দেশ জেনারেল ইন্স্যুরেন্সের লটারির ফলাফল প্রকাশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া দেশ জেনারেল ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে।

আজ কোম্পানিটির লটারির ড্র বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

লটারির ফলাফল দেখতে নিচের লিংকে ক্লিক করুন…………..

TREC code of DSE, CSE and M.bank

General Public(Resident Bangladeshi-RB) 

Affected Small Investors(ASI)

Non Resident Bangladeshi(NRB) 

কোম্পানিটি আইপিও আবেদন গত ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলে।

এসময়ের মধ্যে আগ্রহী বিনিয়োগকারীরা ৫০০ শেয়ারের জন্য উল্লেখিত সময়ের মধ্যে এই আবেদন করে। প্রতি লটের দর ধরা হয়েছে ৫ হাজার টাকা।

এর আগে গত ২ ডিসেম্বর কমিশনের ৭৫১তম নিয়মিত সভায় বিমাটিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সূত্রে জানা যায়, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে শেয়ারবাজারে ১.৬ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যে শেয়ার ইস্যু করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি সরকারী ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট, শেয়ারবাজারে বিনিয়োগ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩১ ডিসেম্বর ২০১৯ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.৬২ টাকায়।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কোটা বাড়ছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইনিশিয়াল পাবলিক অফার (আইপিও) তে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার বরাদ্দের কোটা বাড়ছে। বিনিয়োগকারীদের স্বার্থে আইপিও কোটা বাড়াতে চায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আইপিও কোটা বাড়িয়ে একটা খসড়া আইন অনুমোদন করেছে বিএসইসি।

এ প্রসঙ্গে বিএসইসির মূখপাত্র মো: রেজাউল করিম বলেন, বিনিযোগকারীদের বৃহৎ স্বার্থে আইপিওতে জেনারেল ইনভেষ্টর কোটা বাড়ানো হচ্ছে। বিনিয়োগকারীরাও এই কোটা বাড়ানোর জন্য অনেকদিন ধরে দাবি জানিয়ে আসছে।

আগের নিয়মে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ফিক্সড প্রাইজ আইপিওতে ৫০ শতাংশ ও বুক বিল্ডিং আইপিওতে ৪০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের জন‌্য বরাদ্দ ছিল।

নতুন আইপিও আইনটি অনুমোদন হলে ফিক্সড প্রাইজ ও বুক বিল্ডিং উভয় আইপিওতে বিনিযোগকারীদের শেয়ারের কোটি বাড়িয়ে ৬৫ শতাংশ হবে।

নতুন আইনে আইপিও কোম্পানির ১৫ শতাংশ প্লেসমেন্ট শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্ধ থাকবে। এসব শেয়ার আইপিও শেয়ার হিসাবেই বরাদ্ধ থাকবে।

বিএসইসি সূত্রে জানা যায়, পূর্বে প্লেসমেন্ট শেয়ার বিক্রির কোনো নীতি ছিল না। এজন্য অনেক কোম্পানি প্লেসমেন্ট শেয়ার নিয়ে অনৈতিক কার্যক্রমের অভিযোগ পাওয়া গেছে। নতুন আইপিও নিয়মে ভালো কোম্পানিগুলো ছাড়া আইপিও অনুমোদন পাওয়া সম্ভব হবে না।

নতুন আইপিও আইনে কোম্পানিদের আইপিও আবদেনের সাথে ভ্যাট রিটার্ণ, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিএসইতে জমা দিতে হবে। বিগত দিনে আইপিও আবেদনকৃত কোম্পানির ব্যাংকের লেনদেন প্রতিবেদন জমা দিতে হবে।

নতুন এই নিয়মে প্লেসমেন্ট শেয়ারের লক ইন সময় ১ বছর থেকে বাড়িয়ে ২ বছর করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

 

সূচকের পতনে চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের পতনের মধ্য দিয়ে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের চতূর্থ কার্যদিবস আজ বুধবার (১০ মার্চ) বেলা ১২টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮.২৫ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৫৭৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ্ সূচক ৩.৩২ পয়েন্ট কমে অবস্থান করে ১২৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.১৩ পয়েন্ট কমে অবস্থান করে ২১৫৪ পয়েন্টে রয়েছে।

দিনের প্রথম দুই ঘন্টায় লেনদেন হয়েছে ৪০১ কোটি ৪০ লাখ টাকার।

এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১২১টি কোম্পানির শেয়ারের দর।

এদিকে, লেনদেন শুরুর দুই ঘণ্টা পর বেলা ১২টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৮.৯৮ পয়েন্ট কমে ১৬ হাজার ২২৭ পয়েন্টে অবস্থান করে।

এসময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৫০ লাখ টাকার। এই সময়ে লেনদেন হওয়া ১৩৬টি শেয়ারের মধ্যে ৩৭টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৬৩টি কোম্পানির দর, আর ৩৬টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পরিচালকের শেয়ার গ্রহনের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের একজন পরিচালক শেয়ার গ্রহন করার ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালক ইকবাল খান তার ভাই জালাল হোসেনের কাছ থেকে উপহার হিসাবে ৩৭,৮০০ হাজার শেয়ার গ্রহন করবেন ।

এই উদ্দ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমোদন সাপেক্ষে উপহার স্বরূপ শেয়ার গ্রহন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/

 

তিনধাপে স্বর্ণের দাম কমল ৫,৫৪০ টাকা!

স্টকমার্কেটবিডি ডেস্ক :

মহামারী করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতির মধ্যেও স্বর্ণের বাজারে অস্থিরতা কাটছেই না। এ নিয়ে তিন দফায় কমল স্বর্নের দাম। দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ৪১ টাকা কমেছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)। সে হিসেবে চলতি বছরে একটানা তিনধাপে স্বর্ণের দাম মোট কমল পাঁচ হাজার ৫৪০ টাকা!

মঙ্গলবার রাত সোয়া ১০টায় বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬৯ হাজার ১০৯ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হয় ৭১ হাজার ১৫১ টাকায়। অর্থাৎ এই এক সপ্তাহে ভরিতে দাম কমেছে দুই হাজার ৪১ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৬৫ হাজার ৯৫৯ টাকা। মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরির দাম ছিল ৬৮ হাজার ১ টাকা।

একইভাবে বুধবার থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৫৭ হাজার ২১১ টাকা। মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরির দাম ছিল ৫৯ হাজার ২৫২ টাকা।

এছাড়া ৯ মার্চ থেকে সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে প্রতি ভরি ৪৬ হাজার ৮৮৯ টাকা। মঙ্গলবার পর্যন্ত যার দাম ছিল ৪৮ হাজার ৯৩০ টাকা। এখানেও প্রতি ভরিতে দাম কমেছে দুই হাজার ৪১টাকা।

স্ব‌র্ণের দাম কম‌লেও রূপার পূর্বনির্ধা‌রিত দাম বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতিভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হ‌য়েছে।

স্বর্ণের দাম এভাবে কমার কারণ জানাতে গিয়ে বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, করোনাকালীন মন্দা ও মন্থর বিশ্ব অর্থনীতির কারণে আর্ন্তজাতিক বাজারে স্বর্ণের দাম এখন নিম্নমুখী। তাই দেশের বাজারে অচলাবস্থা কাটাতে ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে স্বর্ণের দাম কমানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

লংকাবাংলা ফাইন্যান্সের বাৎসরিক বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আজ ১০ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, এদিন বেলা ৩টায় রাজধানীর বনানীতে প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে আর্থিক প্রতিষ্ঠানটি। গত বছর আর্থিক প্রতিষ্ঠানটি ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/

রিলায়েন্স ইন্স্যুরেন্সের বাৎসরিক বোর্ড সভা বিকালে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আজ বিকালে আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, বেলা ৪টায় রাজধানীর তেজগাঁওয়ে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমাটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/

৩ কোম্পানির লেনদেন বন্ধ বৃহস্পতিবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন আগামী ১১ মার্চ বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড, আই পি ডি সি ফাইন্যান্স লিমিটেড ও আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।

এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।

রেকর্ড ডেটের পর আগামী ১৪ মার্চ থেকে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন চালু হবে।

স্টকমার্কেটবিডি.কম/

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের আইপিও লটারি আজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া দেশ জেনারেল ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের লটারি অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি আইপিও আবেদন গত ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলে।

এসময়ের মধ্যে আগ্রহী বিনিয়োগকারীরা ৫০০ শেয়ারের জন্য উল্লেখিত সময়ের মধ্যে এই আবেদন করতে পারবে। প্রতি লটের দর ধরা হয়েছে ৫ হাজার টাকা।

গত ২ ডিসেম্বর কমিশনের ৭৫১তম নিয়মিত সভায় বিমাটিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সূত্রে জানা যায়, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে শেয়ারবাজারে ১.৬ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যে শেয়ার ইস্যু করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি সরকারী ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট, শেয়ারবাজারে বিনিয়োগ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩১ ডিসেম্বর ২০১৯ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.৬২ টাকায়।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড