পদ্মা সেতুর ওপর পিচ ঢালাইয়ের কাজ শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পদ্মা সেতুর ওপর পিচ ঢালাই বা কার্পেটিংয়ের কাজ গতকাল শুরু হয়েছে। সেতুটির ৩৭ নম্বর খুঁটির কাছে সকাল থেকে এই কাজ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ৪০ নম্বর খুঁটির কাছে ৩৪৪ মিটার পর্যন্ত পিচ ঢালাইয়ের কাজ করা হয়।

চার লেনের সেতুটির মাঝখানে সড়ক বিভাজক রয়েছে। সড়ক বিভাজকের পশ্চিম প্রান্তের ওই ৩৪৪ মিটারে গতকাল পিচ ঢালাইয়ের কাজ করা হয়। এর আগে পরীক্ষামলূকভাবে সেতুর ৪০ নম্বর খুঁটির কাছে ৬০ মিটার এলাকায় কার্পেটিং করা হয়েছিল। এখন মুন্সীগঞ্জের দিকে কার্পেটিং এগোচ্ছে। এই কার্পেটিংয়ের আগে গত ২০ অক্টোবর পানি নিরোধক আস্তরণ (ওয়াটারপ্রুফ লেয়ার) দেওয়া হয়।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের জানান, ৪৩০ মিটার এলাকা ওয়াটারপ্রুফ লেয়ার দিয়ে কার্পেটিংয়ের জন্য প্রস্তুত রাখা হয়েছিল। তবে গতকাল প্রথম দিনে ওই ৪৩০ মিটার এলাকায় কার্পেটিং করা সম্ভব হয়নি। ৩৪৪ মিটার এলাকায় কার্পেটিং করা সম্ভব হয়। ওয়াটার প্রুফ লেয়ারের ওপর দুই লেয়ারে ১০০ মিলিমিটার পুরুত্বে এই কার্পেটিং হবে। তবে প্রথম দফায় ৬০ মিলিমিটার পুরুত্বের লেয়ার দেওয়া হয়। দ্বিতীয় দফায় বাকি ৪০ মিলিমিটার পুরুত্বে লেয়ারটি দেওয়া হবে।

সেতুর শেষ পর্যায়ের কাজ কার্পেটিং শুরু হওয়ায় পদ্মা সেতু এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছিল। ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর এই কার্পেটিংয়ের কাজ শেষ করতে কয়েক মাস লাগবে।

এদিকে কার্পেটিং ছাড়াও পদ্মা সেতুর প্যারাপেট ওয়াল এবং ডিভাইডারেও কাজ চলছে। এ ছাড়া নদীশাসন ও পূর্ব পাশে গ্যাসলাইন স্থাপনের কাজও চলছে পুরোদমে। সেতুর নিচতলার পূর্ব পাশ দিয়ে গ্যাসলাইন স্থাপন হলেও পশ্চিম পাশে ওয়াকওয়ে তৈরি করা হচ্ছে। আগামী জুনের আগেই পদ্মা সেতুর কাজ শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পদ্মা সেতুর মাওয়া অংশ থেকে ভাঙ্গা পর্যন্ত রেললাইনের কাজের অগ্রগতি ৭১ শতাংশ। ঢাকা থেকে যশোর পর্যন্ত পুরো প্রকল্পের অগ্রগতি ৩৬ শতাংশ। আগামী জুনের আগেই পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার সব প্রস্তুতি শেষ হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

সামিট পাওয়ারের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি সামিট পাওয়ার কোম্পানি লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ১৪ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ওরিয়ন ফার্মা
  3. লাফার্জ হোলসিম বিডি
  4. বেক্সিমকো ফার্মা
  5. আইএফআইসি ব্যাংক
  6. কাট্টালী টেক্সটাইল
  7. আলিফ ইন্ডাস্ট্রিজ
  8. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  9. এনআরবিসি ব্যাংক
  10. সাইফ পাওয়ারটেক লিমিটেড।

ডিএসইতে ৮০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে ৮০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১৪.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৯৮২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২৪.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৭৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৪.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৬৬০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১১৬৩ কোটি ৭৮ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১০০৭ কোটি ৭৫ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩০১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৪৩টির, আর দর অপরিবর্তিত আছে ৩১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, লাফার্জ হোলসিম বিডি, বেক্সিমকো ফার্মা, আইএফআইসি ব্যাংক, কাট্টালী টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৩৬.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৪৩৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৮টির, কমেছে ৩০টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ২৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ২৩ কোটি ৭৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও বেক্স ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

করোনার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে : অর্থমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি পুরোটাই যৌক্তিক বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কেননা তেলের দাম শুধু বাংলাদেশে বাড়েনি। সারাবিশ্বেই বেড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। করোনার কারণে এমনটা হয়েছে বলে তিনি মনে করেন।

আজ বুধবার ক্রয়সংক্রান্ত কমিটির সভা শেষে অনলাইন ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী আরও বলেছেন, ‌‘সরকার কখনোই রাফলি দাম বাড়ায় না। জনগণের কথা মাথায় রেখেই দাম বাড়ানো হয়। তবে অনেক সময় সেটা না করলে সরকারের আয় কমে যায়। সরকার তো টাকা প্রিন্ট করে না। আয় করেই ব্যয় করে। ফলে রাজস্ব আয় করতেই আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে এটা করা হয়েছে।’

স্টকমার্কেটবিডি.কম/

পি কে হালদারের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিল দুদক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদার ও তাঁর ১৪ সহযোগীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তদন্তে ৪২৬ কোটি টাকার অবৈধ সম্পদ, বিভিন্ন ব্যাংকে ছয় হাজার ৮০ কোটি টাকার লেনদেন, কানাডায় এক কোটি ১৭ লাখ ডলার পাচারের প্রমাণ পাওয়ায় এই অনুমোদন দেওয়া হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।

আজ বুধবার (১০ নভেম্বর) দুদকের জনসংযোগ দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।

চার্জশিটে পি কে হালদার ছাড়া অন্য আসামিরা হলেন প্রশান্ত কুমার হালদারের মা লিলাবতী হালদার, অবন্তিকা বড়াল, শংখ বেপারী, সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধা, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি।

এর আগে দুদক জানিয়েছিল, পি কে হালদারের ঋণ জালিয়াতি অনুসন্ধানে নেমে একের পর এক ভয়ংকর তথ্য পায় কমিশন। সর্বশেষ পি কের নেতৃত্বে ২০টি কাগুজে প্রতিষ্ঠানের নামে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে এক হাজার ৩০০ কোটি টাকা লুটপাটের তথ্য পাওয়া যায়। অস্তিত্বহীন এসব কাগুজে প্রতিষ্ঠান হলো সুখাদা প্রপার্টিজ লিমিটেড, নেচার এন্টারপ্রাইজ লিমিটেড, উইনটেল ইন্টারন্যাশনাল লিমিটেড, বর্ণ, সদ্বীপ করপোরেশন, নিউটেক এন্টারপ্রাইজ, নিউট্রিক্যাল লিমিটেড, এসএ এন্টারপ্রাইজ, আনান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অ্যান্ডবি ট্রেডিং, আরবি এন্টারপ্রাইজ, দেয়া শিপিং লিমিটেড, ইমার এন্টারপ্রাইজ, জি অ্যান্ড জি এন্টারপ্রাইজ, হাল ইন্টারন্যাশনাল লিমিটেড, কণিকা এন্টারপ্রাইজ, মেরিনট্রাস্ট লিমিটেড, মুন এন্টারপ্রাইজ, এমটিবি মেরিন লিমিটেড এবং পি অ্যান্ড এল ইন্টারন্যাশনাল লিমিটেড।

দুদক সূত্র আরো জানায়, জালিয়াতি ও লুটপাট করে পার পেতে মাস্টার মাইন্ডার পি কে হালদার প্রায় ৩০ কোটি টাকা দিয়ে ল ফার্মের সঙ্গে আইনি সহায়তা পেতে চুক্তিও করেছিলেন। ল ফার্মের দায়িত্ব ছিল ঋণ কেলেঙ্কারিসংক্রান্ত আইনি ঝামেলা থেকে পি কে হালদারকে সুরক্ষা দেওয়া।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের রেগুলার ও বিশেষ নিরীক্ষায় পি কে হালদার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কোনো সমস্যায় যাতে পড়তে না হয় এ জন্যও নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোর অডিটরদের কোটি কোটি টাকা ঘুষ দিতেন।

স্টকমার্কেটবিডি.কম/

গোল্ডেন হার্ভেষ্ট এগ্রোর বোর্ড সভা ১৪ নভেম্বর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ১৪ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সন্ধ্যা ৬ টায় রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রিমিয়ার সিমেন্টের বোর্ড সভা ১৩ নভেম্বর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ১৩ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩ টায় রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সাইফ পাওয়ারটেকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন শিল্প খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ১৪ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মহাখালীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইয়াকিন পলিমারের বোর্ড সভা ১৪ নভেম্বর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ১৪ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৫টায় রাজধানীর শ্যামলীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি