চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারে এসবিএসি ব্যাংকের উপশাখা উদ্বোধন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উপশাখাগত ৫ ডিসেম্বর ২০২১ রবিবার, চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারে উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি এবং এসবিএসি ব্যাংকের পরিচালনা বোর্ডের সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ আইয়ুব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কমিশনার জনাব আব্দুস সালাম মাসুম এবং সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. শামসুল আরেফিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ সেলিম চৌধুরী, পিআর এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন্স ডিভিশনের প্রধান জনাব মোহাম্মদ শফিউল আজম, তত্ত্বাবধায়ক শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদইকরামপাশা, সংশ্লিষ্ঠ উপশাখার প্রধান জনাব ইনামুল হক সহ চট্টগ্রামের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ।

এছাড়াও রেয়াজুদ্দিন বাজারের তামাকুমন্ডিলেন বনিক সমিতির নেত্রীবৃন্দ, ব্যবসায়ীবৃন্দসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ নিয়ে এসবিএসি ব্যাংকের শাখা ও উপশাখার সংখ্যা ১০২ টিতে উন্নীত হলো।

স্টকমার্কেটবিডি.কম/

শেয়ারবাজার নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক আজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার ইস্যুতে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও অর্থ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) এক বৈঠকে বসতে যাচ্ছে। বেলা ১১টায় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের বিষয়ে গত ২ ডিসেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ড. নাহিদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শেয়ারবাজারের উন্নয়নে অর্থমন্ত্রীর সঙ্গে অংশীজনের মতবিনিময় সভার প্রস্তাবগুলোর যথাযথ বাস্তবায়নকাজ সমন্বয় ও তদারকির জন্য অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বৈঠকে এর আগে অংশীজনদের সঙ্গে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছিল সেগুলোর বাস্তবায়ন, অগ্রগতি ও পর্যালোচনা করা হবে।

এর আগে শেয়ারবাজার ইস্যুতে গত ৩০ নভেম্বর বিএসইসির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে বন্ডে বিনিয়োগসীমা, আইসিবির একক গ্রাহক ঋণসীমা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নগদ লভ্যাংশ, করপোরেট গভর্ন্যান্স কোড ও শেয়ারবাজার স্থিতিশীলতা তহবিলে লভ্যাংশ স্থানান্তর-সংক্রান্ত বেশকিছু বিষয়ে দুই নিয়ন্ত্রক সংস্থার মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/

আলিফ ইন্ডাস্ট্রিজের এজিএম ১২ ডিসেম্বর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২৫তম এজিএমটি আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরিচালনা বোর্ডের সভায় এই এজিএমটির দিন অনিবার্যকারণ বশত  পরিবর্তন করা হয়। এজিএম অনলাইনে অনুষ্ঠিত হবে।

এর আগে এই এজিএম তারিখ নির্ধারণ করা হয় গত ১১ ডিসেম্বর । তবে এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

আলিফ মেনুফেকচারিংয়ের এজিএমের দিন পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আলিফ মেনুফেকচারিং লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২৫তম এজিএমটি আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরিচালনা বোর্ডের সভায় এই এজিএমটির দিন অনিবার্যকারণ বশত পরিবর্তন করা হয়। এজিএম অনলাইনে অনুষ্ঠিত হবে।

এর আগে এই এজিএম তারিখ নির্ধারণ করা হয় গত ১১ ডিসেম্বর । তবে এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

বীকন ফার্মার ১ম প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি বীকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ১২ ডিসেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সিলকো ফার্মার ১ম প্রান্তিকের আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এ প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর-২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৪ টাকা। গত বছরের এই প্রান্তিকে আয় ছিল ০.৩৩ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.১৮ টাকা। যা চলতি বছরের ৩০ জুন ছিল ২১.৮৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/