দেশীয় পণ্যের হালাল সার্টিফিকেট দেওয়া শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পণ্যের মান সনদ প্রদানের পাশাপাশি পণ্যের হালাল সার্টিফিকেট প্রদান শুরু করেছে মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সোমবার অলিম্পিক ইন্ডাস্ট্রিজের তিনটি প্রতিষ্ঠানের ৯টি পণ্যের জন্য হালাল সার্টিফিকেট প্রদান করা হয়। গতকাল বিএসটিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ার বলেন, হালাল সংক্রান্ত তিনটি আন্তর্জাতিক মানকে বাংলাদেশ মান হিসেবে অ্যাডপ্ট করেছে। ওই মান অনুসারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পণ্যের হালাল সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। ওআইসিভুক্ত দেশগুলোর হালাল মানসনদ বিষয়ক সংস্থা স্মিকের সদস্য হিসেবে এবং দেশীয় পণ্যের রপ্তানি সম্প্রসারণের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

হালাল সার্টিফিকেট প্রদান প্রক্রিয়ার সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, এফবিসিসিআই, বিসিআই, ডিসিসিআই, ক্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, ফার্মেসি বিভাগ, ইসলামিক স্টাডিজ বিভাগ এবং মাদ্রাসা-ই-আলিয়া ও কওমি মাদ্রাসার বিশেষজ্ঞ প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন।

বিএসটিআই মহাপরিচালকের কাছ থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ইউনিট-১-এর পক্ষে হালাল সার্টিফিকেট গ্রহণ করেন নির্বাহী পরিচালক মদদ আলী ভিরানী। ইউনিট-২-এর পক্ষে পরিচালক তানভীর আলী এবং ইউনিট-৩-এর পক্ষে সিনিয়র জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম সার্টিফিকেট গ্রহণ করেন। বিএসটিআই থেকে হালাল সার্টিফিকেট পাওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ওয়েফার বিস্কুট, লজেন্স, প্লেইন কেক, টফি, ইনস্ট্যান্ট নুডলস, চিপস ও ক্রেকার্স।

স্টকমার্কেটবিডি.কম/

জুট স্পিনার্সের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি জুট স্পিনার্স লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ১৬ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ১১ টায় রাজধানী মতিঝিলে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

স্বর্ণের দাম বেড়ে প্রতি ভরি ৭৮,৮৪৮ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে বেড়েছে ১ হাজার ৭৪৮ টাকা। এতে প্রতি ভরি স্বর্ণের নতুন দাম হয়েছে ৭৮ হাজার ৮৪৮ টাকা। গতকাল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বাজুস বলছে, মঙ্গলবার থেকেই কার্যকর হবে নতুন দর। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। স্থানীয় বুলিয়ন মার্কেটে দাম বাড়ার কারণে সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন ঘোষণা অনুযায়ী, আজ মঙ্গলবার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা বিক্রি হবে ৭৮ হাজার ৮৪৮ টাকায়, যা আগে ছিল ৭৮ হাজার ২৬৫ টাকা। ২১ ক্যারেট সোনার দাম বাড়ানো হয়েছে ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা। এখন থেকে এই মানের সোনা কিনতে প্রতি ভরিতে খরচ হবে ৭৫ হাজার ৩৪৯ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের সোনার দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৪৫৮ টাকা।

এখন থেকে এই মানের সোনার প্রতি ভরির দাম পড়বে ৬৪ হাজার ৫৬০ টাকা। সনাতনী সোনার দাম ভরিতে বেড়েছে ১ হাজার ২২৪ টাকা। নতুন দর অনুযায়ী এই মানের প্রতি ভরি সোনা বিক্রি হবে ৫৩ হাজার ৮২৯ টাকায়। তবে রুপার দাম পরিবর্তন হয়নি। এর আগে গত ২২ মার্চ সোনার দাম সামান্য কমে। ২০ দিন পর আবার দাম বাড়ল।

স্টকমার্কেটবিডি.কম/

খুলনা প্রিন্টিংয়ের বোর্ড সভা ১৯ এপ্রিল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ১৯ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২:৩০ টায় রাজধানী গুলশানে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিদ্যুৎখাতে ৬৫০ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড একটি বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডায়নামিক সানরাইজ প্রাইভেট লিমিটেড নামে একটি বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে বিনিয়োগ করবে তারা। এই বিদ্যুৎ প্রকল্পের ৪৯ শতাংশ শেয়ারের মালিক হবে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

নতুন এই বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটি পাবনা জেলা সদরে ভবানীপুর ও রতনপুর মৌজায় করা হবে। এটি হবে ১০০ মেগাওয়াটের সোলার বিদ্যুৎ উৎপাদন প্রকল্প।

এই বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটি মোট বিনিয়োগ করতে হবে আনুমানিক ১৩০০ কোটি টাকা। এর মধ্যে প্রায় অর্ধেক ৬৫০ কোটি টাকার মতো বিনিয়োগ করবে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

নিউ লাইন ক্লোথিংসের পরিচালকদের শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের দুইজন পরিচালক ২ লাখ ৭৮ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মাসিউল হক চৌধুরী ও মারুফুউল হক চৌধুরী নামে এই দুই পরিচালক কোম্পানিটির যথাক্রমে ১ লাখ ১১ হাজার ৭২০ টি ও ১ লাখ ৬৭ হাজার ৫৮০টি শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তাদের হাতে যথাক্রমে ১৭,৯৩,১০৬টি ও ২৬,৮৯,৬৫৯টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর থেকে আগামী ২৮ এপ্রিলের মধ্যে এইসব পরিচালকদের উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

লংকা বাংলা ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের কোম্পানি লংকা বাংলা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) এসেছে ২ টাকা ৩৮ পয়সা। আর এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৯.৮২ টাকা।

আগামী ৩১ মে ডিজিটাল প্লাটফর্মে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ৯ মে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সোনা দিয়ে কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে চায় সিএসই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি বছরের মধ্যেই দেশে পণ্য কেনাবেচার স্বয়ংক্রিয় ব্যবস্থা কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে চায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। শুরুতে সোনা কেনাবেচার মধ্য দিয়ে নতুন এ কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম শুরু করতে চায় সংস্থাটি। গতকাল সোমবার সংস্থাটির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতীয় প্রতিষ্ঠান মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা এমসিএক্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর উপলক্ষে অনলাইনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সিএসই ও এমসিএক্সের মধ্যে আজ মঙ্গলবার এ চুক্তি সই হবে।

সংবাদ সম্মেলনে সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম জানান, চলতি বছরের মধ্যে পণ্য বেচাকেনার নতুন এ এক্সচেঞ্জ চালুর পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তাঁরা। শুরুতে সোনা কেনাবেচার সম্ভাব্যতা ধরে নিয়ে কাজ চলছে। তবে শেষ পর্যন্ত কমোডিটি এক্সচেঞ্জে কোন পণ্যের লেনদেন শুরু করা হবে, তা নির্ভর করছে চূড়ান্ত যাচাই–বাছাইয়ের পর। আর এ যাচাই–বাছাইয়ের কাজটি করবে এমসিএক্স।

স্টকমার্কেটবিডি.কম/