১০ হাজার ডলারের বেশি রাখতে পারবেন না প্রবাসীরা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদেশে বসবাসরত বাংলাদেশিরা দেশে এলে সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রা নিজের কাছে রাখতে পারবেন।

অবশ্য এই অর্থ তিনি অনুমোদিত ডিলার ব্যাংকে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবেও জমা রাখতে পারবেন। পরবর্তীতে বিদেশ যাওয়ার সময় জমাকৃত বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়েও যেতে পারবেন।

বুধবার বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তবে দেশে আসার সময় সঙ্গে ১০ হাজার মার্কিন ডলারের বেশি বৈদেশিক মুদ্রা থাকলে তা দেশে আসার এক মাসের মধ্যে অনুমোদিত ডিলার ব্যাংকে লাইসেন্সধারী মানিচেঞ্জারের কাছে বিক্রি বা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্টে জমা রাখা বাধ্যতামূলক বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

অতিরিক্ত বৈদেশিক মুদ্রা রাখা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টের আওতায় দণ্ডনীয় উল্লেখ করে ১০ হাজার ডলারের বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনুমোদিত ডিলার ব্যাংকের লাইসেন্সধারী মানিচেঞ্জারের কাছে বিক্রি করার অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এই সময়ের পর ১০ হাজার ডলারের বেশি বৈদেশিক মুদ্রা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের এজিএমের সময় পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বিমা খাতের কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারন সভার (এজিএম) সময় পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বিমাটির এজিএম ১ সেপ্টেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর আগে এজিএমের সময় বেলা সাড়ে ১১ টায় নির্ধারণ করেছিল বিমাটি।

অনিবার্যকারণ বশত বিমাটির এই ২২তম এজিএমের সময় পরিবর্তন করা হয়েছে। এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম////

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের চার পরিচালক শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পরিচালক আবদুল বাতেন, আব্দুর রউফ এবং ফরিদা আকতার যথাক্রমে ২ লাখ ৫৫ হাজার ৮৩৩টি, ২ লাখ ৭০ হাজার এবেং ১ লাখ ৯০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দেন।

অপরদিকে, কোম্পানির পরিচালক তাসমিন বিনতে মোস্তফা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ৭ লাখ ১৫ হাজার ৮৩৩টি শেয়ার কেনার ঘোষণা দেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেটে তারা শেয়ার কেনা-বিক্রি সম্পন্ন করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

প্রাইম ব্যাংকের সাথে ইউনিয়ন ক্যাপিটালের চুক্তি স্বাক্ষর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংকের সাথে ইউনিয়ন ক্যাপিটালের একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠান দুইটির মধ্যে সহযোগীতার সম্ভবনা তৈরীর জন্য চুক্তিটি স্বাক্ষর হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি নিয়ে কোম্পানি দুইটি একে অপরের সহযোগীতায় কাজ করতে পারবে।

স্টকমার্কেটবিডি.কম///

নাহি এলুমিনাম ২৭ কোটি টাকা বিনিয়োগ করবে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাহি এলুমিনাম কম্পোজিট প্যানেল লিমিটেডের পরিচালনা বোর্ড কোম্পানিটিতে ২৭ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গতকাল বুধবার অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির এই বিনিয়োগ বাজেটের অনুমোদন দেয় পরিচালকরা। এই অর্থ দিয়ে কোম্পানিটির কারখানায় একটি নতুন মেনুফেকচারিং ইউনিট করা হবে।

নতুন এই ইউনিটে ক্রোস টী, মেইন টী, ওয়াল এ্যাঙ্গেল, রানার ফর এলুমিনাম সিলিং এন্ড ইউপিভিসি সিলিং পক্রিয়াজাতকরণ করা হবে।

এই খাতে মোট ব্যয় ধরা হয়েছে আনুমানিক ২৭ কোটি টাকা। নিজেদের তহবিল ছাড়াও বিভিন্ন ব্যাংক হতে এই অর্থ সংগ্রহ করা হবে।

নতুন এই মেনুফেকচারিং ইউনিটটি স্থাপন সম্পন্ন হলে কোম্পানিটির ব্যবসা প্রতি বছর ২৫ কোটি টাকা বাড়বে। এছাড়াও মুনাফা বাড়বে বলে দাবি করছেন কোম্পানিটির পরিচালনা বোর্ড।

স্টকমার্কেটবিডি.কম/বি

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসইসূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০২১ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে বিমাটির পরিচালনা বোর্ড।

আগামী ১৮ অক্টোবর বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ