দিনশেষে বেড়েছে লেনদেন ও সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের উত্থান লক্ষ্য করা গেছে। তবে এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭৩৫১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬০০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৭৮৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৬৮১ কোটি ২৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৩৫২ কোটি ৪ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৩১টির, আর দর অপরিবর্তিত আছে ৩১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- লাফার্জ হোলসিম বিডি, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, পাওয়ার গ্রিড কোম্পানি, প্যারামাউন্ট টেক্সটাইল, জিপিএইচ ইস্পাত, সাইফ পাওয়ারটেক, ইফাদ অটোস, লংকা বাংলা ফাইন্যান্স ও এসপি সিরামিকস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮১.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ৫১৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৬৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১৬ কোটি ৪০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৮৯ কোটি ৮৬ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লিন্ডে বিডি ও পাওয়ারগ্রিড লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী সাড়ে ১১ কোটি : বিটিআরসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহকসংখ্যা ১১ কোটি ৫৪ লাখে পৌঁছেছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসি’র প্রকাশিত আগস্ট মাসের প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে।

বিটিআরসির সর্বশেষ হিসাবে, আগস্ট মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহকসংখ্যা ১১ কোটি ৫৪ লাখ ১০ হাজারে পৌঁছেছে। জুলাইয়ে এই সংখ্যা ছিল ১১ কোটি ৩৬ লাখ ৯০ হাজার।

সম্প্রতি বিটিআরসি জানিয়েছে, দেশের মোবাইল ফোন অপারেটরগুলো নতুন ১৭ লাখ ২০ হাজার ইন্টারনেট গ্রাহক পেয়েছে।

আগস্টে দেশে মোট মোবাইল ফোন গ্রাহকসংখ্যা ছিল ১৭ কোটি ৮৬ লাখ ১০ হাজার। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক আট কোটি ৩১ লাখ ৮০ হাজার, রবির পাঁচ কোটি ২২ লাখ ৬০ হাজার, বাংলালিংকের তিন কোটি ৬৯ লাখ এবং টেলিটকের ৬২ লাখ ৭০ হাজার সংযোগ রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

বিশ্ববাজারে ১০ বছরে সর্বোচ্চ তুলার দাম : বিটিএমএ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন্তর্জাতিক বাজারে তুলার দাম গত এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এ পরিস্থিতিতে আগামী দিনগুলোয় তুলাজাত সুতার দাম বাড়ার আশঙ্কা রয়েছে। গুরুত্বের সঙ্গে এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ক্রেতাদের সঙ্গে আগামী ক্রয়াদেশগুলোর দরকষাকষির ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

বিটিএমএ বলছে, সুতার স্থানীয় মূল্য যেন তৈরি পোশাক প্রতিষ্ঠানগুলোর ক্রয়সক্ষমতার মধ্যে থাকতে পারে, সে লক্ষ্যে গত ২১ আগস্ট বিকেএমইএ ও বিজিএমইএর সঙ্গে একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে সুতার মূল্যের একটি ভিত্তি নির্ধারণ করা হয়। এ অনুযায়ী সুতার দামের মৌলিক মূল্যসীমা দেওয়া হয়। বলা হয়েছিল, ৩০ কাউন্টের কার্ড সুতার দাম হবে কেজিপ্রতি সর্বোচ্চ ৪ ডলার ২০ সেন্ট। আর ৩০ কাউন্টের কম্বড সুতার দাম হবে কেজিপ্রতি ৪ ডলার ৫০ সেন্ট। ওই সময় তুলার বাজারের ইনডেক্স ছিল ৯৩ থেকে ৯৪।

সমঝোতায় বলা হয়েছিল, ইনডেক্স সর্বনিম্ন ৮৫ এবং সর্বোচ্চ ১০০ থাকলে সুতার বর্তমান মূল্য বহাল থাকবে। যদি ইনডেক্স ৮৫-এর নিচে যায়, তাহলে সুতার দাম কমার বিষয় বিবেচনা করা হবে। আর যদি ১০০-এর ওপরে যায়, তাহলে সুতার মূল্য বাড়বে।

পোশাক খাতের উদ্যোক্তাদের সতর্ক করে বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, বিশ্ববাজারের বর্তমান মূল্যসূচক পরিবর্তন না হলে; স্থানীয় বাজারে সুতার দাম পুনর্নির্ধারণ করতে হবে। এতে আগামী নভেম্বর-ডিসেম্বরে বর্তমান মূল্যের চেয়ে আরো ১৫ শতাংশ বাড়তে পারে বলে তিনি মনে করেন। প্রতিযোগিতায় ঠিকে থাকতে সুতাকল মালিকদের দাম বাড়ানোর বিকল্প থাকবে না। তাই পোশাক খাতের উদ্যেক্তাদের ক্রেতাদের থেকে কার্যাদেশ নেওয়ার আগে ন্যায্য দরকষাকষির পরামর্শ দিয়েছেন তিনি।

বিটিএমএ জানায়, সংগঠনের সদস্য মিলগুলো সমঝোতা হওয়া মূল্যে তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠানগুলোয় সুতা সরবরাহে কোনোরূপ ব্যত্যয় করেনি। সুতার মূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে স্থানীয় স্পিনারদের খুব বেশি নিয়ন্ত্রণ নেই। কেননা তুলা একটি আন্তর্জাতিক কমোডিটি। এর মূল্য নির্ধারণ মূলত শুরু হয় তুলা চাষের শুরু থেকেই। তুলা কৃষিজাত পণ্য হলেও এটি আন্তর্জাতিক কাঁচামাল, ফলে বিশ্বব্যাপী এর চাহিদা রয়েছে এবং যার মূল্যসূচকটি নিয়ন্ত্রণ হয় নিউ ইয়র্ক ফিউচারের মাধ্যমে। এ সূচক বাড়ার অন্যতম কারণ মোট উৎপাদনের তুলনায় এর ব্যবহার বৃদ্ধি পাওয়া। ২০২১ সালের অক্টোবরে আইসিই ফিউচার মার্কেটে তুলার সূচক মূল্য দাঁড়িয়েছে ১০৭ দশমিক ২৮ ডলার, যা ২০১২ সালের একই সময়ে ছিল ৭২ দশমিক ৬৫ ডলার।

বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, বিটিএমএ, বিজিএমইএ, বিকেএমইএর সঙ্গে চুক্তিতে তুলার যে মূল্যসূচকটিকে ভিত্তি করে সুতার মূল্য নির্ধারণ করা হয়েছিল, তা আর বিবেচনায় নেওয়া সম্ভব নয়। ফলে সে সমঝোতার আলোকে সুতার মূল্য রাখা সম্ভব হবে না বলে আশঙ্কা করছি।

বিটিএমএ সভাপতি আরো বলেন, গত এক মাসের মধ্যে ক্যাপটিভ পাওয়ার জেনারেশনের মাধ্যমে পরিচালিত মিলগুলোতে গ্যাসের তীব্র সংকট চলছে। ফলে মিলগুলো উৎপাদিত সুতার ওপর অতিরিক্ত খরচ যোগ করে মূল্য নির্ধারণ করছে। গ্যাস সরবরাহ পরিস্থিতির খুব তাড়াতাড়ি উন্নতি হবে এমন তথ্য নেই।

স্টকমার্কেটবিডি.কম/

ওরিয়ন ফার্মার মূল্য সংবেদনশীল নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা বিডি লিমিটেডের সম্প্রতি শেয়ার দর বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য অপ্রকাশিত নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য আছে কিনা… তা জানতে চায় ডিএসই। এ সময় ওরিয়ন ফার্মা লিমিটেডের লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোনো তথ্য কোম্পানিটির নিকট নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডেসকো বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ঢাকা ইলেক্ট্রো সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৪ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৫টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ+’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৩’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)।

২০২০ সালের ৩১ ডিসেম্বরের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন আর ২০২১ সালের ৪ অক্টোবর পর্যন্ত আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/এম