ফুয়াং ফুডের নতুন এমডি মিঞা মামুন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি ফুয়াং ফুড লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসাবে মিঞা মামুনকে নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নতুন এমডি নিয়োগের জন্য শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আসন্ন বার্ষিক সাধারণ সভা (এজিএম) বিষয়টি উত্থাপন করা হবে।

নতুন এমডি মিঞা মামুন কোম্পানটির মনোনীত পরিচালক হিসাবে দ্বায়িত্ব পালন করছেন।

স্টকমার্কেটবিডি.কম/

দুই কোম্পানির লভ্যাংশ প্রেরণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২টি কোম্পানির ২০২০-২১ অর্থবছরের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : শাহজিবাজার পাওয়ার কোম্পানি ও ফরচুন সুজ লিমিটেড।

শাহজিবাজার পাওয়ার কোম্পানির শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে নগদ লভ্যাংশ পাঠানো হয়েছে। আর ফরচুন সুজের বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সালভো কেমিক্যালসের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি সালভো কেমিক্যালস লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘বিবিবি+’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৩’।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং ২০২১ সালের ৩১ ডিসেম্বর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

মোজাফফর হোসেন স্পিনিং মিল স্পিনিং ইউনিট বর্ধিত করবে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিং মিল লিমিটেড কারখানার রিন স্পিনিং ইউনিটটি বর্ধিত করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানিটির এক বোর্ড সভায় এই ইউনিট বাড়ানোর এই সিদ্ধান্ত গ্রহণ করে কোম্পানিটির পরিচালনা বোর্ড। দ্বিতীয় ধাপে এই ইউনিটের ১০,২০০টি মেশিন সংযুক্ত করা হবে।

একই সাথে কোম্পানিটি কারখানায় ২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বাড়াবে। এই দুই খাতে কোম্পানিটির বিনিয়োগ হবে প্রায় ৯০ কোটি টাকা।

এর মধ্যে ৭০ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবে। আর ২০ কোটি টাকা নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করা হবে।

কারখানার রিন স্পিনিং ইউনিটটি বর্ধিত করা হলে কারখানার প্রতিদিন ৮ মেট্রিকটন করে সুতা উৎপাদন বাড়বে।

স্টকমার্কেটবিডি.কম/