1. ওরিয়ন ফার্মা
  2. বেক্সিমকো লিমিটেড
  3. জেএমআই হসপিটাল রিকুইজিটি
  4. ওরিয়ন ইনফিউশন
  5. ইষ্টার্ণ হাউজিং
  6. জেনেক্স ইনফোসিস
  7. বিডিকম অনলাইন
  8. ইউনিক হোটেল এন্ড রিসোর্ট
  9. বাংলাদেশ শিপিং করপোরেশন
  10. লাফার্জ হোলসিম বিডি লিমিটেড।

১ম কার্যদিবসে সূচকের উত্থান ও বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২০.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৫৭৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৬.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৩৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৩৬৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৮১৩ কোটি ৯২ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১২৪২ কোটি ৭৭ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৭১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৯টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪০টির, আর দর অপরিবর্তিত আছে ১২২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, জেএমআই হসপিটাল রিকুইজিটি, ওরিয়ন ইনফিউশন, ইষ্টার্ণ হাউজিং, জেনেক্স ইনফোসিস, বিডিকম অনলাইন, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, বাংলাদেশ শিপিং করপোরেশন ও লাফার্জ হোলসিম বিডি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫৯.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২০০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১০১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৯০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৯৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৩৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ওরিয়ন ফার্মা ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

চীনা মুদ্রা ইউয়ানে এলসি খুলতে পারবে দেশীয় ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশি ব্যাংকগুলো এখন থেকে ঋণপত্রের (এলসি) ক্ষেত্রে এবং ব্যাংকের বিদেশি শাখার সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের লেনদেনের সুবিধার্থে চীনা মুদ্রা ইউয়ানে অ্যাকাউন্ট খুলতে পারবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে।
সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, সরকার ২০১৪ সালের মার্চে একটি প্রজ্ঞাপনে ইউয়ানকে রূপান্তরযোগ্য মুদ্রা হিসেবে ঘোষণা করেছিল। তবে অনেক ব্যাংক এখনো আন্তর্জাতিক বাণিজ্য বা বৈদেশিক লেনদেনে ইউয়ান ব্যবহার করছে না।

এ অবস্থায় ব্যাংকগুলো যেন বিষয়টিকে গুরুত্ব দেয় সেজন্য কেন্দ্রীয় ব্যাংক আজ আবার নোটিশ জারি করেছে বলে জানান তিনি।

দেশের ব্যবসায়ীরা সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংককে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছে।

এ প্রসঙ্গে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘বাণিজ্য ও ব্যাংক উভয় ক্ষেত্রেই ভিন্ন মুদ্রা ব্যবহারে এগিয়ে এলে বৈদেশিক বাণিজ্যে বৈচিত্র্য আসবে।’

‘এ ধরনের পদক্ষেপ নিলে লেটার অব ক্রেডিট (এলসি) খোলা ও নিষ্পত্তি করতে একক বৈদেশিক মুদ্রার ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে আনবে,’ বলেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম//

বৈদেশিক ঋণের চুক্তির মাধ্যমে অনিয়ম শুরু হয়: মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বৈদেশিক ঋণের চুক্তির মাধ্যমে অনিয়ম শুরু হয় বলে মন্তব্য করেছন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেছেন, যখন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কোনো বৈদেশিক ঋণ চুক্তি করে তখন তারা চুক্তির শর্তগুলো ঠিকমত পর্যালোচনা করে না। ফলে তা পরবর্তীতে বাস্তবায়ন করতে গিয়ে গলার ফাঁসের মতো হয়ে যায়।

আজ রবিবার রাজধানীর শেরে বাংলা নগরে আয়োজিত সুশাসন নিশ্চত করনে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

এসময় ক্ষোভ প্রকাশ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘তোমরা কিভাবে ঋণ চুক্তি করো তা আমি জানতে চাই’। সঠিক উত্তর না পেয়ে তিনি বলেন, প্রকল্পগুলোর অনিয়ম এখান থেকেই শুরু হয়। ফলে ঋণদাতারা তাদের নিজের মতো করে কাজ করে। এর ফলে প্রকল্পগুলোতে ব্যয় বাড়ে। তিনি আরো বলেন, ইআরডি এমনভাবে ঋণচুক্তি করে না যে কেউ বলতে পারবে না তারা ঘুষ খায়।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘হারাম খাইলে, ঘুষ খাইলে দেশের উন্নয়ন হবে না। কিছু কিছু প্রকল্প সমীক্ষা ছাড়াই একনেকে তোলা হয়। আপনারা এটা কিভাবে করেন। এটা আপনারা করতে পারেন না। ’

সেমিনার পরবর্তী এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, দেশের উন্নয়নের জন্য বিদেশি ঋণের কোনো বিকল্প নেই। আমাদের অবশ্যই ঋণ নিতে হবে। তবে ঋণ নিতে হবে বুঝে-শুনে এবং ঋণের অর্থকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। যাতে করে যথা সময়ে ঋণ অর্থ থেকে লগ্নি তু্লে আনা যায়।

তিনি আরো বলেন, সবারই ঋণের দরকার হয়। বিশ্বের বড় বড় অর্থনীতির দেশগুলোও ঋণ গ্রহণ করে। আমাদেরকেও তাই করতে হবে। পূর্বের তু্লনায় আমাদের সক্ষমতা বেড়েছে। আমরা আগের তু্লনায় বেশি ঋণ পাচ্ছি এবং ঋণ পরিশোধও আগের তু্লনায় বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

ইষ্টার্ণ হাউজিংয়ের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বোর্ড সভায় জুন মাসে শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫.৫৮ টাকা । আর এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৭৪.৭১ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ১২ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/এম