দর সবচেয়ে বেশি বেড়েছে রহিমা ফুডের

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (১৪ মার্চ) রহিমা ফুড করপোরেশনের শেয়ারের দর সবচেয়ে বেশি বেড়েছে। এ কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, রহিমা ফুডের শেয়ার সর্বশেষ ২৪২ টাকা ৪০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির মোট ১৩ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় দ্বিতীয় স্থানে আছে দেশ গার্মেন্টস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ১৯ শতাংশ বেড়েছে। এ কোম্পানির শেয়ার সর্বশেষ ১২১ টাকা ৪০ পয়সায় বেচাকেনা হয়েছে। দেশ গার্মেন্টসের মোট ৫৫ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে আছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৫২ টাকা ৮০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে—বিডি ল্যাম্পস, ফাইন ফুডস, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, আলহাজ্ব টেক্সটাইল, প্রিমিয়ার ব্যাংক, ভ্যানগার্ড এএম রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড ও সোনালী আঁশ।

স্টকমার্কেটবিডি.কম/

সিটি ব্যাংকের বাৎসরিক বোর্ড সভা ২২ মার্চ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান দ্যা সিটি ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২২ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ২.৩০ টায় রাজধানীর গুলশানে প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এছাড়া এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর ব্যাংকটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/

 

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৮১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ৯৭ লাখ ৩৩ হাজার ১৪১টি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় স্থানে উঠে আসা রবি আজিয়াটা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি ১৭ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে সামিট পাওয়ার লিমিটেড ৩৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লুব-রেফ বিডি লিমিটেডের ৩১ কোটি ৯৬ লাখ , লাফার্জ হোলসিম লিমিটেডের ৩০ কোটি ৩৯ লাখ,লংকা বাংলা ফাইন্যান্সের ২৫ কোটি ৫৫ লাখ, বেক্সিমকো ফার্মার ২৩ কোটি ৯৯ লাখ, বিএটিবিসির ১৫ কোটি ৪৭ লাখ, রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের ১৩ কোটি ১৮ লাখ ও স্কয়ার ফার্মা লিমিটেডের লেনদেন হয়েছে ১১ কোটি ৮৪ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/

১.বেক্সিমকো লিমিটেড
২.রবি আজিয়াটা
৩.সামিট পাওয়ার
৪.লুব-রেফ বিডি লিমিটেড
৫.লাফার্জ হোলসিম লিমিটেড
৬.লংকা বাংলা ফাইন্যান্স
৭.বেক্সিমকো ফার্মা
৮.বিএটিবিসি
৯.রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড
১০.স্কয়ার ফার্মা লিমিটেড।

উভয় শেয়ারবাজারে কমেছে সূচক ও লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৯.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৫১৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৭.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৫৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৮.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২১২৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬২২ কোটি ৪৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮০৯ কোটি ৫০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭২টির, আর দর অপরিবর্তিত আছে ১০৪টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, রবি আজিয়াটা, সামিট পাওয়ার, লুব-রেফ বিডি লিমিটেড, লাফার্জ হোলসিম লিমিটেড, লংকা বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, বিএটিবিসি, রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড ও স্কয়ার ফার্মা লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৩৬.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১২৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৪২ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লুব-রেফ বিডি ও রবি আজিয়াটা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

নতুন দু’টি এয়ারক্রাফট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিমান বহরে আরো দুটি নতুন এয়ারক্রাফট যোগ করা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিমানগুলোকে সুরক্ষিত রাখার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়নের তাগিদ দিয়েছেন।

তিনি সরকারে আসার পর এ পর্যন্ত ১৬টি নতুন বিমান ক্রয় করে বিমান বহরে যোগ করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সর্বমোট এখন ২১টি উড়োজাহাজ আছে এগুলো যেন সুরক্ষিত থাকে এবং যাত্রীসেবায় বিশেষ নজর দেওয়ার জন্য আমি সকলের প্রতি আহবান জানাচ্ছি।’

আজ সকালে নতুন ক্রয়কৃত ড্যাশ ৮-কিউ৪০০ মডেলের দুটি উড়োজাহাজ আকাশতরী এবং শে^তবলাকার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে যারা জড়িত সবাইকে আমি অনুরোধ করবো এটা আমাদের দেশ, লাখো শহিদের রক্তের বিনিময়ে এদেশ আমরা স্বাধীন করেছি। তাই এদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা সকলেরই দায়িত্ব ও কর্তব্য।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশটা যত উন্নত হবে বা অথনৈতিকভাবে আমরা যত বেশি স্বাবলম্বী হতে পারবো যাত্রী সেবা যত বেশি উন্নত করতে পারবো, তাতে দেশের লাভ হবে। দেশের মানুষের লাভ হবে এবং আমাদের দেশটাও তত বেশি সামনে এগিয়ে যাবে। কাজেই সেদিকে রক্ষ্য রেখে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব আপনারা পালন করবেন- সেটাই আমি চাই।’
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

আমাদের নতুন বিমানগুলোয় ওয়াইফাই প্রযুক্তি সংযোজন করা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিমানে যারা যাতায়াত করেন তাদের বেকার বসে থাকা লাগবেনা, সেখানে বসেই ব্যবসা-বাণিজ্যের কাজটাও চালাতে পারবেন, সে সুযোগ আমরা তৈরী করে দিয়েছি।

শেখ হাসিনা বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যখন সারা বিশ্বে ঘোরে, বিদেশে যখন যায় তখন বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করে। সেজন্য সব সময় আমাদের প্রচেষ্টা ছিল যে এই বিমান যেন ভালোভাবে, সুন্দরভাবে আমরা গড়তে পারি।

বিমানের সক্ষমতা বাড়ানোর কথা তুলে ধরে তিনি বলেন, হজযাত্রীরা যখন যান, আগে বাইরে থেকে প্লেন নিয়ে আসতে হতো। এখন আমরা আমাদের নিজস্ব প্লেনেই হাজিদের খুব ভালোভাবে পাঠাতে পারি এবং ফেরত আনতে পারি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন অত্যাধুনিক টার্মিনালের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, হযরত শাহজালালে অত্যন্ত আধুনিক টার্মিনাল আমরা নির্মাণ করে দিচ্ছি। যাতে প্লেনসেবাটা আরও উন্নত মানের হয়।

আকাশপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আওয়ামী লীগ সরকারের পদক্ষেপের উল্লেখ করে সরকার প্রধান বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারে আসার পর রাজশাহী বিমানবন্দর, বরিশাল বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর সবই প্রায় বন্ধ করে দিয়েছিল। আমরা ২০০৯ সালে সরকারে আসার পর আবার সেগুলো চালু করি। সরকার সৈয়দপুর বিমানবন্দরের উন্নতি করছে, চট্টগ্রাম ও রাজশাহী, বরিশাল সবগুলো বিমানবন্দর যেমন চালু করা হয়েছে পাশাপাশি কক্সবাজার বিমানবন্দরকে উন্নত ও আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে।

ইন্টারন্যাশনাল এয়াররুটে কক্সবাজার বিমানবন্দর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এর মাধ্যমে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো.মোকাম্মেল হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। গণভবন থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/

প্রাইম ব্যাংকের নতুন এমডি ও সিইও নিয়োগ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন হাসান ও. রশীদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র জানায়, রবিবার (১৪ মার্চ) থেকে তিনি ব্যাংকে কার্যক্রম শুরু করেছেন। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। হাসান ও. রশীদ আট বছর ইস্টার্ন ব্যাংকে কর্মরত অবস্থায় ব্যালেন্স শিট প্রবৃদ্ধি অর্জন ও ট্রান্সফর্মেশনের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি ব্যাপকভাবে প্রশংসিত হন।

লোকাল ও মাল্টিন্যাশনাল ব্যাংকের কর্পোরেট, রিস্ক ম্যানেজমেন্ট, এসএমই ও রিটেইল ব্যাংকিংয়ে ঊর্ধ্বতন পদে তারর ২৭ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজে তিনি কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে (এসসিবি) বিভিন্ন ঊর্ধ্বতন পদে দায়িত্ব পালন করেন।

হাসান রশীদ যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের থান্ডারবার্ডের গার্ভিন স্কুল অব ম্যানেজমেন্ট থেকে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ওমেগা, ইউকে থেকে ক্রেডিট প্রফেশনাল সার্টিফিকেটও অর্জন করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের নতুন সিইও নিয়োগ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন কাজী মুকাররম দস্তগির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের সিইও পদটি শূন্য ছিল। এই শূন্য পদটিতে কাজী মুকাররম দস্তগিরকে নিয়োগ দিয়েছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স । বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুমোদন সাপেক্ষে কোম্পানিটি কাজী মুকাররম দস্তগিরকে নিয়োগ দিয়েছে।

নতুন সিওই নিয়োগের বিষয়টি স্টক এক্সচেঞ্জসহ শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবহিত করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স।

স্টকমার্কেটবিডি.কম/

 

সূচকের পতনে চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের পতনের মধ্য দিয়ে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার (১৪ মার্চ) বেলা ১২টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৭.৫৯ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৫৪১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ্ সূচক ৪.০০ পয়েন্ট কমে অবস্থান করে ১২৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫.৩০ পয়েন্ট কমে অবস্থান করে ২১৩৯ পয়েন্টে রয়েছে।

দিনের প্রথম দুই ঘন্টায় লেনদেন হয়েছে ৩১৪ কোটি ৪২ লাখ টাকার।

এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৭টি কোম্পানির শেয়ারের দর।

এদিকে, লেনদেন শুরুর দুই ঘণ্টা পর বেলা ১২টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৫৫.৯৬ পয়েন্ট কমে ১৬ হাজার ১০৮ পয়েন্টে অবস্থান করে।

এসময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৬২ লাখ টাকার। এই সময়ে লেনদেন হওয়া ১৬৭টি শেয়ারের মধ্যে ৩২টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৭৮টি কোম্পানির দর, আর ৫৭টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

আনলিমা ইয়ার্ন ডাইংয়ের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এ কথা জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি শেয়ার দর ছিল ৩৬.৭০ টাকা। আর গত ১১ মার্চ সর্বশেষ শেয়ারটি ৪২.৯০ টাকায় লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় সিএসই।

এ সময় আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/