শেয়ারবাজারে ২৭ ব্যাংকের ১৪০০ কোটি টাকা বিনিয়োগ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার স্থিতিশীল রাখতে বিশেষ তহবিলের মাধ্যমে ১৪০০ কোটি টাকা বিনিয়োগ করছে ২৭টি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের শর্ত মেনে এই বিনিয়োগ করবে এসব ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংক হতে মোট ৪১টি ব্যাংকে শেয়ারবাজারে বিনিয়োগ করতে একটি তহবিল গঠনের নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে ২৭টি ব্যাংক এই নির্দেশ মেনে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্যাংকগুলোর শেয়ারবাজার বিশেষ তহবিলে মোট মূলধন দাঁড়াবে ৩৬০০ কোটি টাকা। ইতিমধ্যে শেয়ারবাজারে এই তহবিলের ১৪০০ কোটি টাকা বিনিয়োগ শুরু হয়েছে।

গত বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ তহবিল গঠনের সার্কুলার দেয়। মার্চেন্ট ব্যাংকগুলোর অনুরোধে ১০ হাজার কোটি টাকার এই তহবিল গঠনের উদ্যােগও নেয় কেন্দ্রীয় ব্যাংক।

অনেকদিন ধরে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারকে স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের নিকট একটি তহবিলের আবেদন করে আসছিল।

বিএসইসির এই আবেদনের প্রেক্ষিতে এই বিশেষ তহবিল গঠন করেছে বাংলাদেশ।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *