শ্রমিক কল্যাণ তহবিলে ১৫ কোটি ৭৩ লাখ টাকা দিল বিএটি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১৫ কোটি ৭৩ লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে বৃটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ।

রবিবার (৩০ অক্টোবর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে বিএটি বাংলাদেশ এর মানবসম্পদ বিভাগের প্রধান সাদ জসিমের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল ১৫ কোটি ৭৩ লাখ ৭৭ হাজার ৩০০ টাকার একটি চেক প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদানের বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ২৯৮টি কোম্পানি এ তহবিলে নিয়মিত লভ্যাংশ প্রদান করছে। এ তহবিলে আজ পর্যন্ত জমার পরিমাণ ৭৬৮ কোটি টাকার বেশি। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেওয়া হয়। এখন পর্যন্ত ১৫ হাজার ২৩৭ শ্রমিককে এ তহবিল থেকে প্রায় ৬৬ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

চেক প্রদান অনুষ্ঠানে সচিব মো. এহছানে এলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, যুগ্ম সচিব মো. মহিদুর রহমান, বিএটি এর এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান শেখ শাবাব আহমেদ এবং কনসালট্যান্ট আখতার আনোয়ার খানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠনের পর থেকে একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে বিএটি বাংলাদেশ তাদের লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ এই তহবিলে নিয়মিতভাবে প্রদান করে আসছে। গত ১০ বছরে এই তহবিলে মোট ৮৪ কোটি ৯৯ লাখ ১৯ হাজার ৭৭০ টাকা প্রদান করেছে বিএটি। এ বছরের প্রদানকৃত লভ্যাংশ ১৫ কোটি ৭৩ লাখ ৭৭ হাজার ৩০০ টাকা গত অর্থবছরের তুলনায় প্রায় ৪ কোটি ৬৩ লাখ ৭৬ হাজার টাকা বেশি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

স্টকমার্কেটবিডি.কম///

১৫ নভেম্বর থেকে অফিস ৯টা হতে ৪টা

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি নতুনকরে নির্ধারণ করেছে সরকার। আগামী ১৫ নভেম্বর থেকে সকাল ৯টায় অফিস শুরু হয়ে শেষ হবে বিকাল ৪টায়।

সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের অফিসের এ নতুন সময়সূচি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। শীত চলে আসায় আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। বর্তমানে অফিস সময়সূচি সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম///

পরিবেশ দূষণে দেশে মারা যাচ্ছে ৩২ শতাংশ মানুষ : বিশ্বব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে পরিবেশ দূষণের সঙ্গে সম্পর্কিত কারণে বছরে মৃত্যুবরণ করে ৩২ শতাংশ মানুষ। পাশাপাশি বায়ু দূষণের কারণে বছরে ক্ষতির পরিমাণ জিডিপি’র ৯ ভাগ। সোমবার (৩১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক ‘কান্ট্রি ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্ট রিপোর্ট’-এ এসব তথ্য প্রকাশ করে।

অনুষ্ঠানের মূল প্রতিবেদন উপস্থাপন করেন বিশ্বব্যাংকের টেকশই উন্নয়নবিষয়ক আঞ্চলিক পরিচালক জন রুম।

তিনি বলেন, বাংলাদেশে ঘূর্ণিঝড়ের কারণে বছরে ক্ষতি হয় ১ বিলিয়ন ডলার। মোট জিডিপির যা প্রায় শূন্য দশমিক ৭ ভাগ।

তিনি আরো বলেন, তাপমাত্রা ১৫ ডিগ্রি এবং বৃষ্টিপাত ৪ ডিগ্রি বাড়লে ২০২৫ সালে বঙ্গোপসাগরের সমুদ্র পৃষ্টের উচ্চতা বাড়তে পারে ২৭ সেন্টিমিটার। এভাবে সমুদ্র পৃষ্টের উচ্চতা বাড়লে বাড়বে সম্পদহানি, যার মূল্য আনুমানিক ৩০০ মিলিয়ন ডলার।

বিশ্বব্যাংক বলছে, নিয়ন্ত্রণে পদক্ষেপ না নিলে ২০৫০ সাল নাগাদ জিডিপির এক তৃতীয়াংশ কৃষি জমি হারানোর শঙ্কা রয়েছে। বাস্তুচ্চ্যুত হবে ১৩ মিলিয়ন মানুষ। ঝুঁকি মোকাবেলায় সরকারি-বেসরকারি খাতকে সমানভাবে এগিয়ে আসার পরামর্শ দিয়েছে সংস্থটি।

স্টকমার্কেটবিডি.কম///

মেঘনা সিমেন্টের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৭ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিআইএফসির তিন প্রান্তিকের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেডের বোর্ড সভা আগামী আজ সোমবার অনুষ্ঠিত হবে। আজ ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ১ম, ২য় ও ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ৩ টায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য চলতি বছরের উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

গোল্ডেন সনের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৭ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় চট্টগ্রামে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর শেয়ারহোল্ডারদের জন্য ২.৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

অস্বাভাবিক বাণিজ্য ঘাটতির কারণে দেশের অর্থনীতি এখন বিপৎসীমায়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অস্বাভাবিক বাণিজ্য ঘাটতির কারণে দেশের অর্থনীতি এখন বিপৎসীমায় আছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাঁরা বলছেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩.৫ শতাংশ বাণিজ্য ঘাটতি, যা বিপৎসীমায়।

ক্রমবর্ধমান এই বাণিজ্য ঘাটতি যদি জিডিপির ৪ শতাংশ হয়, তাহলে শিগগিরই অর্থনৈতিক বিপর্যয় ঘটবে বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)।

গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে পিআরআই আয়োজিত ‘রিয়েলাইজিং ডেভেলপমেন্ট এসপিয়েরেশন উইথ ডমেসটিক রিসোর্স মোবিলাইজেশন অ্যাডমিট ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনাসভায় এমন আশঙ্কা ব্যক্ত করেন ওই বেসরকারি গবেষণা সংস্থাটির চেয়ারম্যান জাহেদী সাত্তার।

মূলত আমদানি ব্যয়ের চেয়ে রপ্তানি আয় কম হলে যেকোনো দেশের অর্থনীতিতে বাণিজ্য ঘাটতি দেখা দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

মূল প্রবন্ধে পিআরআইয়ের চেয়ারম্যান বলেন, ‘দেশের যে বাণিজ্য ঘাটতি, তার অন্যতম প্রধান কারণ আমদানি বেশি, রপ্তানি কম। এ ছাড়া আমাদের অর্থনীতিতে বড় সংকট হয়ে দেখা দিয়েছে মূল্যস্ফীতি ও রিজার্ভ সংকট। এর পেছনে বৈশ্বিক কারণও রয়েছে। ’ তিনি বলেন, ‘হঠাত্ করে ডলারের দাম বেড়ে যাওয়া, আমাদের রিজার্ভের সংকট—সব কিছুর কারণে আমাদের আজকের এই অর্থনৈতিক পরিস্থিতি। ’ তিনি বলেন, ‘গত ৫০ বছরে আমাদের অনেক অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। তবে আমাদের মানবসম্পদের তেমন উন্নয়ন হয়নি। আমাদের প্রায় এক মিলিয়ন লোক দেশের বাইরে আছে, কিন্তু তাদের বেশির ভাগই বৈধ পথে রেমিট্যান্স পাঠাচ্ছে না। তার একটা প্রভাব পড়বে রিজার্ভে। ’

তিনি বলেন, ‘সামনের দিনগুলোতে আমাদের তিনটি চ্যালেঞ্জ রয়েছে। এক. মূল্যস্ফীতি, দুই. বাণিজ্য ঘাটতি, তিন. বৈদেশিক ঋণ। এই তিনটি চ্যালেঞ্জকে বিবেচনায় নিয়ে সরকারকে নানামুখী কাজ করতে হবে। ’

জাহেদী সাত্তার পরামর্শ দেন, মূল্যস্ফীতি কমাতে বাজার মনিটরিং জোরদার করতে হবে। পাশাপাশি জোর দিতে হবে আমদানিজনিত পণ্যের ব্যয় কিভাবে কমানো যায়, তার ওপর। প্রয়োজনে আমদানি পণ্যের শুল্ক কমাতে হবে। ’

বাণিজ্য ঘাটতির আশঙ্কা উড়িয়ে দিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, ‘গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে আমরা অনেক ভালো অবস্থানে আছি। চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৫.৬ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরে ছিল চার বিলিয়ন ডলারের কিছু বেশি। বৈদেশিক বিনিয়োগ গত অর্থবছরে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছিল ২৫০ মিলিয়ন ডলার, যা এই অর্থবছরে ৩৬০ মিলিয়ন ডলার। ’

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের অর্থনৈতিক পরিস্থিতি গত অর্থবছরের তুলনায় অনেক ভালো। তবে আমাদের মূল্যস্ফীতি অনেকটা বেড়ে গিয়েছিল। বিশেষ করে আমাদের খাদ্যে মূল্যস্ফীতি বেড়ে যায়। সেটা হয়েছে আমদানির কারণে। তা ছাড়া শুধু আমাদের দেশে নয়, গোটা বিশ্বের মূল্যস্ফীতি বেড়ে গেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে। ’

তিনি বলেন, ‘আমাদের সরকার কাজ করছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে শুল্ক কমানোর পাশাপাশি কৃষিজাত পণ্য আমদানি সহজ করা হয়েছে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ’

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান বলেন, বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ক্ষেত্রে, বিশেষত রেমিট্যান্স আহরণের ওপর প্রণোদনা দেওয়ার উদ্দেশ্য হলো প্রবাসীদের সুবিধা দেওয়া। এর মাধ্যমে মূলত দেশের একটি জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষা দেওয়া হচ্ছে। তবে ভবিষ্যতে অর্থনৈতিক সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে ইউনিফায়েড বা একক বিনিময় হারের দিকে যেতে হবে।

অর্থনীতিবিদ এম এ রাজ্জাক তাঁর প্রবন্ধে বলেন, দক্ষিণ এশিয়ায় কর-জিডিপি অনুপাতে বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে। কিন্তু উন্নত অর্থনীতির দেশের পর্যায়ে যেতে হলে এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। বিশেষ করে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় অভ্যন্তরীণ সম্পদ বা রাজস্ব আয় বাড়ানোটা খুব জরুরি। ’

সমাপনী বক্তব্যে পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘আমরা আমাদের সংকট ও চ্যালেঞ্জগুলো জানি। আমার বাড়িঘর রক্ষার দায়িত্ব আমার। বাইরে থেকে ঝড় আসবে সেটাকে আমাকেই রক্ষা করতে হবে। একটা অর্থনীতির ঝড় এসেছে। তবে আমাদের যা করণীয়, আমরা তা করতে পারিনি। ’

তিনি বলেন, ‘আমাদের সম্পদ অর্জনের নতুন নতুন ক্ষেত্র ছাড়া উন্নত দেশ হওয়া সম্ভব। সরকারকে কৃষিতে নজর দিতে হবে। কেন আমাদের ৫ শতাংশ খাদ্যপণ্য আমদানি করতে বছরে দেড় বিলিয়ন ডলার ব্যয় করতে হবে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সারের দাম কমিয়ে কৃষকদের মধ্যে তা বিতরণ করতে হবে এবং কৃষিকে প্রযুক্তিবান্ধব করতে হবে। ’

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) এক হাজার ২৬৯ কোটি ২০ লাখ ডলারের পণ্য আমদানি হয়েছে। এর বিপরীতে রপ্তানি হয়েছে ৮১৩ কোটি ৭০ লাখ ডলারের পণ্য। এতে ৪৫৫ কোটি ৫০ লাখ ডলারের বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

এসোসিয়েটেড অক্সিজেনের বোর্ড সভা আহবান 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও শক্তি শিল্প খাতের কোম্পানি এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৭ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা টায় চট্টগ্রাম আগ্রাবাদ এলাকায় অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইউনিক হোটেলের বোর্ড সভার দিন নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রনোদণা শিল্প খাতের কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের বাৎসরিক বোর্ড সভার দিন নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো জানা যায়, বোর্ড সভাটি আজ ৩১ অক্টোবর (সোমবার) বেলা ৪ রাজধানীর বনানীতে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

গত ২৭ অক্টোবর এই বোর্ড সভা হওয়ার কথা থাকলেও অনিবার্যকারণ বশত সভাটি স্থগিত করা হয়।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি