চেক ডিজঅনারে জেলে পাঠানো সংবিধান পরিপন্থী

স্টকমার্কেটবিডি ডেস্ক :

চেক ডিজঅনার মামলায় কোনো ব্যক্তিকে জেলে পাঠানো সংবিধানের ৩২ অনুচ্ছেদের পরিপন্থী বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাই কোর্ট। চেক ডিজঅনার সংক্রান্ত কয়েকটি মামলা নিষ্পত্তি করে গতকাল বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাই কোর্ট বেঞ্চের দেওয়া রায়ে এমন পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। রায়ে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের (এনআই অ্যাক্ট) ১৩৮ ধারা সংশোধন করে চেক ডিজঅনার মামলায় জেলে পাঠানোর বিধান বাতিল করতে জাতীয় সংসদকে পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই ধারা সংশোধন না হওয়া পর্যন্ত চেক ডিজঅনার মামলা নিষ্পত্তিতে একটি গাইডলাইন দেওয়া হয়েছে রায়ে।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, কোনো ব্যক্তিকে তার ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করা সংবিধান পরিপন্থী। নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট আইনের চেক ডিজঅনার সংক্রান্ত মামলায় কোনো ব্যক্তিকে কারাগারে বন্দি রাখা ব্যক্তিগত স্বাধীনতা হরণের সমান। রায়ে আদালত উন্নত বিশ্বের উদাহরণ টেনে বলেন, সিঙ্গাপুর, ফ্রান্স, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে চেক ডিজঅনার মামলায় জেলে পাঠানোর বিধান নেই। এসব দেশে চেক ডিজঅনারের মামলাগুলোকে দেওয়ানি প্রকৃতির মামলা হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশ নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে ১৯৯৪ সালে পেনাল কোড সংযোজনের মাধ্যমে আধা-ফৌজদারি হিসেবে পরিণত করা হয়েছে।

পর্যবেক্ষণে হাই কোর্ট বলেন, কনট্রাকচ্যুয়াল অব নেগোসিয়েশন বা চুক্তিগত দায়-দায়িত্ব পূরণে ব্যর্থতার জন্য কোনো ব্যক্তিকে কারাগারে বন্দি রাখা যাবে না। চুক্তিগত দায়-দায়িত্ব পূরণে ব্যর্থতার জন্য যদি কারাগারে পাঠানো হয় তাহলে অচিরেই বাংলাদেশের বেশির ভাগ মানুষ কারাগারে চলে যাবে। এটা কারও কাম্য নয়। আদালত মনে করেন, এনআই অ্যাক্টের ১৩৮ ধারা দ্রুত সংশোধন করে কারাগারে পাঠানোর বিধান বাতিল করা আবশ্যক। আদালত প্রত্যাশা ব্যক্ত করে বলেন, জাতীয় সংসদ অতি দ্রুত এনআই অ্যাক্টের ১৩৮ ধারা সংশোধন করবে বলে আমাদের প্রত্যাশা।

আদালত বলেন, জাতীয় সংসদ যতদিন না ১৩৮ ধারার সংশোধন না করেন বা সংশোধনী আনা হয়, ততদিন পর্যন্ত এনআই অ্যাক্টের ১৩৮ ধারার আওতায় চেক ডিজঅনারের মামলা আপসযোগ্য হবে। চেক ডিজঅনারের মামলা বিচারের এখতিয়ার সম্পন্ন দেশের সব আদালতে সাজার পরিবর্তে তিন গুণ পর্যন্ত জরিমানা দিতে পারবে। আদালত এই রায়ের অনুলিপি দেশের সব আদালতে ও আইন মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/

‘জ্বালানি তেলের শুল্ক কমানোর প্রভাব জানতে ২-৩ দিন লাগবে’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জ্বালানি তেলের আমদানি শুল্ক কমানোর ফলে মূল্য কাঠামোতে কী প্রভাব পড়বে, তা জানতে ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এবিএম আজাদ।

আজ সোমবার পেট্রল পাম্প মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

এবিএম আজাদ বলেন, ‘আমদানি পর্যায়ে শুল্ক কমানোর বিষয়টা মাত্র ২টা জায়গায় আংশিক কমেছে। এটি নিয়ে অ্যাকাউন্টস শাখা কাজ করছে।’

‘এখনো আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ডিজেলের দাম ১৩২ ডলার। যার ফলে ডিজেল বিক্রিতে প্রতি লিটারে সাড়ে ৯ থেকে ১০ টাকা লস করছে বিপিসি’, বলেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম///

পেপার প্রসেসিংয়ের শেয়ার বিক্রি করলো ডেভেলপমেন্ট গ্রুপ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রণোদনা খাতের প্রতিষ্ঠান পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, বাংলাদেশ ডেভেলপমেন্ট গ্রুপ নামে কোম্পানিটির এই পরিচালক ৪ লাখ ৩৬ হাজার শেয়ার বিক্রয় করলো। প্রতিষ্ঠানটির হাতে কোম্পানিটির মোট ৯ লাখ ৯০ হাজার ৯৭০টি শেয়ার ছিল।

আগামী ৩০ কার্য দিবসের মধ্যে ডিএসইতে পাবলিক মার্কেট হতে এই উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

দেশে আমদানি-রপ্তানির খরচ বাড়বে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আমদানি-রপ্তানির ৪৬ ধরনের সেবার ওপর নতুন ফি ধার্য করেছে সরকার। একই সঙ্গে আরও ১৮ ধরনের সেবার বিদ্যমান ফি বাড়ানো হয়েছে। ফলে, পণ্য আমদানি ও রপ্তানিতে খরচ আরও বাড়বে।

গত ২১ আগস্ট তারিখের বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুন ও বর্ধিত ফি আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২৫ লাখ টাকার বেশি ও ৫০ লাখ টাকা পর্যন্ত পণ্য আমদানির ক্ষেত্রে নিবন্ধন ফি ১৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার টাকা, ৫০ লাখ টাকার বেশি ও ১ কোটি টাকা পর্যন্ত আমদানির ক্ষেত্রে ফি ৩০ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা এবং ১ কোটি টাকার বেশি ও ৫ কোটি টাকা পর্যন্ত আমদানির ক্ষেত্রে ফি ৪৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে, ৫ কোটি থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত আমদানির ক্ষেত্রে ৩ ধাপে যথাক্রমে ৬০ হাজার, ৭০ হাজার ও ৮০ হাজার টাকা নিবন্ধন ফি এবং ২৪ হাজার, ২৮ হাজার ও ৩২ হাজার টাকা নবায়ন ফি নতুন করে ধার্য করা হয়েছে।

এ ছাড়া, প্রতিষ্ঠানের মালিকানা ও মনোনীত ব্যাংক পরিবর্তন, আমদানি সীমা ও স্বত্ব পরিবর্তন, আইপির মেয়াদ বাড়ানো, সংশোধন, হাসপাতাল, এনজিও ও বিশ্ববিদ্যালয়ের পণ্যের আইপি, সরকারি প্রকল্পে মালামাল খালাসের আমদানি পারমিট, ঋণপত্র খোলা ও জাহাজীকরণের সময়সীমা বৃদ্ধিসহ আমদানি-রপ্তানি বাণিজ্যের বিভিন্ন সেবায় নতুন ফি ধার্য করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংকের শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের দুই পরিচালক শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এরআগে এসোসিয়েট বিল্ডার্স করপোরেশন নামে ব্যাংকটির এক করপােরেট পরিচালক ২৪ লাখ ৩৭ হাজার ৫০০টি শেয়ার শেয়ার বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেন। এই পরিচালকের হাতে ব্যাংকটি মোট ১ কোটি ৮৮ লাখ ১৯ হাজার ৯১৯টি শেয়ার রয়েছে।

আরেক নমিনী পরিচালক রাশেদ আহমেদ চৌধুরী ২৪ লাখ ৩৭ হাজার ৫০০টি শেয়ার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন হয়েছে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

এ দুই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেটে ক্রয়-বিক্রয় করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ই কমার্সে বিনিয়োগের সিদ্ধান্ত থেকে সড়ে দাঁড়ালো গোল্ডেন হার্ভেষ্ট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ই-কমার্স খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত থেকে সড়ে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিছুদিন আগে কোম্পানিটি ই-কমার্স খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল। এখন এই খাতে বিনিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

দেশের সার্বিক অর্থনীতি পরিস্থিতির কথা বিবেচনা করে ই-কমার্স খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত বাদ দিয়েছে কোম্পানিটি।

কোম্পানি সূত্রে জানা যায়, কোম্পানিটি এই ই-কমার্সের মাধ্যমে গ্রাহকদের নিকট খাবার এবং ওষুধ সরবরাহ করার কথা ছিল। এছাড়া এর মাধ্যমে জনগণ বিভিন্ন যানবাহনের টিকিটও বুকিং দিতে পারতো।

এই ই-কমার্সের ৪৫ শতাংশ মালিকানা ছিল গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যার আর্থিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঋণমান ‘এএ+’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে এসটি-১। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)।

২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ২৭ আগষ্ট পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফা রেটিং।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইষ্টার্ণ হাউজিংয়ের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের শেয়ারের ধারাবাহিক দর বাড়ার পেছনে কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত ১৭ আগষ্ট শেয়ারটির দর ছিল ৫৭.৬০ টাকা। গতকাল ২৮ আগষ্ট লেনদেন শেষে এই শেয়ারের দর ৮১.১০ টাকায় দাঁড়িয়েছে।

কোম্পানির শেয়ার দর এই অস্বাভাবিকভাবে বৃদ্ধির আলোকে ডিএসই কর্তৃপক্ষ তদন্ত শুরু করে । এসময় কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, কোনো কারণ ছাড়াই বাড়ছে ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের শেয়ার দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এ