আইটিসির ২২তম এজিএম অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেড (আইসিটি)-এর ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে এজিএমটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেডের চেয়ারম্যান লিম কিয়াহ মেং।

সভায় এমডি ও সিইও ড. কাজী সাইফুউদ্দীন মুনির, মো: ওয়ালিজ্জামান এফসিএ, ইনডিপেন্ডেন্ট পরিচালক কামাল উদ্দিন ও দাশগুপ্ত অসীম কুমার আর অন্যান্য পরিচালক উপস্থিত ছিলেন। এছাড়া কোম্পানিটির সিএফও শ্যামল কান্তি কর্মকার ও কোম্পানি সচিব আনিন্দ্য সরকারসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উক্ত সভায় ২০২১-২২ অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ৬ শত্যাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

স্টকমার্কেটবিডি.কম/

  1. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  2. মুন্নু সিরামিকস
  3. সালভো কেমিক্যালস
  4. বসুন্ধরা পেপার মিলস
  5. মুন্নু এগ্রো
  6. জেনেক্স ইনফোসিস
  7. আমরা নেটওয়ার্কস
  8. ওরিয়ন ফার্মা
  9. এপেক্স ফুডস
  10. বিডিকম অনলাইন লিমিটেড।

দিনশেষে লেনদেন ও সূচক কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৬০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ২২০৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩০ কোটি ২০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬১৬ কোটি ৪১ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৪১ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৭টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৬৮টির, আর দর অপরিবর্তিত আছে ২৪৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইন্ট্রাকো রি-ফুয়েলিং, মুন্নু সিরামিকস, সালভো কেমিক্যালস, বসুন্ধরা পেপার মিলস, মুন্নু এগ্রো, জেনেক্স ইনফোসিস, আমরা নেটওয়ার্কস, ওরিয়ন ফার্মা, এপেক্স ফুডস ও বিডিকম অনলাইন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৬.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৪৫১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০টির, কমেছে ৪৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৪৮ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৮৮ লাখ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ন্যাশনাল ব্যাংক ও ওয়ান ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

ইষ্টার্ণ হাউজিংয়ের লভ্যাংশ বিতরণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি ইষ্টার্ণ হাউজিং লিমিটেড গত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি গত ২০২১ অর্থবছরে ঘোষিত নগদ লভ্যাংশটি নিজ নিজ ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) মাধ্যমে জমা দিয়েছে।

আর যেসব প্রবাসী এবং স্থানীয় শেয়ারহোল্ডারদের হিসাবে ডিভিডেন্ড এখনো জমা হয়নি তাদের কোম্পানির রেজিস্টার্ড অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেবিডি.কম/রিমা

কপারটেকের লভ্যাংশ বিতরণে সম্মতি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান কপারটেকের ঘোষিত বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের জন্য ৪ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। বোনাস শেয়ার ঘোষণার পর বিতরণে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে। নিয়ন্ত্রক সংস্থা কোম্পানিটিকে বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে। এজন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২১ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম////

আরও ৬ ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের নোটিশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডলার বেচাকেনায় অতি মুনাফা করায় দেশি-বিদেশি আরও ছয় ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার রাতে এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে কেন্দ্রীয় ব্যাংক চিঠি পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রতিটি ব্যাংককে পাঠানো চিঠিতে অতি মুনাফার বিষয়টি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কোনো কোনো ব্যাংককে ঘোষিত দামের সঙ্গে প্রকৃত দামের মিল না থাকা, বাংলাদেশ ব্যাংকের অনলাইন পোর্টালে নিয়মিত দাম ঘোষণা না করা, ঘোষিত দামে রপ্তানি ও আমদানিতে ডলারের মূল্য নির্ধারণ না করায় ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এর আগে একই কারণে আরও ছয় ব্যাংকের ট্রেজারি প্রধানদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের এমডিদেরও তখন নোটিশ দেওয়া হয়। পরে আরও একটি ব্যাংকের কাছেও ব্যাখ্যা চাওয়া হয়।

কয়েক মাস ধরেই ডলারের বাজারে অস্থিরতা চলছে। ডলারের দাম স্থিতিশীল রাখতে হিমশিম খেতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংককে। ইতোমধ্যে প্রতি ডলারের দাম ৮৬ থেকে বাড়িয়ে ৯৫ টাকায় নির্ধারণ করা হয়েছে।

ডলার বিক্রি করায় বাংলাদেশ ব্যাংকে বৈদিশক মুদ্রার রিজার্ভ কমে ৩৯ বিলিয়ন তথা ৩ হাজার ৯০০ কোটি মার্কিন ডলারের নিচে নেমেছে। বুধবারও বিক্রি করা হয়েছে ৫ কোটি ডলার। এতে রিজার্ভ কমে হয়েছে ৩ হাজার ৮৯৪ কোটি ডলার।

স্টকমার্কেটবিডি.কম////

ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্সের লেনদেন হচ্ছে না আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন আজ শুরু হবে না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বুধবার থেকে দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল এ কোম্পানির লেনদেন। লেনদেন শুরুর দিন নির্ধারণ করা হয়েছে ১৮ ডিসেম্বর।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “ICICL” এবং ডিএসইতে কোম্পানি কোড নাম্বার- ২৫৭৫৬ নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি কোম্পানিটি আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস