বারাকা পতেঙ্গার আইপিও আবেদন শুরু আজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন শুরু হবে আজ ১৩ জুন। এই আবেদন আগামী ১৭ জুন পর্যন্ত জমা নেওয়া হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটিকে ২২৫ কোটি টাকার আইপিও অনুমোদন দেয় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের কাট অফ প্রাইস নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা। এই দরে শেয়ারটির আবেদন করবে বিনিয়োগকারীরা।

গত ২২ ফেব্রুয়ারি বেলা ৫ টায় বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের এই বিডিং শুরু হয়। বিডিং শেষ হয় ২৫ ফেব্রুয়ারি বেলা ৫টায়।

এর আগে কোম্পানিটির আইপিও বিডিংয়ের দিন ১৫ ফেব্রুয়ারি হতে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত বিএসইসির ৭৫৫ তম কমিশন সভায় কোম্পানিটিকে বিডিংয়ের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা গেছে, আলোচ্য কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে শেয়ারবাজার থেকে ২২৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।

কোম্পানিটি ৩০ জুন ২০২০ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ২৩ টাকা। একই সময় শেয়ার প্রতি আয় (ইপিএস) ধরা হয়েছে ৪.৩৭ টাকা।

কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/