যমুনা অয়েলের ৩য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৩য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জানুয়ারি-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.০১ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩.৭৯ টাকা।

নয় মাসে (জুলাই,২০-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২.৬৫ টাকা। গত বছরের এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৩.১৪ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬৬.৭৪ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ১৬১.৪০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

লিব্রা ইনফিউশনসের ৪১তম এজিএম অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ও ঔষুধ খাতের কোম্পানি লিব্রা ইনফিউশনসের ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৪শে মে ভার্চুয়াল ফ্লাটফর্মে এই এজিএমটি অনুষ্টিত হয়।

এই সভায় কোম্পানির চেয়ার পারর্সন বেগম আয়েশা আলম, ব্যবস্থাপনা পরিচালক ড: রওশন আলম, পরিচালক সায়রা মরিয়ম আলম, পরিচালক মোনামী আলম, ইনডিপেনডেন্ট ডাইরেক্টর এন,আই, চৌধুরী এফসিএ, ইনডিপেনডেন্ট ডাইরেক্টর এনামুল কবির এফসিএ, মনোনীত ডাইরেক্টর কে এম কাওছার আলী এফসিএ, সি.এফ.ও এ.এন.এম. মাঈনউদ্দীন, কোম্পানী সেক্রেটারী জনাব মো: শফিকুল ইসলাম ভুইয়াও সহ শেয়ারহোল্ডারগণ অনলাইনে উপস্থিত ছিলেন।

এই সভায় নগদ লভ্যাংশ ৫% সহ অন্যান্য এজেন্ডা অনুমোদিত হয়।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৪১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ১ কোটি ৬২ লাখ ৫ হাজার ৭টি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় স্থানে উঠে আসা লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫৩ কোটি ৮ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে এনআরবিসি ব্যাংক লিমিটেড ৪৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ব্যাংকের ৪৩ কোটি ৩১ লাখ, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ৩৬ কোটি ৯ লাখ, বিএসসিসিএলের ৩৫ কোটি ৭০ লাখ, সাইফ পাওয়ারটেকের ৩৫ কোটি ৬৩ লাখ, কনফিডেন্স সিমেন্টের ৩৩ কোটি ১৭ লাখ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৩০ কোটি ৯৮ লাখ ও বিএটিবিসি লিমিটেডের ২৫ কোটি ৮৭ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

  1. বেক্সিমকো লিমিটেড
  2. লংকা বাংলা ফাইন্যান্স
  3. এনআরবিসি ব্যাংক
  4. প্রাইম ব্যাংক
  5. গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স
  6. বিএসসিসিএল
  7. সাইফ পাওয়ারটেক
  8. কনফিডেন্স সিমেন্ট
  9. পাইওনিয়ার ইন্স্যুরেন্স
  10. বিএটিবিসি লিমিটেড।

“বৌদ্ধ পূর্ণিমা” উপলক্ষে বুধবার শেয়ারবাজার বন্ধ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বৌদ্ধদের ধর্মীয় অনুষ্ঠান “বৌদ্ধ পূর্ণিমা” উপলক্ষে আগামীকাল বুধবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, “বৌদ্ধ পূর্ণিমা” উপলক্ষে প্রতিবছর এই দিনটিতে সরকারী ছুটি থাকে। এদিন দেশের সব ব্যাংক, বীমাসহ সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরি ধারাবাহিকতায় শেয়ারবাজারের লেনদেনসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এর পর দিন আগামী ২৭ মে থেকে শেয়ারবাজারে যথারীতি লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

ডিএসইতে ২০০৮ ও সিএসইতে ১৪৯ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪১.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৮৮৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৭০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৭০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২০০৮ কোটি ৮২ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৮২০ কোটি ৭ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৬০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫০টির, আর দর অপরিবর্তিত আছে ৪৬টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, লংকা বাংলা ফাইন্যান্স, এনআরবিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, বিএসসিসিএল, সাইফ পাওয়ারটেক, কনফিডেন্স সিমেন্ট, পাইওনিয়ার ইন্স্যুরেন্স ও বিএটিবিসি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৩৪.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৭০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১১৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৩০ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৯৮ কোটি ৫৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সামিট পাওয়ার ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

শেয়ারবাজারে ২৭ ব্যাংকের ১৪০০ কোটি টাকা বিনিয়োগ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার স্থিতিশীল রাখতে বিশেষ তহবিলের মাধ্যমে ১৪০০ কোটি টাকা বিনিয়োগ করছে ২৭টি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের শর্ত মেনে এই বিনিয়োগ করবে এসব ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংক হতে মোট ৪১টি ব্যাংকে শেয়ারবাজারে বিনিয়োগ করতে একটি তহবিল গঠনের নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে ২৭টি ব্যাংক এই নির্দেশ মেনে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্যাংকগুলোর শেয়ারবাজার বিশেষ তহবিলে মোট মূলধন দাঁড়াবে ৩৬০০ কোটি টাকা। ইতিমধ্যে শেয়ারবাজারে এই তহবিলের ১৪০০ কোটি টাকা বিনিয়োগ শুরু হয়েছে।

গত বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ তহবিল গঠনের সার্কুলার দেয়। মার্চেন্ট ব্যাংকগুলোর অনুরোধে ১০ হাজার কোটি টাকার এই তহবিল গঠনের উদ্যােগও নেয় কেন্দ্রীয় ব্যাংক।

অনেকদিন ধরে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারকে স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের নিকট একটি তহবিলের আবেদন করে আসছিল।

বিএসইসির এই আবেদনের প্রেক্ষিতে এই বিশেষ তহবিল গঠন করেছে বাংলাদেশ।

স্টকমার্কেটবিডি.কম/