এস.এস. স্টিলের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস.এস. স্টিল লিমিটেডের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আজ ৪ মে আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

উত্তরা ব্যাংকের ১ম প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৯ মে আহবান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ব্যাংকটির ২০২১ সালের ১ম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২টায় অনুষ্ঠিত রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকটির ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১১ মে আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ১:৩০টায় রাজধানীর গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর ব্যাংকটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

একইদিনে চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আহবান করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

কর্নফুলি ইন্স্যুরেন্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান কর্নফুলি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে বিমাটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৭ এপ্রিল শেয়ার দর ছিল ৩২.৮০ টাকা। আর গতকাল ৩ মে সর্বশেষ শেয়ারটি ৩৭.৯০ টাকায় লেনদেন হয়েছে।

বিমাটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় কর্নফুলি ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

এপ্রিলে শীর্ষ ব্রোকারেজ আইসিবি সিকিউরিটিজ ও ডিলার শেলটেক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি বছরের এপ্রিল মাসের লেনদেনের ওপর ভিত্তি করে শীর্ষ ব্রোকারেজ হাউজ ও শীর্ষ ডিলারের তালিকা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ব্রোকারেজ হাউজ তালিকায় গত মাসে শীর্ষে অবস্থান করছে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড। আর ডিলারের তালিকায় প্রথম স্থান দখল করে আছে শেলটেক ব্রোকারেজ লিমিটেড।

ব্রোকারেজ হাউজ তালিকায় গত মাসে দ্বিতীয় স্থানে রয়েছে সিটি ব্রোকারেজ লিমিটেড। আর তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড।

এপ্রিল মাসে শীর্ষ ২০ ব্রোকারেজ হাউজের তালিকার অন্য প্রতিষ্ঠানগুলো হলো ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, শেলটেক ব্রোকারেজ লিমিটেড, ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড, ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড।

এছাড়া আরো রয়েছে প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড, এমটিবি সিকিউরিটিজ লিমিটেড, শান্তা সিকিউরিটিজ লিমিটেড, ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ভারটেক্স স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড ও বিডি সানলাইফ সিকিউরিটিজ লিমিটেড।

আর শীর্ষ ডিলার এর দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। এরপর তৃতীয় স্থানে রয়েছে ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।

এছাড়া গত মাসে চতুর্থ স্থানে রয়েছে ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড, পঞ্চম উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ষষ্ঠ দোহা সিকিউরিটিজ লিমিটেড, সপ্তম এপেক্স ইনভেস্টমেন্ট লিমিটেড, অষ্টম আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, নবম সার সিকিউরিটিজ লিমিটেড এবং দশম স্থানে রয়েছে ইবিএল সিকিউরিটিজ লিমিটেড।

এরপর যথাক্রমে রয়েছে :- আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড, এম সিকিউরিটিজ লিমিটেড, কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, হযরত আমানত শাহ সিকিউরিটিজ, পদ্মা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, এবি সিকিউরিটিজ লিমিটেড, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, স্কয়ার সিকিউরিটিজ ম্যানেজমেন্ট লিমিটেড এবং প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

প্রাইম ইন্স্যুরেন্সের ৩য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমাটির ৩য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জানুয়ারি-মার্চ,২১) বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৬ টাকা। গত বছরের এ সময়ের বিমাটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ০.০৫ টাকা।

এই প্রান্তিকে বিমাটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭.১৮ টাকা। যা গত বছরের ৩১ মার্চ ছিল ১৭.৬২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

আরএকে সিরামিক্সের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জানুয়ারি-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫০ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৩৫ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৯১ টাকা। যা গত বছরের ৩১ মার্চ ছিল ১৭.৫৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

শেয়ারবাজার স্থিতিশীল তহবিল আইন-২০২১ অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের স্থিতিশীল রাখতে প্রায়ই বিশেষ তহবিল গঠিত হচ্ছে। এই তহবিল কার্যকরণে শেয়ারবাজার স্থিতিশীল তহবিল আইন-২০২১ এর জনমত অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।

গতকাল সোমবার অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেয়া হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ তহবিল আইনে বলা হয়েছে, এখন থেকে কোনো প্রতিষ্ঠানের হাতে বিনিয়োগকারী বা গ্রাহকের অর্থ তিন বছরের বেশি সময় ধরে অদাবিকৃত অবস্থায় পড়ে থাকলে তা নতুন এ তহবিলে স্থানান্তর করতে হবে। তহবিলটির অর্থ শেয়ারবাজারের উন্নয়নে ব্যবহার করা হবে।

বিএসইসি জানিয়েছে, শেয়ারবাজারের স্থিতিশীল রাখতে সরকার প্রায়ই হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করে যাচ্ছে। এই তহবিলকে যাচ্ছে-তাই ব্যবহারে তেমন কোনো প্রভাব পড়েনি শেয়ারবাজারে। সম্প্রতি এই তহবিলগুলো বাস্তবায়নের জন্য এই আইন তৈরি করতে যাচ্ছে বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/