ডিএসইতে লেনদেন ২ হাজার কোটি টাকা ছাড়ালো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়ে ২ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৬.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৪০১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৯০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২৭১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২০৯২ কোটি ৭৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৭৭৭ কোটি ৪৫ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২১৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০২টির, আর দর অপরিবর্তিত আছে ৬১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ফরচুন সুজ, ম্যালেক স্পিনিং মিলস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আইপিডিসি ফাইন্যান্স, ইষ্টার্ণ হাউজিং, ম্যাকসন স্পিনিং মিলস, কপারটেক ইন্ডাট্রিজ ও বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৭৩.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৮১৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৭টির, কমেছে ৭৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ২১ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছিল ৩৬ কোটি ২০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ওয়ান ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

এবার সান্ধ্যকালীন ব্যাংকিং বন্ধের নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি পদক্ষেপের কারণে আপাতত সান্ধ্য ব্যাংকিং বন্ধ রাখতে হবে। গত ২২ আগস্টের নির্দেশনার আলোকে সকাল ৯টা থেকে বিকাল ৫টার মধ্যে সব কর্মকর্তা-কর্মচারীকে অফিস ত্যাগ করতে হবে। তবে শনিবার বন্দর সংশ্লিষ্ট ও বৈদেশিক বাণিজ্যে নিয়োজিত শাখা ব্যাংকগুলো নিজ বিবেচনায় খোলা রাখতে পারবে।

সান্ধ্য ব্যাংকিং ও শনিবার ব্যাংক খোলা রাখা যাবে কি না জানতে চেয়ে বিভিন্ন ব্যাংকের চিঠির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এমন জবাব দিয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংক থেকে গত ২২ আগস্ট ব্যাংকের নতুন সময়সূচি দিয়ে সার্কুলার জারি করে। সেখানে বলা হয়, সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত লেনদেন চলবে। আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে বিকাল ৫টার মধ্যে সব কর্মকর্তা-কর্মচারীকে অফিস ত্যাগ করতে হবে।

আর সমুদ্র, স্থল ও বিমানবন্দরে অবস্থিত শাখা সপ্তাহে সাত দিন সার্বক্ষণিক খোলা রাখা যাবে। তবে সান্ধ্য ব্যাংকিং বা অন্য এলাকায় শনিবার ব্যাংক খোলা রাখা যাবে কি না কিছু বলা ছিল না। এ রকম পরিস্থিতিতে কোনো কোনো ব্যাংক এ বিষয়ে জানতে চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দেয়।

স্টকমার্কেটবিডি.কম///

ইউরোপে পোশাক রফতানি বেড়েছে ৪৬ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্বের বিভিন্ন দেশের প্রধান বাজারগুলোতে পোশাক রফতানিতে ফের ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বাংলাদেশের তৈরি পোশাক পণ্য ইউরোপীয় ইউনিয়নের বাজারে রফতানি বেড়েছে ৪৫ শতাংশ। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ‘ইউরোস্ট্যাট’এই তথ্য প্রকাশ করেছে। রবিবার এ তথ্য জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

ইউরোস্ট্যাট’র পরিসংখ্যান মতে, চলতি বছরের প্রথম পাঁচ মাস বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের পোশাক পণ্য আমদানি ৪৪ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। সেসময় পর্যন্ত আমদানির পরিমাণ দাঁড়ায় ৯ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলারে। যে সময়ে তাদের বৈশ্বিক পোশাক আমদানি বাড়ে ২৪ দশমিক ৩৭ শতাংশ।

একই সময়ে চীন থেকে ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানি বছরে ২০ দশমিক ৬৭ শতাংশ বৃদ্ধি পায়। তাতে আমদানির পরিমাণ ১০ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায়।

এসময়ে অন্য দেশগুলোর মধ্যে কম্বোডিয়ার পণ্য রপ্তানি হয়েছে ৩২ দশমিক ৬৮ শতাংশ, পাকিস্তানের ২৯ দশমিক ২৮ শতাংশ, ইন্দোনেশিয়ার ২৫ দশমিক ৩৬ শতাংশ, ভিয়েতনামের ২২ দশমিক ৩৪ শতাংশ এবং মরক্কোর ২০ দশমিক ৫ শতাংশ পণ্য রপ্তানি হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) তথ্য প্রকাশ করেছে যে, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক পণ্য রপ্তানি বেড়েছে ১৮৮ কোটি ৭৯ লাখ ৮ হাজার ডলার। যা শতাংশের হিসাবে ৬০ দশমিক ৩০ শতাংশ।

ডেটা অনুসারে, ২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৫০১ কোটি ৯০ লাখ ৭ হাজার ডলারের। ২০২১ সালের একই সময়ে পোশাক পণ্য রপ্তানি হয়েছিল ৩১৩ কোটি ১০ লাখ ৯ হাজার ডলারের। সে হিসাবে ২০২১ সালের তুলনায় ২০২২ সালের একই সময়ে পোশাক পণ্য রপ্তানি বেড়েছে ১৮৮ কোটি ৭৯ লাখ ৮ হাজার ডলারের।

স্টকমার্কেটবিডি.কম///

৮০০ কোটি টাকা বিনিয়োগ করতে চান ভারতীয় ব্যবসায়ীরা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

বাংলাদেশে বিভিন্ন খাতে যৌথভাবে ৮০০ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন ভারতের রাজস্থানের ব্যবসায়ীরা। গত ২৩ আগস্ট ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) সঙ্গে এক বাণিজ্য সম্মেলনে এ আগ্রহ প্রকাশ করেন তারা।

আজ রবিবার রাজধানীর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম।

তিনি বলেন, ‘আমরা যৌথভাবে ৯টি কম্পানির সঙ্গে বিনিয়োগ পেয়েছি।

এখানে রাজস্থানের ব্যবসায়ীরা ৮০০ কোটি টাকার বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। বিদেশি বিনিয়োগের ফলে আমাদের এখানে প্রযুক্তিগত উৎকর্ষ সাধন হবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ’
বিডার চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশে বন্ধ হওয়া পাটকলে বিনিয়োগের আহ্বান জানিয়েছিলাম। দুটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে এবং শিগগিরই তারা বাংলাদেশে আসবে বলে জানিয়েছে। ’

অনুষ্ঠানে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদ বলেন, ‘সাম্প্রতিক সময়ে ভোজ্য তেলের বাজার অস্থিতিশীল দেখেছি। ভারতীয় একটি প্রতিষ্ঠান সরিষার তেল উৎপাদনে বিনিয়োগ করার কথা জানিয়েছে। এর ফলে তেলের বাজারে স্বস্তি ফিরবে বলে আশা করা যায়। ’

স্টকমার্কেটবিডি.কম//

মেট্রো স্পিনিংয়ের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারের ধারাবাহিক দর বাড়ার পেছনে কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত ১৭ আগষ্ট শেয়ারটির দর ছিল ২৫.৮০ টাকা। যা গত ২৫ আগষ্ট লেনদেন শেষে দর ৩৮.৮০ টাকায় দাঁড়িয়েছে।

কোম্পানির শেয়ার দর এই অস্বাভাবিকভাবে বৃদ্ধির আলোকে ডিএসই কর্তৃপক্ষ তদন্ত শুরু করে । এসময় কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, কোনো কারণ ছাড়াই বাড়ছে মেট্রো স্পিনিং মিলসের শেয়ার দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এ

আইএফআইসি ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক লিমিটেড ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যাংকের পরিচালনা বোর্ডের সভায় এই চতূর্থ নন কনভারটেবল কূপন বেরিং সাবর্ডিনেট বন্ড ছাড়ার সিদ্ধান্ত হয়।

ব্যাংকটি সাধারণ শেয়ারহোল্ডারদের এবং শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই বন্ড ইস্যু করতে পারবে।

স্টকমার্কেটবিডি.কম/আর

ওরিয়ন ইনফিউশনের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৪ আগষ্ট কোম্পানির শেয়ারের দর ছিল ১২৯.১০ টাকা। টানা দর বেড়ে গত ২৫ আগষ্ট কোম্পানিটির শেয়ারের দর সর্বশেষ লেনদেনে বেড়ে দাঁড়িয়েছে ২২০ টাকায়।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ওরিয়ন ইনফিউশন লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম

ইন্টারন্যাশনাল লিজিংয়ের নো ডেভিডেন্ট ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড গত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য নো ডেভিডেন্ট ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার (২৫ আগষ্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৯.২৬ টাকা লোকসান হয়েছে। এবছর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের দায়ের (এনএভি) পরিমাণ দাঁড়িয়েছে ১৫৪.১৯ টাকা।

আগামী ২৯ সেপ্টেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/