সোনালী লাইফের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১০ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ১২ টায় রাজধানীতে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। সম্প্রতি বিমাটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

একই দিনে চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/

ঢাকায় ফ্লাইট বন্ধ করল এমিরেটস ও ইতিহাদ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে ঢাকায় ফ্লাইট বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুই এয়ারলাইনস এমিরেটস ও ইতিহাদ এয়ারওয়েজ। ১৫ জুলাই পর্যন্ত ঢাকা থেকে কোনো যাত্রী নেবে না এমিরেটস এয়ারলাইনস। আর ইতিহাদ এয়ারওয়েজ বন্ধ রাখবে ২১ জুলাই পর্যন্ত।

গতকাল এমিরেটস এয়ারলাইনস জানিয়েছে, ১৫ জুলাই পর্যন্ত বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও শ্রীলংকায় যাত্রীবাহী বিমান চলাচল আপাতত বন্ধ করে দিয়েছে এমিরেটস এয়ারলাইনস। এছাড়া গত ১৪ দিনে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকা হয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন এমন যাত্রীদের দেশটিতে প্রবেশের অনুমতি দেয়া হবে না। তবে শুধু সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, আমিরাতের গোল্ডেন ভিসাধারী ব্যক্তি ও কূটনৈতিক মিশনের সদস্যরা যারা করোনার সাম্প্রতিক বিধি মেনে চলেছেন তাদের প্রবেশের অনুমতি দেয়া হবে। এর আগে ১৫ জুলাই পর্যন্ত ভারতে যাত্রীবাহী সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয় এমিরেটস।

এদিকে ইতিহাদ এয়ারওয়েজ বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট পরিচালনা-সংক্রান্ত নিষেধাজ্ঞা আবারো বাড়িয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২১ জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট পরিচালনা করবে না সংস্থাটি। এছাড়া ২১ জুলাই পর্যন্ত ভারত, পাকিস্তান ও শ্রীলংকা থেকেও ইতিহাদের সব ফ্লাইট বন্ধ থাকবে। এক টুইট বার্তায় এ চারটি দেশকে নভেল করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সর্বোচ্চ ঝুঁকিতে থাকার কথা উল্লেখ করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

জানা গেছে, গত ২১ মে থেকে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকা থেকে প্রতিষ্ঠানটি ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে। ওই সময় নেপালের সঙ্গেও ফ্লাইট বন্ধ করেছিল ইতিহাদ। এর আগে গত এপ্রিল থেকে ভারতের সঙ্গে ফ্লাইট বন্ধ রেখেছে এয়ারলাইনসটি।

এর আগে গত শুক্রবার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপালসহ কয়েকটি দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ায় সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২১ জুলাই পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এছাড়া এ নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে গেলে ভ্রমণ করতে ইচ্ছুক আমিরাতের নাগরিকদের করোনা-সংক্রান্ত যাবতীয় সতর্কতা ও প্রতিরোধমূলক পদক্ষেপ অনুসরণ করতে হবে।

নিজেদের নাগরিকদের ওপর বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির একাধিক গণমাধ্যমে বলা হয়েছে, ২১ জুলাই পর্যন্ত বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকায় যেতে পারবেন না আমিরাতবাসী। দেশটির প্রশাসন এর আগে এ দেশগুলো থেকে যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। সেটিও ২১ জুলাই পর্যন্ত কার্যকর আছে।

স্টকমার্কেটবিডি.কম/

আগামীকাল থেকে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলমান লকডাউনের মধ্যে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে সোমবার থেকে টিসিবি সারাদেশে ট্রাকসেল কার্যক্রম চালু করা হবে। সরকারের খোলা বাজার বিক্রি (ওএমএস) কার্যক্রম থেকে চাল ও আটা কিনতে ভিড় বেড়েছে নিম্ন আয়ের মানুষের। অনেকেই কম দামের এসব পণ্য না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন। এ কারণে ওএমএস কার্যক্রমে বরাদ্দ বাড়ানোর কথা ভাবছে কর্তৃপক্ষ।

করোনা পরিস্থিতির মধ্যে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারী উদ্যোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে বাজারে পেঁয়াজ, মুরগি ও মাছ-মাংসের দাম বেড়ে গেছে। স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে সোমবার থেকে সরকারী বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু করা হবে।

আগের মতোই এবারও ভোজ্যতেল সয়াবিন, চিনি ও মসুর ডাল -এই তিন পণ্য ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিতরণ করবে টিসিবি। রাজধানীসহ দেশব্যাপী আগের তুলনায় ৫০টি ট্রাক বাড়িয়ে ৪৫০ জন ডিলারের মাধ্যমে ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে। আগামী ২৯ জুলাই পর্যন্ত পণ্য বিক্রি চলবে। এসব পণ্যের দাম আগের মতোই থাকবে।

এক্ষেত্রে খোলাবাজারের তুলনায় প্রতি কেজি পণ্যে ৪৯ টাকা পর্যন্ত কমে পাবে সাধারণ মানুষ। সবচেয়ে চাহিদার পণ্য সয়াবিন তেলেই বেশি সাশ্রয় হবে ক্রেতাদের। কারণ বাজারে বোতলজাত এক লিটার সয়াবিন তেল কিনতে ১৪৯ টাকা লাগে। টিসিবি বিক্রি করবে ১০০ টাকা লিটার। মসুর ডাল কিনতে লাগে ৯০ টাকা কেজি টিসিবির দাম ৫৫ টাকা কেজি। পার্থক্য দাঁড়ায় ৩৫ টাকা। বাজারে চিনি বিক্রি হয় ৭০ টাকা কেজি, টিসিবির দাম ৫৫ টাকা। অর্থাৎ কেজিপ্রতি ১৫ টাকা সাশ্রয়। টিসিবির ট্রাক থেকে প্রতিজন ক্রেতা সর্বোচ্চ ৫ লিটার তেল, (দুই লিটারের বোতল হলে ৪ লিটার), দুই কেজি মশুরু ডাল ও দুই কেজি চিনি কিনতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/

লকডাউনে নতুন সময়সূচিতে শেয়ারবাজারের লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কোভিড-১৯ ঊর্দ্বমুখী সংক্রমণের মধ্যেই চারদিন বন্ধ ছিল ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠান। আজ থেকে নতুন সময়সূচিতে শুরু হচ্ছে লেনদেন।

মহামারির সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

এই বিধিনিষেধের মধ্যে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়ে গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তবে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত দেওয়া হয়।

এর প্রেক্ষিতে সপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবারের সঙ্গে রোববার ব্যাংকের লেনদেন বন্ধ রেখে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চার দিন ব্যাংক খোলার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। আর ব্যাংকের লেনদেনের সময়সীমা কমিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত করা হয়।

সরকারের বিধিনিষেধের মধ্যে ব্যাংক খোলার এই নির্দেশনা আসলেও ব্যাংক হলিডের কারণে বৃহস্পতিবার ব্যাংকের লেনদেন বন্ধ ছিল। এতে টানা চারদিন বন্ধ থাকে ব্যাংক।

গত ৩০ জুন বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংক খোলার নির্দেশনা দেওয়ার পরপরই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে লেনদেন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানায়।

ব্যাংকের লেনদেনের সঙ্গে সমন্বয় রেখে সপ্তাহের চারদিন (সোমবার থেকে বৃহস্পতিবার) শেয়ারবাজারের কার্যদিবস নির্ধারণ করা হয়। আর লেনদেনের সময়সীমা নির্ধারণ করা হয় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

শেয়ারবাজারে লেনদেন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও কোনো বিনিয়োগকারী সশরীরে কোনো প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে বিএসইসি। নিয়ন্ত্রক সংস্থাটির সিদ্ধান্ত অনুযায়ী, শুধুমাত্র ডিজিটাল পদ্ধতিতে লেনদেন চালু থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

লংকাবাংলা ফাইন্যান্সের পিসিআই ডিএসএস সনদ অর্জন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (পিসিআই ডিএসএস) সনদ অর্জন করেছে দেশের অন্যতম প্রধান নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট (এনবিএফআই) লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্ঠানটি ক্রেডিট কার্ড সংশ্লিষ্ট ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় পিসিআই এসএসসির আবশ্যিক নিয়ম অনুযায়ী কার্যকারিতা, দক্ষতা, গোপনীয়তা রক্ষা ও বিশ্বস্ততা নিশ্চিতের ফলে এ স্বীকৃতি অর্জন করে।

এই স্বীকৃতিই প্রমাণ করে লংকাবাংলা ক্রেডিট কার্ড সুরক্ষায় দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সাথে সকল শর্ত পূরণ করে কাজ করে যাচ্ছে এবং দেশের প্রথম এনবিএফআই হিসেবে এ সনদ অর্জন করেছে।

এ নিয়ে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব খাজা শাহরিয়ার বলেন, ‘পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (পিসিআই ডিএসএস) স্বীকৃতি অর্জন আমাদের জন্য আনন্দের। এ সনদপ্রাপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনন্য একটি অর্জন।। পেমেন্ট কার্ডের সুরক্ষা আমাদের ব্যবসার অপরিহার্য অংশ এবং আমরা এ বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করি। সেবার উচ্চমান নিশ্চিত করা এবং আমাদের গ্রাহকদের সেনসেটিভ অ্যাসেট সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে কার্যক্রম পরিচালনা করার স্বীকৃতি হচ্ছে আমাদের এই সনদ অর্জন।’

তিনি বলেন, ‘এই স্বীকৃতি নিশ্চিত করে যে, আমাদের প্রতিষ্ঠান নির্ধারিত সকল কমপ্লায়েন্স মেনে চলে এবং ডেটা সুরক্ষার প্রধান বিষয়গুলো গোপনীয়তা, বিশ্বস্ততা এবং প্রাপ্যতা, নিশ্চিত করে। প্রতিষ্ঠানের কৌশল ও লক্ষ্যের সাথে কাজের প্রক্রিয়া এখন আগের থেকে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ।’

তিনি আরও বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড বর্তমানে পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (পিসিআই ডিএসএস) সনদপ্রাপ্ত দেশের একমাত্র এনবিএফআই।

যেসব প্রতিষ্ঠান কার্ড ব্যবসা পরিচালনা করে তাদের জন্য এই স্বীকৃতি অর্জন বাংলাদেশ ব্যাংকের একটি আবশ্যক শর্ত এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড সকল কমপ্লায়েন্স নিশ্চিত করার ক্ষেত্রে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সকল নির্দেশনা অনুসরণে প্রতিশ্রুকিবদ্ধ।

নির্ভরযোগ্য আর্থিক প্রতিষ্ঠান হিসেবে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড নিরবচ্ছিন্নভাবে উন্নত আর্থিক পণ্য ও সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ, পাশাপাশি প্রতিষ্ঠানটি এর অংশীজনদের সর্বোচ্চ ভ্যালু প্রদানে কাজ করে যাচ্ছে। লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর সুদীর্ঘ অভিজ্ঞতা এবং দৃঢ় ব্যবসায়িক মনোভাবের জন্য সুপরিচিত। অভিজ্ঞতার সাথে দক্ষতার সমন্বয়ে প্রতিষ্ঠানটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাহকদের উৎকৃষ্ট মানের আর্থিক সমাধানের নিশ্চয়তা দেয়।

যেসব প্রতিষ্ঠান কার্ড ব্যবসা পরিচালনা করে এবং সংশ্লিষ্ট সেবা প্রদান করে, পিসিআই ডিএসএস তাদের জন্য কার্ড সুরক্ষার মানদ- হিসেবে কাজ করে। বিশ্বের প্রধান কার্ড ব্র্যান্ড গুলো যেমন, মাস্টারকার্ড, ভিসা, পিসিআই স্ট্যান্ডার্ড প্রতিপালন বাধ্যতামূলক করেছে, তবে এটি পরিচালনা করে পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি সিকিউরিটি স্ট্যান্ডার্ড কাউন্সিল (পিসিআই এসএসসি)। কিউএসএ সেবা প্রদান করে এন্টারপ্রাইজ ইনফোসেক কনসালট্যান্টস (ইআইসি)।

স্টকমার্কেটবিডি.কম/

প্রিমিয়ার ব্যাংকের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ঋণমান ‘এএ+’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে এসটি ১। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আর্গস ক্রেডিট রেটিং লিমিটেড (এসিআরএসএল)।

২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

ন্যাশনাল ব্যাংকের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির চলতি বছরের ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জানুয়ারি-মার্চ,২১) ব্যাংকটির কনসোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৩ টাকা। গত বছরের এ সময়ের ব্যাংকটির কনসোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৩০ টাকা।

এই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭.০৮ টাকা। যা গত বছরের ৩১ ডিসেম্বরে ছিল ১৭.০২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এস

অলিম্পিকের ৭.২ কোটি টাকা মূল্যের জমি কেনার সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নারায়নগঞ্জ জেলায় জমি ক্রয় করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় জমি ক্রয়ের সিদ্ধান্তটি নেয়া হয়েছে।

ডিএসই জানিয়েছে, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ নারায়নগঞ্জে সোনারগাওয়ে কুতুবপুর নামক স্থানে ৪৮ ডেসিমল জমি কিনবে। যার মূল্য ৭ কোটি ২০ লাখ টাকা। জমিটির রেজিস্ট্রেশন খরচ ধরা হয়েছে ৭৫ লাখ ৬০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর ২০২০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে বিমাটির পরিচালনা বোর্ড।

এবছর বিমাটি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৬ টাকা। আর শেয়ার প্রতি সম্পদের (ন্যাভ) দাঁড়িয়েছে ১৩.০৯ টাকা।

আগামী ৩০ সেপ্টেম্বর বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/এ