ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৪২৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪০১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৩১৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৫২১ কোটি ৩১ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৩৬০ কোটি ৮৯ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৭টির, আর দর অপরিবর্তিত আছে ৪৮টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, জিপিএইচ ইস্পাত কমপ্লেক্স, সাইফ পাওয়ারটেক, বিএটিবিসি, এ্যাক্টিভ ফাইন, ফার কেমিক্যালস, ফুয়াং সিরাকিমস, ম্যাকসন স্পিনিং মিলস, রহিমা ফুড করপোরেশন ও আমান ফিড লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৩.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬৩৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ১৩৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৫ কোটি ৮৪ লাখ টাকা। । গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছিল ৬৬ কোটি ৬৮ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রবি আজিয়াটা ও বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

ওয়ান ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ওয়ান ব্যাংকের পরিচালনা বোর্ড ৬০০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটি ৬০০ কোটি টাকার সাবর্ডিনেন্ট বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

ব্যাংকটি ব্যাসেল-৩ ফ্রেমওয়ার্কের আওতায় টায়ার-১ মূলধন বাড়ানোর লক্ষ্যে বন্ড ছাড়বে।

বাংলাদেশ ব্যাংক, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের পর ব্যাংকটি এই বন্ড ছাড়বে।

স্টকমার্কেটবিডি.কম/এম

মার্কেন্টাইল ব্যাংকের ১৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একজন উদ্দোক্তা ৪ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইন্জিনিয়ার মনিরুজ্জাম নামে এই উদ্যোক্তা ৪ লাখ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ৩২ লাখ ৫৩ হাজার ৩১১টি শেয়ার রয়েছে।

ঘোষণা অনুযায়ী ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার চলমান বাজার দরে ডিএসই’র পাবলিক মার্কেটে বিক্রয় করবেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এস

লকডাউনে শেয়ারবাজারে লেনদেনের সময় পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের উভয় শেয়ারবাজারে শেয়ার লেনদেনের সময় পরিবর্তন করা হয়েছে। আগামী সপ্তাহে এই লেনদেন সকাল ১০ টায় শুরু হয়ে শেষ হবে বেলায় ২ টায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই জানায়, করোনা পরিস্থিতিতে বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে লেনদেনের সময় পরিবর্তন করে ১০ টা হতে বেলা ২ টা পর্যন্ত করা হয়েছে। এছাড়া আগামী সপ্তাহে লেনদেন হবে ২, ৩ ও ৫ আগষ্ট। এসপ্তাহে ১ ও ৪ আগষ্ট ব্যাংক বন্ধ থাকায় শেয়ারবাজার বন্ধ থাকবে।

করোনা সংক্রমণের ঝুঁকি কিছুটা কমাতে আগামী সপ্তাহে রবিবার (১ আগস্ট) ও বুধবার (৪ আগস্ট) ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। আর ব্যাংক বন্ধ থাকার কারণে এ দুদিন লেনদেন বন্ধ থাকবে শেয়ারবাজারও।

বুধবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম।

স্টকমার্কেটবিডি.কম/এস

ইসলামিক ফাইন্যান্সের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (এপ্রিল-জুন, ২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানি টির শেয়ার প্রতি আয় ছিল ০.৩২ টাকা।

আর (জানু-জুন, ২১) এ ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৪ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৭০ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৭৪ টাকা। যা ২০১৯ সালের ৩০ জুন ছিল ১৫.১৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/কেএ

মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের অর্ধ-বার্ষিকীতে আয় কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির চলতি বছরের এপ্রিল-জুন বা ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ০.২৬ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৭৯ টাকা। এই অর্ধ-বার্ষিকীতে ব্যাংকটির আয় কমেছে।

এ বছর জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ১.০৮ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.৩৪ টাকা। এই অর্ধ-বার্ষিকীতে ব্যাংকটির আয় কমেছে।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ২২.১৪ টাকা, যা গত বছর ৩০ জুন ছিল ২০.৯৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ট্রাষ্ট ব্যাংকের অর্ধ-বার্ষিকীতে আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির চলতি বছরের এপ্রিল-জুন বা ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ১.৪৭ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.০৯ টাকা। এই অর্ধ-বার্ষিকীতে ব্যাংকটির আয় বেড়েছে।

এ বছর জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ২.৪২ টাকা। যা আগের বছর একই সময় ছিল ২.০০ টাকা। এই অর্ধ-বার্ষিকীতে ব্যাংকটির আয় বেড়েছে।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ৩০.৭০ টাকা, যা গত বছর ৩০ জুন ছিল ৮৫.৮১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ওয়ান ব্যাংকের অর্ধ-বার্ষিকীতে আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির চলতি বছরের এপ্রিল-জুন বা ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ০.৬৭ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.১৮ টাকা। এই অর্ধ-বার্ষিকীতে ব্যাংকটির আয় বেড়েছে।

এ বছর জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ১.৪৬ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৯৩ টাকা। এই অর্ধ-বার্ষিকীতে ব্যাংকটির আয় বেড়েছে।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ১৯.৭৭ টাকা, যা গত বছর ৩০ জুন ছিল ১৮.৩০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

এক্সিম ব্যাংকের অর্ধ-বার্ষিকীতে আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির চলতি বছরের এপ্রিল-জুন বা ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ০.৮৪ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৯৬ টাকা। এই অর্ধ-বার্ষিকীতে ব্যাংকটির আয় কমেছে।

এ বছর জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ০.৮৯ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.০০ টাকা। এই অর্ধ-বার্ষিকীতে ব্যাংকটির আয় কমেছে।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ২২.৫৫ টাকা, যা গত বছর ৩০ জুন ছিল ২১.৬৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০২০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে বিমাটির পরিচালনা বোর্ড।

আগামী ২৯ সেপ্টেম্বর বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ আগষ্ট।

স্টকমার্কেটবিডি.কম/এস