তারিক আমিন ভূঁইয়া ডিএসই’র নতুন ব্যবস্থাপনা পরিচালক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তারিক আমিন ভূঁইয়া দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গতকাল ২৫ জুলাই যোগদান করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত ১০০৮তম পরিচালনা পর্ষদের সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ তাঁকে ডিএসই ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেন৷

ডিএসই বোর্ড অ্যান্ড এ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশন্স ২০১৩ অনুযায়ী ঐ দিনই নিয়োগের বিষয়টি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে অনুমোদনের জন্য পাঠানো হয়৷ ৫ জুলাই কমিশন তার নিয়োগের অনুমোদন প্রদান করেন৷

প্রশাসন ও ব্যবসা পরিচালনা, ডিজিটাল অ্যান্ড ফিনান্সিয়াল টেকনোলজি এবং আইটি খাতে নেতৃত্বদানকারী দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি তারিক আমিন ভূঁইয়া পেশাগত জীবনে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান-এএনজেড (ANZ) গ্রিন্ডলেস ব্যাংক, বাংলাদেশ এর গ্র্যাজুয়েট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন।
পরবর্তী সময়ে তিনি আইএনজি (ING), সেন্ট জর্জ (ST. George) ও ওয়েস্ট পেক (Westpac) এবং গ্লোবাল পরামর্শক সংস্থা-আইটি প্রতিষ্ঠান টাটা কন্সালটেন্সি সার্ভিসেস (টিসিএস), ইনফোসিস (Infosis) এবং উদ্ভাবনী পরামর্শক সংস্থা- অ্যাকসেন্টার (Accenture) সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ২৫ বছরেরও বেশি সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন৷

এছাড়াও তিনি ব্র্যাক ব্যাংকের প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) এবং মোবাইল মানি ট্রান্সফার কোম্পানি বিকাশের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করেন।

ডিএসইতে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশের অলাভজনক প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ এনজিও’র তথ্যপ্রযুক্তি পরামর্শক এবং অস্ট্রেলিয়ার হ্যাশক্লাউড (Hashkloud) পিটিওয়াই লিমিটেড এর প্রতিষ্ঠাতা সিইও এবং সিটিপিও হিসেবে দায়িত্ব পালন করেন৷ এছাড়াও তিনি হ্যাশক্লাউড বাংলাদেশ লিঃ এর নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
তারিক আমিন ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

পরে তিনি ম্যাকোরি (Macquarie) বিশ্ববিদ্যালয়, সিডনী, অস্ট্রেলিয়া থেকে মাস্টার অব কমার্স ইন ইনফরমেশন সিস্টেম অ্যান্ড টেকনোলজি। এর পূর্বে তিনি অস্ট্রেলিয়ান ইন্সটিটিউট অব বিজনেস থেকে ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারিক আমিন ভূঁইয়া আমেরিকা এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন স্বনামধন্য ইন্সটিটিউট থেকে ব্লক চেইন এবং চেইঞ্জ ম্যানেজমেন্টের উপর উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন৷ তিনি ব্লক চেইনের ওপর গবেষণার জন্য ফ্র্যাঙ্কফুর্ট স্কুল অব ফিনান্স অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে “Certified Blockchain Expert” সার্টিফিকেট অর্জন করেন৷

এছাড়াও তিনি DevOps Master Course, অস্ট্রেলিয়ার সিডনীতে PMI-ACP (PMI-Agile Certified Professional), আমেরিকার পোর্টল্যান্ডে PROSCI Change Management Certification Training সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন৷

স্টকমার্কেটবিডি.কম/এইচ

শেয়ারবাজারে আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঈদুল আজহার ছুটির পর গতকাল সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন দেশের উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনও।

বাজারসংশ্লিষ্টদের মতে, মুনাফা করার মনোভাব নিয়ে জুন সমাপ্ত আর্থিক প্রতিবেদনকে কেন্দ্র করে বিনিয়োগকারীরা বাজারে বিনিয়োগ করে চলেছেন। তাই লকডাউনে বাজার সীমিত পরিসরে লেনদেনেও ঊর্ধ্বমুখী অবস্থান ধরে রেখেছে। তবে সূচক ও লেনদেন বাড়লেও গতকাল উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর কমেছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, লাভবান হওয়ার আশায় বিনিয়োগকারীরা বাজারে বিনিয়োগ করে যাচ্ছেন। সেই সঙ্গে জুনে সমাপ্ত আর্থিক প্রতিবেদন প্রকাশকে কেন্দ্র করে যেসব কোম্পানি ভালো করতে পারে সেসব কোম্পানিতে বিনিয়োগ করছেন। এতে কোম্পানিগুলো মুনাফায় থাকলে তার শেয়ারে এর প্রভাব পড়বে এবং শেয়ারদর বাড়বে। যেসব বিনিয়োগকারী মুনাফায় থাকা কোম্পানিতে বিনিয়োগ করেছেন তারা শেয়ারদর বাড়ার মাধ্যমে ক্যাপিটাল গেইন করবেন। তাই আর্থিক প্রতিবেদন প্রকাশকে কেন্দ্র করে বিনিয়োগকারীরা লাভের আশায় বিনিয়োগ করে যাচ্ছেন বলে জানান তারা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকে সূচক ঊর্ধ্বমুখী ছিল। লেনদেনের কিছু সময় পরেই সূচকের পতন ঘটে। পরে আবার কিছুটা ঊর্ধ্বমুখী অবস্থায় ফেরে সূচক। সারা দিন উত্থান ও পতনের মাধ্যমে দিনশেষে সূচকের উত্থান দিয়ে লেনদেন শেষ হয়। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪২৪ দশমিক ২১ পয়েন্টে দাঁড়িয়েছে, যা এর আগের কার্যদিবসে ছিল ৬ হাজার ৪০৫ দশমিক ৪৪ পয়েন্টে।

গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি, বিকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, জিপিএইচ ইস্পাত, হাইডেলবার্গ সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড ও অ্যাকটিভ ফাইন কেমিক্যালের।

স্টকমার্কেটবিডি.কম/এইচ