বেবিচক দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বেবিচক কর্তৃপক্ষের জনসংযোগ শাখার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, গত ২০১৬ সালে অস্ট্রেলিয়া সরকার মিশর, সোমালিয়া, সিরিয়া, তুরস্ক, ইয়েমেন ও বাংলাদেশ থেকে সরাসরি এয়ার কার্গো পরিবহনের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করে। এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে বেবিচক কর্তৃপক্ষ ২০১৮ সাল থেকে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিল। এর পরিপ্রেক্ষিতে গত মার্চ ২০১৯ এ অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গোর নিরাপত্তা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে।

স্টকমার্কেটবিডি.কম/

২২.৫০ টাকায় হচ্ছে ই-জেনারেশনের লেনদেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আইপিও পক্রিয়া শেষে দেশের উভয় শেয়ারবাজারে ই জেনারেশন লিমিটেডের শেয়ার লেনদেন গতকাল বুধবার হতে শুরু হয়েছে। আজ দ্বিতীয় দিনে শেয়ারটি সর্বোচ্চ ২২.৫০ টাকায় লেনদেন হতে দেখা গেছে।

এদিন সকাল ১০ টায় এই শেয়ারটি লেনদেন শুরু হয়। শুরু হতে ১০:৪০ টা পর্যন্ত ডিএসইতে শেয়ারটি ২২.৫০ টাকাতেই লেনদেন হয়। এসময় পর্যন্ত কোম্পানিটির ৫,৬৪১টি শেয়ার ৭ বারে হাত বদল হয়েছে।

এর আগেই বরাদ্দকৃত আইপিও শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। উভয় শেয়ারবাজারেই আনুষ্ঠানিকভাবে এই শেয়ারের লেনদেন শুরু হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

২০২১ সালেই আন্তঃমোবাইল ব্যাংকিং চালু হবে: পলক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‌‘২০২১ সালের মধ্যেই আন্তঃমোবাইল ব্যাংকিং অর্থাৎ এক মোবাইল ব্যাংকিং থেকে অন্য মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠানোর ব্যবস্থা চালু করা হবে।’

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ব্লক চেইন অলিম্পিয়াড বাংলাদেশ-২০২১ সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ হাতে নিয়েছি। সেটা হচ্ছে ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্লাটফর্ম। এই প্লাটফর্মে একদিকে যেমন মোবাইল ফাইনান্সিয়াল ওয়ালেটগুলো একটার সঙ্গে আরেকটি কোম্পানির অপারেট হবে। এখন যেমন আমরা গ্রামীণফোন থেকে রবিতে কিংবা বাংলালিংক থেকে টেলিটকে কল করতে পারি। কিন্তু আমরা বিকাশ থেকে নগদে কিংবা শিওরক্যাশে টাকা পাঠাতে পারি না। সেটা সম্ভব হবে যখন এই প্লাটফর্ম চালু হবে।’

তিনি বলেন, ‘দেশে ব্লক চেইন বাস্তবায়ন হলে কোথাও কোনো তথ্য কেউ পরিবর্তন পারবে না। কেউ প্রতারণার আশ্রয় নিতে পারবে না। আশা করছি- ২০২১ সালের মধ্যে প্লাটফর্মটি সজীব ওয়াজেদ জয় উদ্বোধন করবেন। তখন মোবাইল গ্রাহকদের স্বাধীনতা বাড়বে এবং খরচের পরিমাণ কমে আসবে।’

স্টকমার্কেটবিডি.কম/

খ্যাতিমান ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদ মারা গেছেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও খ্যাতিমান ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজউন)।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

খোন্দকার ইব্রাহিম খালেদের ছেলে খোন্দকার সাঈদ বলেন, বাবা ভোর ৫টা ৪০ মিনিটে পিজি হাসপাতালের আইসিইউতে মারা গেছেন। সকাল ১১টায় সেগুনবাগিচার কচিকাচার মেলায় রাখা হবে তার মরদেহ। পরে বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে জানাজা শেষে গোপালগঞ্জ সদরে দাফন করা হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ১ ফেব্রুয়ারি খোন্দকার ইব্রাহিম খালেদকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

ফার্ষ্ট ফাইন্যান্সকে এজিএমের অনুমতি দিল হাইকোর্ট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ফার্ষ্ট ফাইন্যান্সকে বার্ষিক সাধারণ সভার (এজিএম) অনুমতি দিয়েছে হাইকোর্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির আবেদনের ভিত্তিতে হাইকোর্ট কোম্পানির ২০১৮ সালের এজিএমের অনুমতি দিয়েছে।

আগামী ১২ সপ্তাহের মধ্যে এই এজিএমটি করার জন্য কোম্পানিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

স্টকমার্কেটবিডি.কম/বি

লিব্রা ইনফিউশনের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের প্রতিষ্ঠান লিব্রা ইনফিউশন লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৭ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এর আগের বছর কোম্পানিটি ২০ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছে।

স্টকমার্কেটবিডি.কম/