আইএফআইসি ব্যাংকের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ’ আর স্বল্পমেয়াদি ঋণমান ‘এসটি-২’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানিটির এই ঋণমান প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

ফাইন ফুডসের ৩য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্তি খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি ফাইন ফুডস লিমিটেডের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০১৮ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৬০ টাকা।

আর (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.১৭ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.৪৬ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০.৫৫ টাকা। যা ২০২০ সালের ৩১ মার্চ ছিল ১২.০৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এস

কৃষি পুরস্কার পেলেন এসিআই চেয়ারম্যান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৪ পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এসিআইয়ের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা। কৃষি মন্ত্রণালয় তাঁকে এ পুরস্কার দিয়েছে। গত রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবার জাতীয় কৃষি পুরস্কার হিসেবে ৫ জন স্বর্ণ, ৯ জন রৌপ্য ও ১৮ জন ব্রোঞ্জ পদক পেয়েছেন। কৃষি গবেষণা সম্প্রসারণ, সমবায় ব্যবস্থায় উদ্বুদ্ধকরণ, কৃষিতে প্রযুক্তি উদ্ভাবন, নারীর অবদান, বাণিজ্যিক খামার, বনায়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন এবং মাছ চাষে বিশেষ অবদানের জন্য ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কৃষি পুরস্কারে ভূষিত করা হয়।

সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার চেষ্টার অংশ হিসেবে কৃষি সম্প্রসারণে অবদানের মাধ্যমে কৃষির উন্নয়নে দৃষ্টান্তমূলক অবদানের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এসিআইয়ের কৃষি খাতে বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে। কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য, খামার যান্ত্রিকীকরণ ও কৃষি অবকাঠামো সহায়তাসহ কৃষির নানা ধরনের ব্যবসার সঙ্গে জড়িত এ শিল্প গ্রুপ।

স্টকমার্কেটবিডি.কম/