পাইওনিয়ার ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৫ জুলাই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৫ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৩ টায় রাজধানীর তেজগাঁওয়ে বিমাটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০২২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বিমাটির পরিচালনা বোর্ড।

সভাশেষে বিমাটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ঢাকা ব্যাংকের ২য় প্রান্তিকের বোর্ড সভা ২৬ জুলাই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ঢাজা ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৬ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩টায় রাজধানী গুলশানে ব্যাংকটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০২২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে ব্যাংকটির পরিচালনা বোর্ড।

সভাশেষে ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ঋণ পুনঃতফসিলের শর্ত আরো শিথিল করলো কেন্দ্রীয় ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দুই বছর ধরে ঋণ পরিশোধে অবারিত ছাড় পেয়ে এসেছেন গ্রাহকরা। ফলে এ সময়ে নিয়ন্ত্রিত ছিল খেলাপি ঋণ। ঋণ পরিশোধে নীতিছাড়ের মেয়াদ শেষ হতেই খেলাপি ঋণে উল্লম্ফন শুরু হয়েছে। এ অবস্থায় ঋণ পুনঃতফসিলের শর্তে শিথিলতা এনেছে কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠনের নতুন রীতিনীতি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, খেলাপি ঋণ নিয়মিত করতে এখন আড়াই থেকে সাড়ে ৪ শতাংশ অর্থ জমা দিলেই চলবে। আগে ঋণ নিয়মিতকরণের জন্য দিতে হতো ১০ থেকে ৩০ শতাংশ অর্থ। এ ধরনের ঋণ পরিশোধে আগে সর্বোচ্চ দুই বছর সময় দেয়া হলেও এখন তা বাড়িয়ে পাঁচ থেকে আট বছর নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে নতুন ঋণও দেয়া যাবে বলে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক।

খেলাপি ঋণে কী সুবিধা দেয়া হবে তা নির্ধারণ করার ক্ষমতা ব্যাংকের পরিচালনা পর্ষদকে দেয়া হয়েছে জারি করা প্রজ্ঞাপনে। এতে ঋণখেলাপিদের সুবিধার বিষয়গুলো ব্যাংকমালিকরা ঠিক করতে পারবেন। আগে বিশেষ সুবিধায় ঋণ নিয়মিত করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগত। তবে জাল-জালিয়াতি ও অনিয়ম-প্রতারণার ঋণ নতুন নীতিমালার আওতায় নিয়মিত করা যাবে না। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, খেলাপি হওয়া কোনো ঋণ সর্বোচ্চ তিনবার পুনঃতফসিল করা যাবে। তবে খেলাপি ঋণ আদায়ের স্বার্থে বিশেষ বিবেচনায় চতুর্থবার পুনঃতফসিলের সুযোগও রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক বলেছে, আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রেণীকৃত ঋণের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ বাড়ানো হয়েছে। এক্ষেত্রে কভিড-১৯-এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব, বহির্বিশ্বে সাম্প্রতিক প্রলম্বিত যুদ্ধাবস্থায় বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতা ও নতুনভাবে কভিড-১৯-এর সংক্রমণ বৃদ্ধি—এ তিন বিষয় উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এ নীতিমালা ঋণ পুনঃতফসিলীকরণ ও পুনর্গঠনের ন্যূনতম মানদণ্ড হিসেবে বিবেচিত হবে এবং এর সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকগুলো ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠন-সংক্রান্ত নিজস্ব নীতিমালা প্রণয়ন করবে, যা তাদের পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত হতে হবে। ব্যাংকের নীতিমালায় প্রজ্ঞাপনে দেয়া শর্তের চেয়ে নমনীয় কোনো শর্ত যুক্ত করা যাবে না।

স্টকমার্কেটবিডি.কম/

ভর্তুকি ও খেলাপি ঋণ কমানোর পরামর্শ আইএমএফের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে ৮২ হাজার ৭৪৫ কোটি টাকা ভর্তুকি বাবদ বরাদ্দ রেখেছে সরকার। জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারের জন্য এ ভর্তুকি রাখা হয়েছে। অর্থনীতির চলমান বাস্তবতায় বিশাল এ ভর্তুকি কমিয়ে আনার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল।

দলটি বাংলাদেশের খেলাপি ঋণ কমানো এবং ব্যাংক খাতে সুশাসন বৃদ্ধিরও পরামর্শ দিয়েছে। তবে আইএমএফ আশা করে, কর-জিডিপির অনুপাত অন্তত ১৫ শতাংশে উন্নীত করা হোক আর গ্যাস-বিদ্যুতের দামের যৌক্তিক পর্যায়ে সমন্বয় করা দরকার।

বাংলাদেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে ঢাকা সফররত আইএমএফের স্টাফ মিশন গত রোববার ও গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

আইএমএফের এশীয়–প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বাধীন দলটি ৯ দিনের সফরে ঢাকায় আসে বৃহস্পতিবার। দলটি কাল বৈঠক করবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে। সূত্রগুলো জানায়, এবারের সফরে আইএমএফের দলের মূল লক্ষ্য হচ্ছে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় কর সংগ্রহের হার বৃদ্ধির বিষয়ে বেশি জোর দেওয়া। কর-জিডিপির অনুপাত মাত্র ১০ দশমিক ৮ শতাংশ থেকে অন্তত ১৫ শতাংশে উন্নীত করা হবে, এটা তারা আশা করে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, দলটি অপেক্ষায় আছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠক করার। মুস্তফা কামাল চিকিৎসার জন্য এখন বিদেশে আছেন। আগামীকাল বুধবার তাঁর ফেরার কথা। দলটি ২১ জুলাই পর্যন্ত বৈঠক করবে এবং ফিরে যাবে ২২ জুলাই।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ কী পদক্ষেপ নিয়েছে, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে যে ২০২৬ সালে বেরিয়ে যাবে এবং এতে যেসব সম্ভাব্য ঝুঁকির মধ্যে পড়তে পারে, সেগুলোর প্রস্তুতি জানতে চেয়েছে অর্থ বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে। বাংলাদেশ ব্যাংকের কাছে জানতে চেয়েছে ব্যাংক খাতের সংস্কার নিয়ে।

আইএমএফের সফররত দল বাংলাদেশের ঋণ-জিডিপি নিয়ে অসন্তোষ প্রকাশ করেনি বলে জানা গেছে। ইআরডির তথ্য অনুযায়ী, ঋণ-জিডিপি এখন ৪১ শতাংশ। দলটির পর্যবেক্ষণ হচ্ছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় চার হাজার কোটি ডলারে নেমে গেলেও ঝুঁকির পর্যায়ে যায়নি। তবে ভবিষ্যতে সতর্ক থাকতে হবে।

অর্থ বিভাগের একজন কর্মকর্তা জানান, আইএমএফ থেকে ৪৫০ কোটি ডলার ঋণ চায় সরকার। এ ঋণ পেতে গেলে তাদের কিছু শর্তও মানতে হবে। তার অংশ হিসেবে আজই (গতকাল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্যাস-বিদ্যুতের দাম সমন্বয়ের পথেও যাওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম////

বিডি মনোস্পুলের শেয়ার বিক্রি করবে মাগুরা গ্রুপ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রণোদনা খাতের প্রতিষ্ঠান বিডি মনোস্পুল পেপার লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মাগুরা গ্রুপ নামে কোম্পানিটির এই পরিচালক ২ লাখ ৯ হাজার ৪১০টি শেয়ার বিক্রয় করবেন। প্রতিষ্ঠানটির হাতে কোম্পানিটির মোট ৮ লাখ ৯ হাজার ৩৭২টি শেয়ার রয়েছে।

আগামী ৩০ কার্য দিবসের মধ্যে ডিএসইতে পাবলিক মার্কেট হতে এই উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

পেপার প্রসেসিংয়ের শেয়ার বিক্রি করবে ডেভেলপমেন্ট গ্রুপ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রণোদনা খাতের প্রতিষ্ঠান পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, বাংলাদেশ ডেভেলপমেন্ট গ্রুপ নামে কোম্পানিটির এই পরিচালক ৪ লাখ ৩৬ হাজার শেয়ার বিক্রয় করবেন। প্রতিষ্ঠানটির হাতে কোম্পানিটির মোট ৯ লাখ ৯০ হাজার ৯৭০টি শেয়ার রয়েছে।

আগামী ৩০ কার্য দিবসের মধ্যে ডিএসইতে পাবলিক মার্কেট হতে এই উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

আল আরাফাহ ব্যাংকের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২২ সালের জানুয়ারি হতে মার্চ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

আইপিডিসি ফাইন্যান্সের বোর্ড সভা ২৬ জুলাই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৬ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় অনুষ্ঠিত রাজধানীর গুলশানে কোম্পানিটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/আর

লংকাবাংলা ফাইন্যান্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৭ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় অনুষ্ঠিত রাজধানীর বনানীতে কোম্পানিটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/আর

ইউনিলিভার কনজিউমারের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২২ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৫টা ৩০ মিনিটে রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম