রিপাবলিক ইন্স্যৃরেন্সের নগদ লভ্যাংশ প্রেরণ

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পনিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

২০২১ সমাপ্ত হিসাব বছরে বিমাটি শেয়ারহোল্ডারদের ৭ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল- জুন, ২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই প্রান্তিকে বিমাটির প্রতি শেয়ারে আয় হয়েছে ০.৫৫ টাকা । আগের বছর একই সময়ে যা ছিল ০.৮৯ টাকা ।

অনিরীক্ষিত আর্থিক এই প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৬ মাসে বিমাটির প্রতি শেয়ারে আয় হয়েছে ১.২৫ টাকা। যা গত বছর একই সময়ে যা ছিল ১.৫৮ টাকা ।

এই প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ২০.৪১ টাকা । যা গত ২০২১ সালের ৩০ জুন ছিল ছিল ২১.৯০ টাকা ।

স্টকমার্কেটবিডি.কম/এস

স্টক ব্রোকারের অনুমোদন পেল আমায়া সিকিউরিটিজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আমায়া সিকিউরিটিজ লিমিটেডকে স্টক ব্রোকারের অনুমোদন দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আমায়াসিকিউরিটিজ লিমিটেড ডিএসই সদস্য। এর সদস্য নম্বর-২৬৮।

গত ১২ জানুয়ারি এই সিকিউরিটিজটিকে এই স্টক ব্রোকারের অনুমোদন প্রদান করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ।

ডিএসইতে আমায়া সিকিউরিটিজ লিমিটেডের থ্রি ডিজিটের আইডি নম্বর AMA.

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ; ২য় সোনালী পেপার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সোনালী পেপার এন্ড বোর্ড লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ১৭ লাখ টাকার।

ফরচুন সুজ লিমিটেড ১৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মতিন স্পিনিং মিলসের ১২ কোটি ৩৩ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের ১১ কোটি ৬০ লাখ, আইপিডিসির ১০ কোটি ৯৮ লাখ, স্কয়ার ফার্মার ১০ কোটি ৬৩ লাখ, কেডিএস এক্সেসরিজের ৯ কোটি ৯৪ লাখ, শাইনপুকুর সিরামিকসের ৯ কোটি ৮১ লাখ ও স্কয়ার টেক্সটাইল লিমিটেডের ৭ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

মোংলা বন্দর দিয়ে ঢাকার গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পদ্মা সেতু উদ্বোধনের পর এই প্রথম মোংলা বন্দর দিয়ে ঢাকার গার্মেন্টস পণ্য বিদেশে রপ্তানি শুরু হয়েছে। ঢাকার বিভিন্ন গার্মেন্টস থেকে পণ্য বোঝাই কন্টেইনার এখন পদ্মা সেতুর ওপর দিয়ে মাত্র সাড়ে ৩ ঘন্টায় মোংলা বন্দরে আসছে বলে দাবি করছে সংশ্লিষ্টরা।

আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১ টায় ঢাকা, গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জের ২৭টি ফ্যাক্টরির ১৭ কন্টেইনার গার্মেন্টস পণ্য নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ এমভি মার্কস নেসান পোল্যান্ডের উদ্দেশ্যে মোংলা বন্দর ছেড়ে গেছে।

কোনো ফেরি পারাপারের বিড়ম্বনা ছাড়াই পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব এখন দাঁড়িয়েছে মাত্র ১৭০ কিলোমিটারে। আর ঢাকা থেকে চটগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার।

বাগেরহাট চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি সরদার ওমর ফারুক বলেন, ‘চট্টগ্রামের চেয়ে ঢাকার সাথে মোংলা বন্দরের দূরত্ব কম হওয়ায় তারা এই বন্দর ব্যবহারে আগ্রহী হয়েছেন। এখন ঢাকা অঞ্চলের সব গার্মেন্টস পণ্য মোংলা বন্দর দিয়ে রপ্তানি হবে। এতে ব্যবসায়ীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। চট্টগ্রাম বন্দরের চাপ কমবে।’

মোংলা বন্দরের ৮ নম্বর জেটি থেকে ছেড়ে যাওয়া জাহাজটিতে রয়েছে বাচ্চাদের পোশাক, জার্সি ও কার্ডিগান, টি-শার্ট, ট্রাউজারসহ বিভিন্ন পণ্য। এর আগে এসব গার্মেন্টস পণ্য নিতে বিদেশি জাহাজ মার্কস নেসনা সোমবার মোংলা বন্দর জেটিতে ভেড়ে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা জানান, আজ (২৮ জুলাই) বৃহস্পতিবার মোংলা বন্দরের জন্য একটি স্মরণীয় দিন। কারণ প্রধানমন্ত্রীর পদ্মা সেতু উদ্বোধনের পর এই প্রথম মোংলা বন্দর দিয়ে সরাসরি গার্মেন্টস পণ্য বিদেশে রপ্তানি শুরু হয়েছে। পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে দেশের সবচেয়ে নিকটতম বন্দর হচ্ছে মোংলা। ফলে বিভিন্ন আমদানি-রপ্তানিকারকেরা এ বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে পড়েছেন। যার ফলে ঢাকার গার্মেন্টস পণ্য নিয়ে একটি জাহাজ আজ মোংলা বন্দর থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। এই গার্মেন্টস পণ্য রপ্তানির বিষয়টি বন্দরের জন্য নতুন এক মাইলফলক বলে মনে করছেন বন্দর কর্তৃপক্ষ। আগামীতে এ বন্দর দিয়ে গার্মেন্টস, কন্টেইনার, গাড়ি ও জেনারেল কার্গো হ্যান্ডেলিংয়ের পরিমাণ আরো বৃদ্ধি পাবে।

স্টকমার্কেটবিডি.কম//

  1. বেক্সিমকো লিমিটেড
  2. সোনালী পেপার এন্ড বোর্ড
  3. ফরচুন সুজ
  4. মতিন স্পিনিং মিলস
  5. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  6. আইপিডিসি
  7. স্কয়ার ফার্মা
  8. কেডিএস এক্সেসরিজ
  9. শাইনপুকুর সিরামিকস
  10. স্কয়ার টেক্সটাইল লিমিটেড।

৫ হাজারের ঘরে নেমেছে ডিএসই’র প্রধান সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের বড় ধরণের পতন হয়েছে। এদিন ডিএসইতে প্রধান সূচক কমে ৫ হাজারের ঘরে নেমেছে। সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৭.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৯৮০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১১.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৪৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪১ কোটি ৭৭ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭৭৮ কোটি ৪৩লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩৩৩টির, আর দর অপরিবর্তিত আছে ২২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো লিমিটেড, সোনালী পেপার এন্ড বোর্ড, ফরচুন সুজ, মতিন স্পিনিং মিলস, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, আইপিডিসি, স্কয়ার ফার্মা, কেডিএস এক্সেসরিজ, শাইনপুকুর সিরামিকস ও স্কয়ার টেক্সটাইল লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২০৪.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫৯৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ২৪০টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ১১ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৪৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ওরিয়স ফার্মা ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

ইউনিয়ন ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে বিমাটির শেয়ার প্রতি আয় বেড়েছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল- জুন, ২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই প্রান্তিকে বিমাটির প্রতি শেয়ারে আয় হয়েছে ০.৪২ টাকা । আগের বছর একই সময়ে যা ছিল ০.৩১ টাকা ।

অনিরীক্ষিত আর্থিক এই প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৬ মাসে বিমাটির প্রতি শেয়ারে আয় হয়েছে ১.০১ টাকা। যা গত বছর একই সময়ে যা ছিল ০.৯৪ টাকা ।

এই প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৬.৪০ টাকা । যা গত ২০২১ সালের ৩১ ডিসেম্বর ছিল ১৫.৩৯ টাকা ।

স্টকমার্কেটবিডি.কম/এস

ইউসিবি স্টক ও আইসিবি সিকিউরিটিজে আকস্মিক পরিদর্শন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে শেয়ারের আগ্রাসী বিক্রি থামাতে বিভিন্ন ব্রোকারেজ হাউসে আকস্মিক বা হঠাৎ পরিদর্শন শুরু করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তারই অংশ হিসেবে গতকাল বুধবার দুটি ব্রোকারেজ হাউস পরিদর্শন করেছে বিএসইসির দুটি দল।

যে দুটি ব্রোকারেজ হাউসে গতকাল আকস্মিক পরিদর্শন করা হয়েছে সেগুলো হলো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সহযোগী প্রতিষ্ঠান আইসিবি সিকিউরিটিজ ও বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি স্টক ব্রোকারেজ। এ জন্য আলাদা দুটি পরিদর্শক দলও গঠন করা হয়।

বিএসইসি সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রক সংস্থার সার্ভিল্যান্স ব্যবস্থায় গত কয়েক দিনে বিভিন্ন ব্রোকারেজ হাউসের শেয়ার বিক্রি ও লেনদেন পর্যবেক্ষণ করে আকস্মিক পরিদর্শনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত কয়েক দিনে যেসব ব্রোকারেজ হাউস থেকে আগ্রাসীভাবে শেয়ার বিক্রি করা হয়েছে, শুরুতে সেসব প্রতিষ্ঠানকে পরিদর্শনের আওতায় আনা হয়েছে।

প্রতিষ্ঠানগুলো সিকিউরিটিজ আইন মেনে যথাযথভাবে শেয়ার বিক্রি বা লেনদেন করছে কি না, শেয়ারের দাম বসানোর ক্ষেত্রে অথরাইজড রিপ্রেজেনটেটিভ বা ট্রেডাররা সংশ্লিষ্ট বিধিবিধান মানছেন কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে পরিদর্শনে নিয়োজিত বিএসইসির কর্মকর্তাদের।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বাজারে শেয়ার বিক্রির চাপ অনেক বেড়ে গেছে। প্রতিষ্ঠানগুলো যথাযথ নিয়ম মেনে লেনদেন করছে কি না, তা খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠান থেকে আগ্রাসীভাবে শেয়ার বিক্রি করা হচ্ছে, ধাপে ধাপে সেসব প্রতিষ্ঠান পরিদর্শনে যাবে বিএসইসির দল। পরিদর্শনে কোনো অনিয়ম পাওয়া গেলে দ্রুত তাদের শাস্তির আওতায় আনা হবে।

স্টকমার্কেটবিডি.কম////