১৮ হাজার কর্মী ছাটাই করবে অ্যামাজন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তি ও ইকমার্স প্রতিষ্ঠান অ্যামাজন অর্থনৈতিক অনিশ্চয়তার প্রসঙ্গ টেনে ১৮ হাজারের বেশি কর্মী ছাটাইয়ের ঘোষণা দিয়েছে। বুধবার কোম্পানিটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসি বিবৃতিতে বলেছেন, নভেম্বরে (২০২২ সালের) নেওয়া সিদ্ধান্ত আজকে আমরা শেয়ার করছি। আমরা ১৮ হাজারের বেশি কর্মীকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছি।

কোম্পানিটির প্রধান নির্বাহী আরও বলেছেন, তাদের এই সিদ্ধান্ত অনেক মানুষকেই কঠিন অবস্থার মধ্যে ফেলবে।

জ্যাসি বলেছেন, ‘যারা এই সিদ্ধান্তের কারণে ক্ষতির মুখে পড়বে আমরা তাদের সহায়তায় কাজ করবো। তাদেরকে বিশেষ প্রণোদনাও দেওয়া হবে। এছাড়াও স্বাস্থ্য বিমাসহ তাদের ভিতরগত চাকরিতে রিপ্লেস করার চেষ্টা থাকবে।

যাদের চাকরিচ্যুত করা হচ্ছে তাদেরকে ১৮ জানুয়ারি থেকে জানিয়ে দেবে অ্যামাজন।

সূত্র: এএফপি

স্টকমার্কেটবিডি.কম///

বাংলাদেশ সাবমেরিনের নগদ লভ্যাংশ বিতরণ 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

তসরিফার ঘোষিত বোনাস লভ্যাংশ বাতিল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত লভ্যাংশ বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কশিমন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটি গত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

এই ঘোষিত লভ্যাংশটিকে বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/এম

আমরা নেটওয়ার্কসের বোনাস লভ্যাংশ অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের ঘোষিত বোনাস শেয়ারে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইস)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

বিএসইসি কোম্পানিটির ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে সম্মতি দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

আমরা টেকের লভ্যাংশে বিএসইসির সম্মতি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেডের ঘোষিত বোনাস শেয়ারে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইস)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

বিএসইসি কোম্পানিটির ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে সম্মতি দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/