যমুনা অয়েলের নগদ লভ্যাংশ বিতরণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি যমুনা অয়েল কোম্পানি লিমিটেড গত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি গত ৩০ জুন শেষ হওয়া ২০২০ অর্থবছরে ঘোষিত নগদ লভ্যাংশটি নিজ নিজ ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) মাধ্যমে জমা দিয়েছে।

আর যেসব প্রবাসী এবং স্থানীয় শেয়ারহোল্ডারদের হিসাবে ডিভিডেন্ড এখনো জমা হয়নি তাদের কোম্পানির রেজিস্টার্ড অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেবিডি.কম/রিমা

জমি বিক্রি করবে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স

স্টকমার্কটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড ঢাকার আফতাবনগরে ১০ কাঠা জমি বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিমাটি ঢাকায় আফতাবনগরে প্লট: এম ১৭ এবং এম ১৯, সেক্টর ২, জহুরুল ইসলাম অ্যাভিনিউতে সাড়ে ৬ কোটি টাকায় জমি বিক্রি করবে।

গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এই জমিটি বিক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

স্টান্ডার্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান স্টান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৩ মে আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর মহাখালীতে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমাটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

একইদিনে বেলা ৩:৩০টায় চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

ভরিতে ২৩৩৩ টাকা বাড়ছে স্বর্ণের দাম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সোনার দামে বড় ধরনের পরিবর্তন আসছে। প্রতিভরিতে ২৩৩৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতির কারণে দেশের বাজারে দাম বাড়ানোর এই সিদ্ধান্ত হয়েছে।

বাজুসের এক জরুরি এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

বাজুস সূত্র জানায়, কার্যনির্বাহী কমিটির সভা করে প্রতিগ্রাম স্বর্ণের দাম ২০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে ভরিতে স্বর্ণের দাম বাড়বে ২৩৩৩ টাকা। গতকাল সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এ বিষয়ে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা গণমাধ্যমকে বলেন, ‘জরুরি পরিস্থিতি বিবেচনা করে ঈদের আগে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকায় জরুরি অবস্থা বিবেচনায় স্বর্ণের দাম বাড়াতে হচ্ছে’।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৭১ হাজার ৪৪৩ টাকা বিক্রি হবে। ২১ ক্যারেটের স্বর্ণ ৬৮ হাজার ২৯৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৫৯ হাজার ৫৪৪ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণ ৪৯ হাজার ২২ টাকায় বিক্রি হবে।

এর আগে গত মার্চে দুই দফায় স্বর্ণের দাম ভরিতে ৩৫৫৭ টাকা কমানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/

সূচকের উত্থানে চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের উত্থানের মধ্য দিয়ে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৩.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৬৮৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ্ সূচক ৫.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১২৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২১৮৫ পয়েন্টে রয়েছে।

দিনের প্রথম ঘন্টায় লেনদেন হয়েছে ৪৯৫ কোটি ৩২ লাখ টাকার।

এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৪টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানির শেয়ারের দর।

এদিকে লেনদেন শুরুর প্রথম ঘন্টা বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১০৮.৯৭ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৪০ পয়েন্টে অবস্থান করে।

এসময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৫৮ লাখ টাকার। এই সময়ে লেনদেন হওয়া ১৮৬টি শেয়ারের মধ্যে ৯০টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৬৯টি কোম্পানির দর, আর ২৭টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

রেনউইক যঞ্জেশ্বরের বোর্ড সভা ২৩ মে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৩ মে আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় অনুষ্ঠিত রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড গত বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত ৩১ ডিসেম্বর সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

এ সময় ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২.৪১ টাকা। একই সময় ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২.৩৫ টাকা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৯ আগষ্ট। আর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ জুন ।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

বারাকা পতেঙ্গার আইপিও আবেদন শুরু ১৩ জুন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন শুরু হবে আগামী ১৩ জুন। এই আবেদন ১৭ জুন পর্যন্ত জমা নেওয়া হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটিকে ২২৫ কোটি টাকার আইপিও অনুমোদন দেয় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের কাট অফ প্রাইস নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা। এই দরে শেয়ারটির আবেদন করবে বিনিয়োগকারীরা।

গত ২২ ফেব্রুয়ারি বেলা ৫ টায় বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের এই বিডিং শুরু হয়। বিডিং শেষ হয় ২৫ ফেব্রুয়ারি বেলা ৫টায়।

এর আগে কোম্পানিটির আইপিও বিডিংয়ের দিন ১৫ ফেব্রুয়ারি হতে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত বিএসইসির ৭৫৫ তম কমিশন সভায় কোম্পানিটিকে বিডিংয়ের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা গেছে, আলোচ্য কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে শেয়ারবাজার থেকে ২২৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।

কোম্পানিটি ৩০ জুন ২০২০ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ২৩ টাকা। একই সময় শেয়ার প্রতি আয় (ইপিএস) ধরা হয়েছে ৪.৩৭ টাকা।

কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

ইনটেকের ক্যাটাগরি পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড আজ ১১ মে থেকে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

বিডি সার্ভিসের ৩য় প্রান্তিকের লোকসান বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত ভ্রমণ ও পর্যটন খাতের কোম্পানি বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৩য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, নয় মাসে (জুলাই,২০-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৮.৩৬ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২.৪৬ টাকা।

তিন মাসে (জানুয়ারি-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩.২৫ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৭৯ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি সম্পদের দায় মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.২৬ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ৬.৭৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/রিমা