এলডিসি থেকে বের হলে শুল্কহার কমবে : এনবিআর চেয়ারম্যান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ ঘটলে বাংলাদেশকে তীব্র বাণিজ্য প্রতিযোগিতার মুখে পড়তে হবে। তখন রাজস্ব আয়ে শুল্ক খাতের অবদানও অবধারিতভাবে কমবে। কারণ, শুল্কহার ক্রমান্বয়ে কমে আসবে। তবে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে মূলধনি যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি বাড়বে। তাতে অবশ্য সার্বিকভাবে শুল্কের পরিমাণ বৃদ্ধি পাবে।

গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন। আজ বুধবার আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে ঢাকার সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেমিনারের আয়োজন করা হবে। সেমিনারে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের ১৮৩টি দেশের কাস্টমস বিভাগের সঙ্গে সম্মিলিতভাবে এবার বাংলাদেশ কাস্টমস দিবসটি পালন করছে। এবারের কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য ‘তথ্য সংস্কৃতির বিকাশ এবং তথ্য ইকোসিস্টেম বিনির্মাণের মাধ্যমে ডিজিটাল কাস্টমসের সম্প্রসারণ’।

অনুষ্ঠানে বলা হয়, ২০২১–২২ অর্থবছরের প্রথম ৬ মাস জুলাই–ডিসেম্বরে ৪১ হাজার ১৯৪ কোটি টাকার শুল্ক আদায় হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৪৪ শতাংশ বেশি। গত অর্থবছরের পুরো সময়ে শুল্ক খাতে মোট ৭৭ হাজার ১৫০ কোটি টাকা আদায় হয়েছিল। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, এবারে শুল্ক বিভাগের রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জিত হবে।

সম্প্রতি এফবিসিসিআইয়ের এক সভায় জেলা পর্যায়ের ব্যবসায়ীরা এনবিআরের বিরুদ্ধে হয়রানির নানা অভিযোগ তোলেন। এ সম্পর্কে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হলে তিনি ব্যবসায়ীদের সরাসরি এনবিআরে যাওয়ার পরামর্শ দেন।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *