এসএমইতে বিনিয়োগ করতে থাকতে হবে ৩০ লাখ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বৃহস্পতিবার থেকে স্বল্প মূলধনী কোম্পানির শেয়ারবাজারে বিনিয়োগ করতে মূল শেয়ারবাজারে অন্তত ৩০ লাখ টাকার বিনিয়োগ থাকতে হবে। বুধবার নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

মূল শেয়ারবাজারে যখন ব্যাপক দরপতন চলছে, তখন এসএমই বোর্ডের গুটিকয় শেয়ারের অস্বাভাবিক উত্থানের প্রেক্ষাপটে সমালোচনা পড়ে এ নিয়ম করেছে সংস্থাটি।
এর আগে সেকেন্ডারি শেয়ারবাজারে কারো বিনিয়োগ মূল্য ২০ লাখ টাকা থাকলেই সংশ্লিষ্ট বিনিয়োগকারী স্বল্প মূলধনী কোম্পানির শেয়ারবাজারে শেয়ার কেনাবেচা করতে পারতেন।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, এ নিয়ম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। যাদের ইতিপূর্বে এ বাজারে কোনো বিনিয়োগ ছিল না, প্রথমে তাদের জন্য এ নিয়ম কার্যকর হবে।

তবে যারা বুধবার বা তার আগে বিনিয়োগ করেছেন, তারা আগামী তিন মাস কেনাবেচার সুযোগ পাবেন। এরপর এ বাজার থেকে শেয়ার কিনতে হলে মূল শেয়ারবাজারে বিনিয়োগ মূল্য ৩০ লাখ টাকায় উন্নীত না করে সে সুযোগ পাবেন না। তবে তখনও তার বিও অ্যাকাউন্টে শেয়ার থাকলে বিক্রি করতে পারবেন।

স্বল্প মূলধনী কোম্পানির পৃথক শেয়ারবাজার গড়তে ২০১৯ সালের ৩০ জুন ‘কোয়ালিফাইড ইনভেস্টরস অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজ ২০১৮’ নামে বিধিমালার গেজেট প্রকাশ করেছিল বিএসইসি।

শুরুতে ওই বিধিমালা অনুযায়ী, এসএমইর শেয়ারবাজারের ঝুঁকি বিবেচনায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের এ বাজারে বিনিয়োগের সুযোগ সীমিত করা হয়। নিয়ম করা হয়- মূল বাজারে কমপক্ষে এক কোটি টাকা বিনিয়োগ থাকলে কেবল এ বাজারে শেয়ার কেনাবেচার সুযোগ থাকবে। এবং আগে থেকে যোগ্য বিনিয়োগকারী হিসেবে নিবন্ধন নিতে হবে। এর মূল বাজারে এর কম বিনিয়োগ নিয়ে কেউ এসএমইর শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন না।

বাজারটি চালুর পর বর্তমান কমিশন প্রথমে তা ৫০ লাখ টাকায় এবং গত ফেব্রুয়ারিতে ২০ লাখ টাকায় নামিয়ে আনে। উদ্দেশ্য ছিল এ বাজারে বেশি সংখ্যক বিনিয়োগকারীকে বিনিয়োগের সুযোগ করে দেওয়া।

স্টকমার্কেটবিডি.কম////

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে বিমাটির শেয়ার প্রতি আয় কমেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল- জুন, ২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই প্রান্তিকে বিমাটির প্রতি শেয়ারে আয় হয়েছে ০.৬৪ টাকা । আগের বছর একই সময়ে যা ছিল ০.৭৩ টাকা ।

অনিরীক্ষিত আর্থিক এই প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৬ মাসে বিমাটির প্রতি শেয়ারে আয় হয়েছে ১.২৮ টাকা। যা গত বছর একই সময়ে যা ছিল ১.৪০ টাকা ।

এই প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ২১.১২ টাকা । যা গত ২০২১ সালের ৩০ জুন ছিল ছিল ১৯.৮৪ টাকা ।

স্টকমার্কেটবিডি.কম/এস

ক্রিষ্টাল ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ক্রিষ্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে বিমাটির শেয়ার প্রতি আয় বেড়েছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল- জুন, ২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই প্রান্তিকে বিমাটির প্রতি শেয়ারে আয় হয়েছে ০.৬৫ টাকা । আগের বছর একই সময়ে যা ছিল ০.৪৬ টাকা ।

অনিরীক্ষিত আর্থিক এই প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৬ মাসে বিমাটির প্রতি শেয়ারে আয় হয়েছে ১.৩০ টাকা। যা গত বছর একই সময়ে যা ছিল ১.০৯ টাকা ।

এই প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ২২.৯৫ টাকা । যা গত ২০২১ সালের ৩০ জুন ছিল ছিল ২২.৮০ টাকা ।

স্টকমার্কেটবিডি.কম/এস

পূবালী ব্যাংকের ২য় প্রান্তিকের আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় বেড়েছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (এপ্রিল-জুন, ২২) ব্যাংকটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ১.১৭ টাকা। গত বছরের এ সময়ের ব্যাংকটির শেয়ার প্রতি আয় ছিল ০.৮২ টাকা।

আর (জানু-জুন,২২) এ ৬ মাসে ব্যাংকটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ২.৩৬ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.৮১ টাকা।

এ সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের সম্বনিত মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৮.৬৭ টাকা। যা ২০২১ সালের ৩১ ডিসেম্বর ছিল ৩৯.২৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/কে

অর্ধেকে নেমেছে লংকা বাংলা ফাইন্যান্সের আয়

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় কমে অর্ধেকে নেমেছে । ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (এপ্রিল-জুন, ২২) কোম্পানিটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ০.১৫ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৩০ টাকা।

আর (জানু-জুন,২২) এ ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ০.৫৮ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৭১ টাকা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের সম্বনিত মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯.৪০ টাকা। যা ২০২১ সালের ৩১ ডিসেম্বর ছিল ১৯.৮২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/কে

পিপলস ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকের আয় কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে বিমাটির শেয়ার প্রতি আয় কমেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল- জুন, ২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই প্রান্তিকে বিমাটির প্রতি শেয়ারে আয় হয়েছে ০.৫৪ টাকা । আগের বছর একই সময়ে যা ছিল ০.৬০টাকা ।

অনিরীক্ষিত আর্থিক এই প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৬ মাসে বিমাটির প্রতি শেয়ারে আয় হয়েছে ১.১২ টাকা। যা গত বছর একই সময়ে যা ছিল ১.১৪ টাকা ।

এই প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ৩১.২০ টাকা । যা গত ২০২১ সালের ৩০ জুন ছিল ছিল ২৯.৭৪ টাকা ।

স্টকমার্কেটবিডি.কম/এস

ইষ্টার্ণ ব্যাংকের ২য় প্রান্তিকের আয় কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইষ্টার্ণ ব্যাংক লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় কমেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (এপ্রিল-জুন, ২২) ব্যাংকটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ১.১০ টাকা। গত বছরের এ সময়ের ব্যাংকটির শেয়ার প্রতি আয় ছিল ১.৩১ টাকা।

আর (জানু-জুন,২২) এ ৬ মাসে ব্যাংকটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ২.২১ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২.২৮ টাকা।

এ সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের সম্বনিত মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০.৭৪ টাকা। যা ২০২১ সালের ৩১ ডিসেম্বর ছিল ২৯.৪৮ টাকা

স্টকমার্কেটবিডি.কম/কে