কার্গো বিমানের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা উঠছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় সরাসরি এয়ার কার্গো পরিবহনের ক্ষেত্রে আরোপিত নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহারে বিদ্যামান নীতিমালা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি অবহিত করেন। মঙ্গলবার বেবিচক দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বেবিচক কর্তৃপক্ষের জনসংযোগ শাখার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, গত ২০১৬ সালে অস্ট্রেলিয়া সরকার মিশর, সোমালিয়া, সিরিয়া, তুরস্ক, ইয়েমেন ও বাংলাদেশ থেকে সরাসরি এয়ার কার্গো পরিবহনের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করে। এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে বেবিচক কর্তৃপক্ষ ২০১৮ সাল থেকে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিল। এর পরিপ্রেক্ষিতে গত মার্চ ২০১৯ এ অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গোর নিরাপত্তা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *