সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিবাদে আন্দোলনে নামা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগের শুনানি করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে এই শুনানি শুরু হয়।

মহিউদ্দিন রনির উপস্থিতিতে শুনানিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, মহিউদ্দিন রনির অভিযোগের পরিপ্রেক্ষিতে সহজ ডটকমের অবহেলা প্রমাণিত হয়েছে। এ কারণে সহজকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পাঁচ কর্মদিবসের মধ্যে এই টাকা পরিশোধ করতে হবে। জরিমানার পুরো অর্থের ২৫ শতাংশ (৫০ হাজার টাকা) মহিউদ্দিন রনি পাবেন বলে জানান তিনি। এ রায়ে রনি সন্তোষ প্রকাশ করেছেন।

সহজের আইনজীবী মির্জা রাগিব হাসনাত জানান, তারা এই রায়ের সঙ্গে একমত নন। এই রায়কে চ্যালেঞ্জ করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১৩ দিন ধরে কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন মহিউদ্দিন রনি।

রনির অভিযোগ, গত ১৩ জুন তিনি ঢাকা-রাজশাহীর ট্রেনের তিনটি টিকিট কাটতে চেয়েছিলেন। মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও টিকিট পাননি। টাকা ফেরত না পেয়ে রেল ও টিকিট বিক্রির অপারেটর সহজ-সিনোসিস-ভিনসেন্ট জেভির কাছে ধরনা দিয়েও লাভ হয়নি। ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযোগ দিয়েও প্রতিকার পাননি। তাই গত ৭ জুলাই থেকে আন্দোলনে নেমেছেন ৬ দফা দাবিতে।

রনির ছয় দফা দাবি হলো-

♦ টিকেট ব্যবস্থাপনায় সহজ ডটকমের হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে; হয়রানির ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

♦ যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে টিকেট কালোবাজারি প্রতিরোধ করতে হবে।

♦ অনলাইনে কোটায় টিকেট ব্লক করা বা বুক করা বন্ধ করতে হবে। সেই সাথে অনলাইন-অফলাইনে টিকেট কেনার ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

♦ যাত্রী চাহিদার সঙ্গে সংগতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।

♦ ট্রেনের টিকেট পরীক্ষক ও তত্ত্বাবধায়কসহ অন্যান্য দায়িত্বশীলদের কর্মকাণ্ড সার্বক্ষণিক মনিটর, শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেল সেবার মান বৃদ্ধি করতে হবে।

♦ ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনা মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম////

মার্কেন্টাইল ব্যাংকের ২য় প্রান্তিকের বোর্ড সভা ২৫ জুলাই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৫ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩টায় রাজধানী মতিঝিলে ব্যাংকটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০২২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে ব্যাংকটির পরিচালনা বোর্ড।

সভাশেষে ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিদ্যুৎকেন্দ্রের ভাড়া বাবদ বছরে খরচ ১৮ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারি-বেসরকারি ৯০টি বিদ্যুৎকেন্দ্রকে প্রতিবছর ১৮ হাজার কোটি টাকা করে দিয়ে আসছে সরকার। গত বছরেরও জুলাই থেকে গত মার্চ পর্যন্ত ৯ মাসে সরকার ক্যাপাসিটি পেমেন্ট বা কেন্দ্র ভাড়া দিয়েছে প্রায় ১৬ হাজার ৭৮৫ কোটি টাকা। সে হিসাবে প্রতি মাসে গড়ে বিদ্যুৎকেন্দ্রের ভাড়া দিতে হয়েছে প্রায় ১ হাজার ৮৬৫ কোটি টাকা।

জাতীয় সংসদ ভবনে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিদ্যুৎ মন্ত্রণালয় এ তথ্য জানায়।

অনেক সময় কোনো কোনো বিদ্যুৎকেন্দ্র অলস রেখে ভাড়া দিতে হয় বলে এই ক্যাপাসিটি পেমেন্ট নিয়ে সমালোচনা রয়েছে। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, দেশে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক বেশি। এ কারণে বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি পেমেন্টবাবদ সরকারকে অনেক বেশি ব্যয় করতে হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যুৎ মন্ত্রণালয়ের দেওয়া হিসাবে বলা হয়েছে, এই কেন্দ্র ভাড়ার মধ্যে সরকারি কোম্পানিগুলোকে আলোচ্য ৯ মাসে দেওয়া হয়েছে ৩ হাজার ৮৮৭ কোটি টাকার মতো। প্রায় ১২ হাজার ৯০০ কোটি টাকা দেওয়া হয়েছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোকে। এর মধ্যে ইনডিপেনডেন্ট পাওয়ার প্রোডিউসার (আইপিপি), ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র (রেন্টাল, কুইক রেন্টাল) ও আমদানি করা বিদ্যুৎ রয়েছে।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এর আগে বিদ্যুৎকেন্দ্রগুলোকে ২০২০-২১ অর্থবছরে ক্যাপাসিটি পেমেন্ট দিতে হয়েছিল ১৮ হাজার ৯৭৭ কোটি টাকার কিছু বেশি। এর আগের অর্থবছরে দিতে হয়েছিল ১৮ হাজার ১২৩ কোটি টাকার মতো।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্য বলছে, দেশে বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা মোট ২১ হাজার ৩৯৬ মেগাওয়াট (ক্যাপটিভ বাদে)। সর্বোচ্চ উৎপাদন হয়েছিল গত ২২ এপ্রিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট। বিদ্যুৎ মন্ত্রণালয় দাবি করে থাকে, উৎপাদন ক্ষমতা প্রয়োজনের তুলনায় খুব একটা বেশি নয়।

স্টকমার্কেটবিডি.কম////

মালয়েশিয়ার কোম্পানিতে বিনিয়োগ করবে ট্রাষ্ট ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের একটি মালয়েশিয়ান কোম্পানিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ট্রাষ্ট আজিয়াটি ডিজিটাল লিমিটেড নামে কোম্পানিটির ৫১ শতাংশ শেয়ার কিনবে ব্যাংকটি। এজন্য ট্রাষ্ট ব্যাংকের বিনিয়োগ করতে হবে ২ কোটি ৩ লাখ টাকা। সেখানে শেয়ারহোল্ডার থাকবে মালয়েশিয়ার আরেক কোম্পানি আজিয়াটা ডিজিটাল সার্ভিসেস এসডিএন।

মালয়েশিয়ার এক কোম্পানিটি জয়েন্ট ভেঞ্চারে এই বিনিয়োগ করতে চায় ট্রাষ্ট ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

স্টক ব্রোকারের অনুমোদন পেল অগ্রণী ইন্স্যুরেন্স সিকিউরিটিজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

অগ্রণী ইন্স্যুরেন্স সিকিউরিটিজ লিমিটেডকে স্টক ব্রোকারের অনুমোদন দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অগ্রণী ইন্স্যুরেন্স সিকিউরিটিজ লিমিটেড ডিএসই সদস্য। এর সদস্য নম্বর-২৭২।

গত ২০ এপ্রিল এই সিকিউরিটিজটিকে এই স্টক ব্রোকারের অনুমোদন প্রদান করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ।

ডিএসইতে অগ্রণী ইন্স্যুরেন্স সিকিউরিটিজ লিমিটেডের থ্রি ডিজিটের আইডি নম্বর AIS.

স্টকমার্কেটবিডি.কম/বি

ফার্ষ্ট ফাইন্যান্সের বোর্ড সভা ২৭ জুলাই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ফার্ষ্ট ফাইন্যান্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৭ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় রাজধানীতে কারওয়ানবাজারে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

করোনায় এবারও সিঙ্গার বিডির আয় কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বিডি লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকের কোম্পানিটি মুনাফা কম করেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানায়, এবছর করোনার কারণে কোম্পানিটির ইপিএস কমেছে। এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি, ডলারের দাম বৃদ্ধি, সারা দেশে বন্যা পরিস্থিতির জন্য তাদের মুনাফা ও আয় কমে গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (এপ্রিল-জুন, ২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪০ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানি টির শেয়ার প্রতি আয় ছিল ২.৮৯ টাকা।

আর (জানু-জুন, ২১) এ ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩১ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৪.৬৯ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০.৩৮ টাকা। যা ২০২১ সালের ৩১ ডিসেম্বর ছিল ৩৪.৬০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/কেএ

ইসলামিক ফাইন্যান্সের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (এপ্রিল-জুন, ২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানি টির শেয়ার প্রতি আয় ছিল ০.৩৩ টাকা।

আর (জানু-জুন, ২১) এ ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬২টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৭৪ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৮৮ টাকা। যা ২০২১ সালের ৩০ জুন ছিল ১৪.৭৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/কেএ

ট্রাষ্ট ব্যাংকের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ট্রাষ্ট ব্যাংক লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি সম্বনিত আয় হয়েছে ১.০৩ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.২৮ টাকা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ২.২২ টাকা। যা আগের বছর একই সময় ছিল ২.২০ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ২৮.৫১ টাকা, যা গত বছর ৩০ জুন ছিল ২৭.৯৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

প্রগতি ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ২১- জুন, ২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই প্রান্তিকে বিমাটির প্রতি শেয়ারে আয় হয়েছে ১.৯০ টাকা । আগের বছর একই সময়ে যা ছিল ১.৮৫ টাকা ।

অনিরীক্ষিত আর্থিক এই প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৬ মাসে বিমাটির প্রতি শেয়ারে আয় হয়েছে ৩.১৭ টাকা। যা গত বছর একই সময়ে যা ছিল ৩.১১ টাকা ।

এই প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি মোট সম্পদ দাঁড়িয়েছে ৫৬.৫৩ টাকা । যা গত ২০২১ সালের ৩০ জুন ছিল ছিল ৫৭.৩২টাকা ।

স্টকমার্কেটবিডি.কম/এস