ডিএসইতে লেনদেন ৬’শ কোটি টাকার ঘরে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সব গুলো সূচক বেড়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমে ৬’শ কোটি টাকার ঘরে নেমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২০.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৭৫৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৩৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৫৩৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৫২ কোটি ১ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮০৭ কোটি ১৬ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৭টির, আর দর অপরিবর্তিত আছে ৫৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক, ইষ্টার্ণ লূব্রিকেন্টস, আইএফআইসি ব্যাংক, জিএসপি ফাইন্যান্স, সাইফ পাওয়ারটেক, বেক্স ফার্মা, সোনালী পেপার মিলস, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ও ফার্মা এইডস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮৪.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৬৮০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১০৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৪৩ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৯১ কোটি ৬৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ডাচ বাংলা ব্যাংক ও রবি আজিয়াটা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

ডিবিএ’র নতুন প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও

গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড ডি’ রোজারিও

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে ব্রোকারদের শীর্ষ সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড ডি’ রোজারিও । সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজিদুল ইসলাম এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন নির্বাচিত হয়েছেন।

সোমবার (২০ ডিসেম্বর) ডিবিএ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন কমিটি ২০২২-২০২৩ মেয়াদে দায়িত্ব পালন করবেন।

পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন- পূবালী ব্যাংক সিকিউরিটিজের এমডি ও সিইও মোহাম্মদ আহসানউল্লাহ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজের সিইও সুমন দাস, এনএলআই সিকিউরিটিজের সিইও মোহা. শাহেদ ইমরান, ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের সিইও যিয়াদ রহমান, এ´পো ট্রেডার্স লিমিটেডের এমডি ডাঃ ওসমান গনি চৌধুরী, আদিল সিকিউরিটিজের এমডি দস্তগীর মো. আদিল, ইমিনেন্ট সিকিউরিটিজের এমডি ওমর হায়দার খাঁন, রেমন্স ইনভেস্টমেন্ট এন্ড সিকিউরিটিজের চেয়ারম্যান ও এমডি মো. মফিজুদ্দিন, মোঃ শহীদুল্লাহ সিকিউরিটিজের এমডি শরীফ আনোয়ার হোসেন, আলী সিকিউরিটিজ এন্ড কোং-এর এমডি মামুন আকবর, কে-সিকিউরিটিজ এন্ড কনসালটেন্ট লিমিটেডের এমডি দিল আফরোজা কামাল এবং এরিস সিকিউরিটিজের এমডি মাসুদুলহক।

স্টকমার্কেটবিডি.কম/

আনলিমা ইয়ার্নের ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ন লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মাহমুদুল হক নামে এই উদ্যোক্তা পরিচালক কোম্পানিটির ৫ লাখ বোনাস শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে কোম্পানিটির ৫০ লাখ ৩৬ হাজার ৪০০ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। এক দিনের ব্যবধানে অপরিশোধিত তেলের দর কমেছে চার শতাংশের বেশি।

অয়েল প্রাইস ডটকমের হিসাবে, সোমবার যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ৪ দশমিক ৮১ শতাংশ বা ৩ দশমিক ৪১ মার্কিন ডলার। এদিন প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয়েছে ৬৭ দশমিক ৪৫ ডলারে।

বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে ওমিক্রন সংক্রমণ দ্রুত বাড়তে থাকা এবং ইউরোপ-আমেরিকায় সামাজিক বিধিনিষেধ ফিরে আসায় আবারও তেলের চাহিদা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণেই বিশ্ববাজারে নিম্নমুখী তেলের দাম।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ক্রুডের দামও কমেছে অনেকটা। সোমবার এর দরপতন হয়েছে পুরো চার শতাংশ বা ২ দশমিক ৯৪ ডলার। এদিন প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েল বিক্রি হয়েছে ৭০ দশমিক ৫৮ ডলারে।

কমেছে হিটিং অয়েলের দামও। সোমবার এর দাম ৩ দশমিক ৭৭ শতাংশ কমে বিক্রি হয়েছে ২ দশমিক ১৩৫ ডলারে।

স্টকমার্কেটবিডি.কম/

কারখানার মেশিন কিনবে জেএমআই সিরিঞ্জ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিক্যালস ডিভাইস ইন্ডাস্ট্রিজ কারখানার জন্য নতুন মেশিন ক্রয় করবে। ইতিমধ্যে এসব মেশিন ক্রয়ের সিদ্ধান্ত অনুমোদন করেছে কোম্পানিটির পরিচালনা বোর্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, কারখানায় ০.৫ এমএল অটো ডিজাবল সিরিঞ্জের উৎপাদন বাড়ানোর জন্য কয়েকটি মেশিন কিনবে কোম্পানিটি। এজন্য কোম্পানিটির বিনিয়োগ হবে ৬ লাখ ১৪ হাজার ৯৮৪ মার্কিন ডলার।

কারখানার কার্যক্ষমতা বাড়াতে ও ক্রেতাদের চাহিদার জন্য এসব মেশিন কিনবে কোম্পানিটি। এসব মেশিন সংযোগ হলে কারখানার উৎপাদন ক্ষমতা প্রতি বছর ৩৩ শতাংশ বৃদ্ধি পাবে।

এসব মেশিন কিনতে নিজস্ব তহবিল থেকে অর্থ বিনিয়োগ করবে কোম্পানিটির মালিক পক্ষ।

স্টকমার্কেটবিডি.কম/

এ্যাপেক্স স্পিনিংয়ের রেজিস্টার্ড অফিস পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এ্যাপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস লিমিটেডের রেজিস্টার্ড অফিসের ঠিকানা পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির নতুন রেজিস্টার্ড অফিস রাজধানীতে গুলশান এভিনিউ রোডে শান্তা স্কাইমার্ক ভবনে স্থানান্তর করা হয়েছে।

গতকাল সোমবার (২০ ডিসেম্বর) হতে এই নতুন অফিসের কার্যক্রম চালু করা হয়েছে বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

সাউথ বাংলা ব্যাংকের লভ্যাংশ বিএসইসিতে অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড বোনাস লভ্যাংশ প্রদানের অনুমোদন দিয়েছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ব্যাংকটি গত বছরের জন্য ৪ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

এ সময় ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় কনসোলিডেটেড ইপিএস হয়েছে ১.৩৯ টাকা। একই সময় ব্যাংকটির শেয়ার প্রতি কনসোলিডেটেড সম্পদ মূল্য ছিল ১৩.৫৯ টাকা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয় গত ২১ অক্টোবর। আর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল গত ২৮ সেপ্টেম্বর ।

স্টকমার্কেটবিডি.কম/এস

মাতলুব আহমাদ আবারো আইবিসিসিআই সভাপতি

আবদুল মাতলুব আহমাদ (বাঁ থেকে), এম শোয়েব চৌধুরী ও অভিষেক দাস।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২১-২০২৩ মেয়াদে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন নিটল মোটরসের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ।

গত রবিবার ২৪ সদস্যের নতুন পরিচালনা বোর্ড নির্বাচিত হয়েছে বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নতুন কমিটিতে এইচএসটিসি লিমিটেডের সিইও এম শোয়েব চৌধুরী এবং ইন্দোফিল বাংলাদেশের এমডি অভিষেক দাস সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কান্ট্রি হেড ড. প্রকাশ চাঁদ সাবু, কোয়ালিটি এন্টারপ্রাইজের এমডি মো. আবদুল ওয়াহেদ, বাংলাদেশ সিস্টেম টেকনোলজির চেয়ারম্যান ও এমডি দেওয়ান সুলতান আহমেদ যথাক্রমে অনারারি সেক্রেটারি জেনারেল, অনারারি যুগ্ম মহাসচিব এবং অনারারি কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন- ফতুল্লা ইস্পাত রি-রোলিং মিলসের মোহাম্মদ আলী, সিআট একেখান লিমিটেডের ভেনুগোপাল নাম্বিকেরিল চেল্লাপ্পান পিল্লাই, বি আর স্পিনিং মিলসের আলহাজ মো. বজলুর রহমান, এমএকেএস অ্যাটায়ার্সের ফারখুন্দা জাবীন খান, ম্যারিকো বাংলাদেশের আশীষ গেপাল, টাটা মোটরসের মধু পি সিং, শারোথি এন্টারপ্রাইজের মতিয়ার রহমান, ব্রিক ওয়ার্কস ডেভলপমেন্টের লিয়াকত আলী ভূঁইয়া, এশিয়ান পেইন্টসের রিতেশ দোশি, রহমান শিপিং লাইনসের মো. মশিউর রহমান, মাহিন্দ্রা ও মাহিন্দ্রা লিমিটেডের রবিন কুমার দাস, দ্য হিমালয়া ড্রাগ কোম্পানির শ্রীকান্ত আইয়ার, আয়ন এক্সচেঞ্জ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট (বিডি)-এর জুলফিকার শেখ, এইচএমসিএল নিলয় বাংলাদেশের নগেন্দ্র দ্বিবেদী, এয়ার টাচের মাওলানা এয়াকুব শরাফতি, এজিয়ন ল্যাবরেটরিজের অজিত কুমার, সান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঞ্জয় বসু ও গালফ ওরিয়েন্ট সিওয়েজের এস কে মাহফুজ হামিদ।

স্টকমার্কেটবিডি.কম/

ফুয়াং সিরামিকসের ১ম প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের কোম্পানি ফুয়াং সিরামিকস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ২৩ ডিসেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর গুলশানে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

শেয়ারবাজারের উন্নয়নে বিএসইসিকে ৬টি নির্দেশনা দিল অর্থ মন্ত্রণালয়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারকে গতিশীল করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) ছয়টি নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

সম্প্রতি বিএসইসি চেয়ারম্যানের কাছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. গোলাম মোস্তফা স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

কমিশন সূত্রে জানা গেছে, এরই মধ্যে ছয়টি নির্দেশনা সংবলিত চিঠি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডসহ (সিডিবিএল) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোয় পাঠিয়েছে বিএসইসি।

শেয়ারবাজারের গতি ধরে রাখতে বিএসইসিকে দেয়া ছয় নির্দেশনার মধ্যে রয়েছে অবৈধ বা নিয়মবহির্ভূতভাবে কোনো কোম্পানি, স্টেকহোল্ডার ও প্রতিষ্ঠান শেয়ারবাজারে প্রবেশ বা বের হতে না পারে সেদিকে নজরদারি; যেসব কোম্পানি, স্টেকহোল্ডার ও প্রতিষ্ঠান বন্ধ আছে তাদের শেয়ারবাজারে শেয়ার লেনদেনের ওপর নজরদারি; সন্দেহজনক লেনদেনকারী প্রতিষ্ঠানসমূহ বিশেষ নজরদারির আওতায় আনা এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে; অসাধু কোনো সিন্ডিকেট যাতে বাজারকে কারসাজিমূলকভাবে প্রভাবিত না করতে পারে সেদিকে বিশেষ নজর রাখা; শেয়ারবাজারসংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদার করা এবং সচেতনতা বৃদ্ধির জন্য শেয়ারবাজার-সংক্রান্ত ফাইন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রম আরো জোরদারকরণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে শেয়ারবাজার-সংক্রান্ত ধারণা তুলে ধরা।

স্টকমার্কেটবিডি.কম/