কেডিএস এক্সেসরিজের ৩৮ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের একজন উদ্যোক্তা ৩৮ লাখ ৫৯ হাজার ২৫৪টি শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

খলিলুর রহমান নামে এই উদ্যোক্তা পরিচালক এসব শেয়ার ব্লক মার্কেটে চলমান বাজার দরে বিক্রয় করবেন। তার হাতে মোট ৩ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৪৫২টি শেয়ার রয়েছে।

তিনি এই ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

দিনশেষে সূচকের সাথে কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৪৭৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪১৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২২৯৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৩৪৩ কোটি ১২ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৪১০ কোটি ৯২ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৭১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৩টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৭টির, আর দর অপরিবর্তিত আছে ১৬১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো লিমিটেড, ইষ্টার্ণ হাউজিং, ওরিয়ন ফার্মা, আনোয়ার গ্যালভানাইজিং, জেএমআই হসপিটাল রিকুইজিটি, ওরিয়ন ইনফিউশন, জেএমআই সিরিঞ্জ, বাংলাদেশ শিপিং করপােরেশন, ইন্দো বাংলা ফার্মা ও আমরা টেকনোলজিস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫১.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৫৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ৮১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছিল ২৩ কোটি ২৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ফার কেমিক্যালস ও জেএমআই হসপিটাল রিকুইজিটি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

এসকে ট্রিমসের বোর্ড সভা ২৬ অক্টোবর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় রাজধানীর উত্তরায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

মালেক স্পিনিংয়ের বোর্ড সভা ২২ অক্টোবর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২২ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ২:৩০ টায় রাজধানীর তেজগাঁয়ে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

রহিম টেক্সটাইলের বোর্ড সভা ২২ অক্টোবর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইল মিলস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২২ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩:৩০ টায় রাজধানীর তেজগাঁয়ে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

হুন্ডি নয়, রেমিটেন্স পাঠাতে হবে বৈধ পথে: প্রবাসী কল্যান সচিব

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইতালির রোম সফররত প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ডক্টর আহমেদ মনিরুছ সালেহীন রোমের জনতা এক্সচেঞ্চ কোম্পানির এসআরএল এর প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় সাংবাদিকদের সাথে নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি।

রেমিটেন্স বৈধ পথে পাঠাতে প্রবাসীদের অনুরোধ করে তিনি বলেন, হুন্ডি বন্ধে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। পাঠানো অর্থের উপর দিচ্ছে প্রনোদনা।
রোম ঢাকা রোম রুটে আবারো বাংলাদেশ বিমান যাতে চালু হতে পারে সে ব্যাপারে প্রবাসী কল্যান মন্ত্রণালয় থেকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে বলো জানান তিনি।

দূতাবাসে ওয়েজ‌ আর্নার স্কিমের সদস্য হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিম্ন আয়ের মানুষ মৃত্যুবরণ করলে প্রমাণ সাপেক্ষে স্কিমের সদস্য না হলেও সরকার অর্থ বরাদ্দ দেবে লাশ পাঠাতে। বৈধ পথে বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর সুবিধা ও অসুবিধা দেখার জন্য সরকারি একটি টিম নিয়ে সফর করেন। এ সময় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী, জনতা এক্সচেঞ্চ কোম্পানির এমডি সচিব নাপলীতে প্রবাসীদের গার্মেন্টস ফ্যাক্টরি এবং রোমে জনতা এক্সচেঞ্চ কোম্পানি পরিদর্শন করেন।

স্টকমার্কেটবিডি.কম///

আমান ফিডের বোর্ড সভা ১৯ অক্টোবর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আমান ফিড লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৯ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর উত্তরায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

লাভেলো আইসক্রিমের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি লাভেলো আইসক্রিম লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৩ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ২:৩০টায় রাজধানীর বনানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

শেয়ারবাজারে তালিকাভুক্তির পরেই গত বছর প্রথম শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

লাফার্জ হোলসিমের ৩য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্তি সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম বিডি লিমিটেডের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই (জানু-সেপ্টেম্বর’২২) ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৮৬ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.৬৬ টাকা।

আর (জুলাই-সেপ্টে’২১) এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯৮ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৮১ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৯৯ টাকা। যা ৩১ ডিসেম্বর ২০২১ এই এনএভি ছিল ১৭.০৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এস

ডেসকোর লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত শক্তি ও জ্বালানী শিল্প খাতের কোম্পানি ডেসকোর শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ৩০ জুন ২০২২ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৯ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৬৫.৯৬ টাকা।

আগামী ১৪ জানুয়ারি কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ