ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩১ আগষ্ট আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা পৌনে ৩ টায় রাজধানী মতিঝিলে বিমাটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০২১ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বিমাটির পরিচালনা বোর্ড।

সভাশেষে বিমাটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এনসিসি ব্যাংকের শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা ৩ লাখ ৭৫ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, এম এ কাসেম নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৩ লাখ ৭৫ হাজার শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ৫৩ লাখ ৭৫ হাজার শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

আইএমএফের ঋণে রিজার্ভে আরেক রেকর্ড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা মোকাবিলায় বাংলাদেশকে প্রায় ১৪৫ কোটি ডলার ঋণসহায়তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এর ফলে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক লাফে ৪৮ বিলিয়ন বা ৪ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। প্রতি ডলারের বিনিময়মূল্য ৮৫ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪ লাখ ৮০০ কোটি টাকা।

করোনার মতো অপ্রত্যাশিত সংকট মোকাবিলায় এসডিআর (স্পেশাল ড্রয়িং রাইট) তহবিল থেকে এই অর্থ পেয়েছে বাংলাদেশ। অপেক্ষাকৃত স্বল্প আয়ের দেশগুলোকে এই তহবিল থেকে অর্থসহায়তা দিয়েছে আইএমএফ। এর ফলে মঙ্গলবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৪৮ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার। এর আগে কখনো রিজার্ভ ৪৭ বিলিয়নও ছড়ায়নি। এবার হঠাৎ করেই আইএমএফের ঋণে ভর করে ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় রিজার্ভ।

প্রবাসীদের পাঠানো আয় ও রপ্তানি আয়ের কারণে এমনিতে বাড়ছিল কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এতে হঠাৎ করে যুক্ত হয় প্রায় দেড় বিলিয়ন ডলার ঋণসহায়তা। এর ফলে রিজার্ভ নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

জানা যায়, গত ২৯ জুন কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলার অতিক্রম করে। জুলাই মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মে-জুন মেয়াদের আমদানি বিল পরিশোধের পর তা ৪৫ দশমিক ৩ বিলিয়ন ডলারে নেমে আসে। আর ১৮ আগস্ট রিজার্ভ ছিল ৪ হাজার ৬০৬ কোটি মার্কিন ডলার।

স্টকমার্কেটবিডি.কম/

বেক্সিমকো গ্রিন সুসুকের আবেদন সময় বাড়লো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেক্সিমকো গ্রিন সুসুক আল ইজতিসনা বন্ড ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করবে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো)। এই বন্ডের সাবস্ক্রিপশনের সময় বাড়ানো হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত এই বন্ডের আবেদন করতে পারবেন বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ১৬ আগস্ট বন্ডের সাবস্ক্রিপশন শুরু হয়। এই সাবস্ক্রিপশনের সর্বশেষ সময় ছিল ২৩ আগস্টের (সোমবার) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত।

উক্ত সময়ে বন্ডটির চাহিদার ৭৫০ কোটি টাকার বিপরীতে বিনিয়োগকারীরা মাত্র ৫৫ কোটি ৬১ লাখ ৫৫ হাজার টাকার ইউনিটের আবেদন করেছেন। এতে মোট ৭১ জন বিনিয়োগকারী ৭১টি আবেদন জমা দিয়েছেন। যা মোট চাহিদার মাত্র ৭.৪১৫% ।

এরি পরিপ্রেক্ষিতে কোম্পানির আবেদনের ভিত্তিতে এই সাবস্ক্রিপশনের সময় বাড়ানো অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

এই সুকুকের প্রতি ইউনিটে অভিহিত মূল্য ১০০ টাকা। সুকুকটির নূন্যতম সাবস্কিপশন ৫ হাজার টাকা ও নূন্যতম লট ৫০টি।

এই বেক্সিমকো গ্রিন সুসুক আল ইজতিসনা বন্ডটির ট্রাস্টি হিসেবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং ইস্যু ম্যানেজার হিসেবে যথাক্রমে সিটি ব্যংক ক্যাপিটাল রিসোর্সেস ও অগ্রণী ইক্যুইটি এন্ড ইনভেস্টমেন্ট কাজ করছে।

স্টকমার্কেটবিডি.কম/

তমিজ উদ্দিন টেক্সটাইল ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তমিজ উদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড নিজস্ব কারখানায় ৫০ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটি কারখানার জন্য মেশিন ক্রয়সহ কারখানা উন্নয়নে এই বিনিয়োগ করবে। এছাড়া ঋণ পরিশোধেও কিছু অর্থ ব্যয় করবে।

কোম্পানিটি চীন, জাপান ও ইউরোপ থেকে স্পিনিংয়ের অত্যাধুনিক মেশিনারিজ ক্রয় করতে চায়।

এই ৫০ কোটি টাকা বিনিয়োগ করলে কারখানার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও মুনাফা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আর এসব অর্থ নিজস্ব তহবিল ছাড়াও ব্যাংকের ঋণ থেকে সংগ্রহ করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/

ইউনিলিভার কনজিউমারের অফিস পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজিউমার লিমিটেডের করপোরেট বা শেয়ার অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির এই কুড়িল বাটারা এলাকায় ডিটিএক্স টাওয়ারে স্থানান্তর করা হয়েছে।

আগামী ১ সেপ্টেম্বর হতে সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের এই অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

পপুলার লাইফের ২৫ কোটি টাকার জমি বিক্রির সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড সিলেটে ৫ একর জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড সিলেট জেলা সদর এলাকায় ৫ একর জমি বিক্রি করবে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ড এই জমি বিক্রির অনুমোদন দিয়েছে।

এই জমির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ কোটি ২৫ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বিমাটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ২.৫১ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.৯৯ টাকা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ৪.৫৪ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৪.০২ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ৫৪.৩২ টাকা, যা গত বছর ৩১ ডিসেম্বর এই এনএভি ছিল ৪৯.৭৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ঢাকা ব্যাংকের ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৪৭ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১৮ পয়সা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ১.১০ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৭৯ পয়সা।

চলতি বছর এই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ২০.৯৭ টাকা, যা গত বছর ৩০ জুন ছিল ১৯.৬০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড