দুই বছর পর ভ্রমণ ভিসা চালু করলো অস্ট্রেলিয়া

স্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রায় দুই বছর পর ভ্রমণ ভিসা চালু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। দুই ডোজ টিকা নিলেই পর্যটকরা দেশটিতে ভ্রমণ করতে পারবেন।
অন্য ভিসাধারীরাও যেতে পারবেন দেশটিতে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রলায়ের সবুজ সংকেত পেলেই আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যেই ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেবে দেশটি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, যদি দুই ডোজ টিকা নিয়ে থাকেন, তাহলে আপনাকে স্বাগত জানাতে আমরা উন্মুখ হয়ে আছি।

তবে দেশটির কোভিড-১৯ বিধিনিষেধ না মানলে যাত্রীকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২০২০ সালের মার্চ থেকে দেশটির আন্তর্জাতিক সীমানা বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন থেকে দেশটিতে এখন পর্যন্ত ভ্রমণ ভিসায় প্রবেশে নিষেধাজ্ঞা চালু রয়েছে।

তবে ২০২১ সালের ডিসেম্বর থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক ছাত্র এবং দক্ষ অভিবাসীদের দেশে প্রবেশের অনুমতি দিয়েছে অস্ট্রেলিয়া।

করোনার আগে দেশটি পর্যটন খাত থেকে বছরে প্রায় ১০২ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার আয় করে। কিন্তু করোনা সংক্রমণ শুরুর পর সেই আয় একদম বন্ধ হয়ে যায়।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *