ইষ্টার্ণ ক্যাবলসের বোর্ড সভার সময় পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ইষ্টার্ণ ক্যাবলস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভার সময় পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৯ জানুয়ারি বেলা সাড়ে ৪ এই বোর্ড সভাটি আহবান করা হয়েছে। এর আগে এদিন সকাল ১১ টায় এই সভা আহবান করে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এলডিসি থেকে বের হলে শুল্কহার কমবে : এনবিআর চেয়ারম্যান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ ঘটলে বাংলাদেশকে তীব্র বাণিজ্য প্রতিযোগিতার মুখে পড়তে হবে। তখন রাজস্ব আয়ে শুল্ক খাতের অবদানও অবধারিতভাবে কমবে। কারণ, শুল্কহার ক্রমান্বয়ে কমে আসবে। তবে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে মূলধনি যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি বাড়বে। তাতে অবশ্য সার্বিকভাবে শুল্কের পরিমাণ বৃদ্ধি পাবে।

গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন। আজ বুধবার আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে ঢাকার সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেমিনারের আয়োজন করা হবে। সেমিনারে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের ১৮৩টি দেশের কাস্টমস বিভাগের সঙ্গে সম্মিলিতভাবে এবার বাংলাদেশ কাস্টমস দিবসটি পালন করছে। এবারের কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য ‘তথ্য সংস্কৃতির বিকাশ এবং তথ্য ইকোসিস্টেম বিনির্মাণের মাধ্যমে ডিজিটাল কাস্টমসের সম্প্রসারণ’।

অনুষ্ঠানে বলা হয়, ২০২১–২২ অর্থবছরের প্রথম ৬ মাস জুলাই–ডিসেম্বরে ৪১ হাজার ১৯৪ কোটি টাকার শুল্ক আদায় হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৪৪ শতাংশ বেশি। গত অর্থবছরের পুরো সময়ে শুল্ক খাতে মোট ৭৭ হাজার ১৫০ কোটি টাকা আদায় হয়েছিল। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, এবারে শুল্ক বিভাগের রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জিত হবে।

সম্প্রতি এফবিসিসিআইয়ের এক সভায় জেলা পর্যায়ের ব্যবসায়ীরা এনবিআরের বিরুদ্ধে হয়রানির নানা অভিযোগ তোলেন। এ সম্পর্কে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হলে তিনি ব্যবসায়ীদের সরাসরি এনবিআরে যাওয়ার পরামর্শ দেন।

স্টকমার্কেটবিডি.কম/

নতুন বেতন নির্দেশনা কার্যকরে সময় চায় ব্যাংকগুলো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এন্ট্রি পর্যায়ের বেতন-ভাতা নির্ধারণ ও পদোন্নতি, চাকরিচ্যুতি বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা কার্যকরে আরও সময় চায় ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টার বৈঠক শেষে বিএবি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আশা করেন, তাদের এ দাবি মেনে সময় বাড়ানো হবে।

আগামী মার্চ থেকে ব্যাংকের এন্ট্রি পর্যায়ে সর্বনিম্ন বেতন ২৮ হাজার টাকা এবং শিক্ষানবিসকাল শেষে ৩৯ হাজার টাকা নির্ধারণ বিষয়ে গত ২০ জানুয়ারি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। সেখানে শুধু আমানত সংগ্রহের লক্ষ্য অর্জন করতে না পারায় কাউকে পদোন্নতি বঞ্চিত বা চাকরিচ্যুত করার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ নির্দেশনা কার্যকর করতে গিয়ে ব্যাংকগুলো চাপে পড়বে বলে তারা মনে করেন।

বৈঠকে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ছাড়াও ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেনসহ কয়েকজন এমডি উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখমাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, নির্দেশনা কার্যকরে বাড়তি সময়ের দাবি ভেবে দেখা হবে। তবে সার্কুলারের বিষয়ে যেসব অস্পষ্টতা ছিল উভয় পক্ষের আলোচনায় তা পরিস্কার করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

স্ত্রীকে ৭২ লাখ শেয়ার দিবেন আমান কটনের পরিচালক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের আমান কটন ফাইবার্স লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ৭২ লাখ শেয়ার তার স্ত্রীকে হস্থান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মো: তরিকুল ইসলাম নামে এই উদ্যোক্তা পরিচালক কোম্পানিটির ৭২ লাখ শেয়ার হস্থান্তর করবেন। তিনি এসব শেয়ার তার স্ত্রী সায়কা তাবাসসুমকে উপহার স্বরূপ হস্থান্তর করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার হস্থান্তর করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

লিগ্যাসী ফুটওয়ারের বোর্ড সভা ৩১ জানুয়ারি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি লিগ্যাসী ফুটওয়ার লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ৩১ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টায় রাজধানীর বারিধারায় অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

দ্যা পেনিনসুলার উদ্দ্যোক্তাদের শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত ভ্রমণ ও প্রণোদনা খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেডের দুজন উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ইন্জি: মোশাররফ হোসেন ও মিসেস আয়েশা সুলতানা নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির শেয়ার ক্রয় করবেন। তারা যথাক্রমে ১ লাখ ৭৩ হাজার ও ১ লাখ ১৭ হাজার শেয়ার কিনবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেট হতে ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

লভ্যাংশ বাড়িয়ে ‘এ’ ক্যাটাগরিতে সিভিও পেট্রো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি সিভিও পেট্রো কেমিক্যালস লিমিটেড লভ্যাংশ বেশি দেওয়ায় ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আগামীকাল ২৭ জানুয়ারি থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

জানা গেছে, সিভিও পেট্রো কেমিক্যালস লিমিটেড গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন বি ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এ

ওরিয়ন ফার্মার বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টায় রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

গোল্ডেন হার্ভেষ্ট এগ্রোর বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন সন্ধ্যা ৭ টায় রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি