দুই বছর পর ভ্রমণ ভিসা চালু করলো অস্ট্রেলিয়া

স্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রায় দুই বছর পর ভ্রমণ ভিসা চালু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। দুই ডোজ টিকা নিলেই পর্যটকরা দেশটিতে ভ্রমণ করতে পারবেন।
অন্য ভিসাধারীরাও যেতে পারবেন দেশটিতে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রলায়ের সবুজ সংকেত পেলেই আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যেই ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেবে দেশটি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, যদি দুই ডোজ টিকা নিয়ে থাকেন, তাহলে আপনাকে স্বাগত জানাতে আমরা উন্মুখ হয়ে আছি।

তবে দেশটির কোভিড-১৯ বিধিনিষেধ না মানলে যাত্রীকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২০২০ সালের মার্চ থেকে দেশটির আন্তর্জাতিক সীমানা বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন থেকে দেশটিতে এখন পর্যন্ত ভ্রমণ ভিসায় প্রবেশে নিষেধাজ্ঞা চালু রয়েছে।

তবে ২০২১ সালের ডিসেম্বর থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক ছাত্র এবং দক্ষ অভিবাসীদের দেশে প্রবেশের অনুমতি দিয়েছে অস্ট্রেলিয়া।

করোনার আগে দেশটি পর্যটন খাত থেকে বছরে প্রায় ১০২ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার আয় করে। কিন্তু করোনা সংক্রমণ শুরুর পর সেই আয় একদম বন্ধ হয়ে যায়।

স্টকমার্কেটবিডি.কম/

দ্বিতীয় দফায় ফারইস্ট ইসলামী লাইফের বোর্ডে পুনর্গঠন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ পুনর্গঠন করার পাঁচ মাসের মাথায় দ্বিতীয় দফায় আবারো কোম্পানিটির পর্ষদে পরিবর্তন এনেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ দফায় প্রতিষ্ঠানটিতে ছয়জন স্বতন্ত্র পরিচালক ও চার শেয়ারধারী পরিচালকের নিয়োগ অনুমোদন করেছে বিএসইসি। এর মধ্যে স্টক এক্সচেঞ্জ থেকে কোম্পানিটির প্রায় ২০ শতাংশ শেয়ার কিনে বোর্ডে আসছে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান ট্রেডনেক্সট ইন্টারন্যাশনাল লিমিটেড ও জুপিটার বিজনেস লিমিটেড।

এ বছরের ৩ ফেব্রুয়ারি বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত চিঠিতে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড পুনর্গঠনের বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), দুই স্টক এক্সচেঞ্জ ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে কমিশন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ পুনর্গঠন করেছে। পুনর্গঠিত পর্ষদে শেখ কবীর হোসেন, ড. লাফিফা জামাল সিমি, মোজাম্মেল হক বাবু, মো. ইব্রাহিম হোসেন খান, শেখ মামুন খালেদ ও ড. মো. রফিকুল ইসলামকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে মোজাম্মেল হক বাবু ও ড. মো. রফিকুল ইসলাম এর আগের পর্ষদেও স্বতন্ত্র পরিচালক হিসেবে ছিলেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, পুনর্গঠিত বোর্ডে চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট শেখ কবীর হোসেন।

অন্যদিকে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা আলহাজ মো. হেলাল মিয়া ও ফারইস্ট সিকিউরিটিজ লিমিটেডকে কোম্পানিটির পর্ষদে শেয়ারধারী পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে। এদিকে সম্প্রতি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ট্রেডনেক্সট ইন্টারন্যাশনাল লিমিটেড ৯ দশমিক ৯১ ও জুপিটার বিজনেস লিমিটেড ৯ দশমিক ৯০ শতাংশ শেয়ার কিনেছে। এ দুই প্রতিষ্ঠান ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদে আসার জন্য কোম্পানিটির বর্তমান পর্ষদকে অনুরোধ করেছে। এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের পাশাপাশি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকেও কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কমিশন ট্রেডনেক্সট ইন্টারন্যাশনাল লিমিটেড ও জুপিটার বিজনেস লিমিটেডকে ফারইস্ট ইসলামী লাইফের পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ অনুমোদন করেছে।

পর্ষদ পুনর্গঠনের ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে বেশকিছু শর্ত দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পুনর্গঠিত পর্ষদে শেয়ারধারী পরিচালকদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিদ্যমান পরিচালনা পর্ষদের সম্মতি নিতে হবে। পাশাপাশি আসন্ন সাধারণ সভায় এ বিষয়ে শেয়ারহোল্ডারদের ভূতাপেক্ষ অনুমোদন নিতে হবে। ট্রেডনেক্সট ইন্টারন্যাশনাল লিমিটেড, জুপিটার বিজনেস লিমিটেড ও ফারইস্ট সিকিউরিটিজ লিমিটেড যাদের কাছে কোম্পানিটির ২ শতাংশের বেশি শেয়ার রয়েছে, তারা তাদের শেয়ারধারণের বিপরীতে এক বা একাধিক পরিচালক মনোনীত করতে পারবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ট্রেডনেক্সট ও জুপিটার বিজনেসের পক্ষ থেকে কোম্পানিটির পর্ষদে পাঁচজন পরিচালক মনোনীত করা হবে। পুনর্গঠিত পর্ষদের শেয়ারধারী পরিচালকদের এককভাবে ২ শতাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ারধারণ নিশ্চিত করতে হবে। উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার ব্লক মডিউলে লক ইন অবস্থায় থাকবে।

পর্ষদ পুনর্গঠনের বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিনিয়োগকারীদের স্বার্থে ফারইস্ট ইসলামী লাইফের সার্বিক অবস্থা পরিবর্তনের জন্য কোম্পানিটির পর্ষদ পুনর্গঠন করেছে কমিশন। সূত্র : বণিক বার্তা

স্টকমার্কেটবিডি.কম/

বীকন ফার্মা ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি বীকন ফার্মাসিটিক্যালস লিমিটেড ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ভালো লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি গত ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

আগামীকাল ৮ ফেব্রুয়ারি থেকে শেয়ারবাজারে কোম্পানিটি বি এর পরিবর্তে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

এর আগে বিমাটির শেয়ার বি ক্যাটাগরিতে ছিল।

স্টকমার্কেটবিডি.কম/এস

গ্রীন ডেল্টা লাইফের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান গ্রীন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৪ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর গুলশানে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমাটি ২৪.৫ শতাংশ নগদ ও ৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/