স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের দিন নির্ধারণ করা হয়েছে।
ফিক্সড প্রাইস পদ্ধতিতে ব্যাংকটির এই আইপিও আবেদন জমা নেওয়া শুরু হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। আর এ আবেদন গ্রহণ শেষ হবে ২৩ ফেব্রুয়ারি।
গত ২১ সেপ্টেম্বর বিএসইসির ৮৩৯তম সভায় ব্যাংকটিকে আইপিও অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এই সভায় মিডল্যান্ড ব্যাংক লিমিটেডকে ৭০ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দেয় বিএসইসি।
মিডল্যান্ড ব্যাংক ফিক্সড প্রাইস পদ্ধতিতে শেয়ারবাজার থেকে এই ৭০ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য অভিহিত মূল্যে ১০ টাকা মূল্যে ৭ কোটি শেয়ার ইস্যু করবে ব্যাংকটি।
ব্যাংকটি এই আইপিও অর্থ সরকারি সিকিউরিটি, শেয়ারবাজারের সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ ও আইপিওর প্রক্রিয়ার জন্য ব্যয় করবে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছরের ভারিত গড় হিসেবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ১ টাকা ৭ পয়সা। আর গত ৩১ ডিসেম্বর ২০-২১ বছরে ব্যাংকটির সম্পদ পুনঃমূল্যায়ন ব্যতিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৩ টাকা দাঁড়িয়েছে।
ব্যাংকটির আইপিওতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে লংকা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/////