যমুনা ব্যাংক স্পটে যাচ্ছে রবিবার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামী রবিবার স্পট মার্কেটে যাচ্ছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১৯ এপ্রিল , সোমবার। কোম্পানির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ এপ্রিল, মঙ্গলবার।

রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

আজ ব্যাংকিং লেনদেন দুপুর ১টা পর্যন্ত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দ্বিতীয় দিনের মতো চলা ‘সর্বাত্মক লকডাউন’ পরিস্থিতিতে বৃহস্পতিবার ব্যাংক খোলা রয়েছে।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। আর আনুষাঙ্গিক কাজ শেষ করার জন্য ব্যাংক খোলা রাখা যাবে বেলা আড়াইটা পর্যন্ত।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে কঠোর বিধিনিষেধের এসময়ে প্রতিটি ব্যাংকের প্রধান শাখা বা স্থানীয় কার্যালয় খোলা রাখতে হবে। খোলা রাখতে হবে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সকল শাখা।

সিটি করপোরেশন এলাকায় প্রতি দুই কিলোমিটারে একটি শাখা খোলা রাখতে হবে। এ সময়ে উপজেলা পর্যায়ে প্রতিটি ব্যাংকের একটি শাখা রোববার, মঙ্গল ও বৃহস্পতিবার খোলা রাখতে হবে। বিধি-নিষেধের এ সময়ে কর্মকর্তা কর্মচারীদের আনা নেওয়ার জন্য ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান  ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৬ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ২:৩০টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।
এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। শেয়ারবাজারে তালিকাভূক্তির পরে এবারই প্রথম লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি।
স্টকমার্কেটবিডি.কম/রিমা

শেয়ারবাজারের অর্থ ব্যবহারের সময় পেল এডিএন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যবহারের সময় বাড়িয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি আইপিওর অর্থ ব্যবহারের সময় দুই বছর বাড়িয়েছে। সময় বৃদ্ধির জন্য কোম্পানিটি বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি গ্রহন করবে।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে এই আইপিওর অর্থ ব্যবহারের সময় বাড়ানোর আবেদন অনুমোদন দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

লকডাউনে লেনদেন হবে ১০ টা হতে ১২ টা পর্যন্ত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কঠোর লকডাউনে খোলা থাকবে শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হবে প্রতিদিন ২ ঘন্টা করে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সাপ্তাহিক ও সরকারি ছুটি বাদে প্রতিদিন আড়াই ঘণ্টা করে সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেশের দুই শেয়ারবাজার খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

এক্ষেত্রে আগের মতো শেষের ১৫ মিনিট পোস্ট ক্লোজিং লেনদেন চালু থাকলেও প্রি ওপেনিং সুবিধা থাকবে না।

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত লেনদেনের সময় পরিবর্তন হবে না।

স্টকমার্কেটবিডি.কম/

লকডাউনে শেয়ারবাজার সংশ্লিষ্টদের চলাচলে বিএসইসির চিঠি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ‘সর্বাত্মক লকডাউনের’ শেয়ারবাজার খোলা থাকায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা যাতে চলাচল করতে পারেন, সে জন্য পুলিশকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠিটি দিয়েছে।

চিঠিতে শেয়ারবাজার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কর্মচারীদের দাপ্তরিক যাতায়াত আরোপিত বিধিনিষেধের বাইরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

এদিকে বুধবার বিএসইসির বিজ্ঞপ্তিতে লকডাউনের মধ্যে সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিন ব্যতীত শেয়ারবাজার ও আনুষঙ্গিক কার্যক্রম সচল রাখার জন্য শেয়ারবাজার সংশ্লিষ্ট শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

“সীমিত লোকবল নিয়ে স্বাস্থ্যবিধি মেনে এবং সরকার কর্তৃক জারিকৃত সকল নির্দেশনা মেনে শেয়ারবাজার এবং আনুষাঙ্গিক কার‌্যক্রম সচল রাখতে হবে।”

এই বিজ্ঞপ্তির কপি দুই স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, মার্চন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউজ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলোতে পাঠানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/