মিডল্যান্ড ব্যাংকের আইপিও আবেদনের দিন নির্ধারণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের দিন নির্ধারণ করা হয়েছে।

ফিক্সড প্রাইস পদ্ধতিতে ব্যাংকটির এই আইপিও আবেদন জমা নেওয়া শুরু হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। আর এ আবেদন গ্রহণ শেষ হবে ২৩ ফেব্রুয়ারি।

গত ২১ সেপ্টেম্বর বিএসইসির ৮৩৯তম সভায় ব্যাংকটিকে আইপিও অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এই সভায় মিডল্যান্ড ব্যাংক লিমিটেডকে ৭০ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দেয় বিএসইসি।

মিডল্যান্ড ব্যাংক ফিক্সড প্রাইস পদ্ধতিতে শেয়ারবাজার থেকে এই ৭০ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য অভিহিত মূল্যে ১০ টাকা মূল্যে ৭ কোটি শেয়ার ইস্যু করবে ব্যাংকটি।

ব্যাংকটি এই আইপিও অর্থ সরকারি সিকিউরিটি, শেয়ারবাজারের সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ ও আইপিওর প্রক্রিয়ার জন্য ব্যয় করবে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছরের ভারিত গড় হিসেবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ১ টাকা ৭ পয়সা। আর গত ৩১ ডিসেম্বর ২০-২১ বছরে ব্যাংকটির সম্পদ পুনঃমূল্যায়ন ব্যতিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৩ টাকা দাঁড়িয়েছে।

ব্যাংকটির আইপিওতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে লংকা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/////

ইউনাইটেড পাওয়ারের নগদ লভ্যাংশ বিতরণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ইউনিক হোটেলের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা শিল্প খাতের কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের চলতি বছরের ২য় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৪ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৩ টায় রাজধানীর বনানীতে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

স্ট্যান্ডার্ড সিরামিকসের ১ম প্রান্তিকের লোকসান ৩ টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

কোম্পানিটির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ২.৩৩ টাকা।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩.৬৫ টাকা। যা চলতি বছরের ৩০ জুন ছিল ৬.৬৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম

সহস্রাধিক অবৈধ মানি এক্সচেঞ্জে মুদ্রা কেনাবেচা: সিআইডি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংক কর্তৃক বৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান রয়েছে ২৩৫টি। তবে এর বাইরে অবৈধভাবে ব্যবসা করছে হাজারের বেশি প্রতিষ্ঠান। এর বাইরে আরও কয়েকশ নামমাত্র প্রতিষ্ঠান রয়েছে, যার সদস্যরা ফোনে ফোনে বা ব্যাগ কাঁধে ঘুরে ঘুরে অবৈধভাবে দেশি-বিদেশি মুদ্রা কেনাবেচা করছেন।

বুধবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।

এর আগে মঙ্গলবার রাজধানীর পাঁচটি স্থানে একযোগে অভিযান চালিয়ে অবৈধ মানি এক্সচেঞ্জের ১৪ জনকে গ্রেফতার করে সিআইডি।

অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেন, বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ টিমের তথ্য ও সহযোগিতায় রাজধানীর গুলশান-১, রিংরোড, মোহাম্মদপুর, উত্তরার আশকোনা, এবি মার্কেট, চায়না মার্কেটে একযোগে পাঁচজন বিশেষ পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এই পাঁচটি প্রতিষ্ঠানই বাংলাদেশ ব্যাংকের তালিকায় অবৈধ।

এ সময় গ্রেফতারদের কাছ থেকে এক কোটি ১১ লাখ ১৯ হাজার ৮২৬ টাকা সমমূল্যের ১৯টি দেশের বৈদেশিক মুদ্রাসহ সর্বমোট এক কোটি ৯৯ লাখ ৬১ হাজার ৩৭৬ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সিআইডি প্রধান বলেন, প্রতিটি প্রতিষ্ঠান প্রতিদিন গড়ে প্রায় ৭০ থেকে ৭৫ লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা অবৈধভাবে কেনাবেচা করে আসছিল। সারা দেশে আরও এক হাজারের বেশি অবৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান রয়েছে। এদের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ।

তিনি জানান, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিআইডির অপারেশনাল কার্যক্রম অব্যাহত রাখা হবে। অভিযানের কারণে অনেক অবৈধ প্রতিষ্ঠানের অফিস গুটিয়ে কাঁধেও ঘাড়ে ব্যাগ নিয়ে ঘুরে ঘুরে ফোনে ফোনে যোগাযোগ করে ব্যবসা করছে। যার যেখানে যে পরিমাণ বিদেশি মুদ্রা দরকার সেখানে পৌঁছে দিচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/////

টানা ৫ দিন রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কয়লাসংকটে বন্ধ হয়ে যাওয়া বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন এখনো শুরু করা যায়নি। গত শনিবার থেকে টানা পাঁচ দিন কেন্দ্রটির উৎপাদন বন্ধ আছে। ডলার–সংকটের কারণে লেটার অব ক্রেডিট (এলসি) বা ঋণপত্র খুলতে না পারায় কয়লার আমদানি বন্ধ আছে। এর জেরে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাণিজ্যিক উৎপাদন শুরুর মাত্র ২৭ দিনের মাথায় গত শনিবার সকালে কয়লা না থাকায় রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৬৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার প্রথম ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ ও ভারতের যৌথ বিনিয়োগে রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন সক্ষম কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিট আছে। এর মধ্যে ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিট দিয়ে গত ১৭ ডিসেম্বর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুতের সরবরাহ শুরু হয়। নিয়মিত ৫৬০ থেকে ৫৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছিল কেন্দ্রটি। চলতি বছরের মাঝামাঝি সময়ে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার কথা।

স্টকমার্কেটবিডি.কম/////

দীর্ঘমেয়াদি অর্থায়নে সুদহার কমাল কেন্দ্রীয় ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসরকারি খাতের উৎপাদনমুখী শিল্পোদ্যোক্তাদের জন্য বিশ্বব্যাংকের দেওয়া একটি তহবিল থেকে বৈদেশিক মুদ্রায় দীর্ঘমেয়াদি ঋণে সুদ নির্ধারণের ক্ষেত্রে লাইবরের শর্ত তুলে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো এখন থেকে এ তহবিল থেকে ৩ থেকে ৪ শতাংশ সুদে ঋণ পাবে। আর গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদহার হবে ৭ শতাংশ। এত দিন সর্বোচ্চ ১১ শতাংশ পর্যন্ত সুদে ঋণ নিতে হয়েছে। গতকাল কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ব্যাংক ঋণের সুদহারের সর্বোচ্চ সীমা দেওয়া আছে ৯ শতাংশ। অথচ এক্ষেত্রে গ্রাহক পর্যায়ে সুদহার ছিল ১১ শতাংশের ওপরে। লাইবর অনেক বেড়ে যাওয়ায় এখানে সুদহার বেড়ে গেছে। যে কারণে লাইবরের শর্ত তুলে দিয়ে সব ক্ষেত্রে সুদহারের নির্দিষ্ট সীমা আরোপ করা হয়েছে। এতে ব্যাংক ও উদ্যোক্তার তহবিল খরচ কমবে।

গতকালের নির্দেশনায় বলা হয়, ব্যাংকগুলোর ক্যামেলস রেটিংয়ের ক্রমানুসার ও মেয়াদের আলোকে বাংলাদেশ ব্যাংক ৩ থেকে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে তহবিল দেবে। নিয়ম অনুযায়ী এর সঙ্গে সর্বোচ্চ ৩ শতাংশ সুদ যোগ করে গ্রাহক পর্যায়ে বিতরণ করা যাবে। এতে করে গ্রাহক পর্যায়ে ১০ বছর মেয়াদি একটি ঋণের সর্বোচ্চ সুদহার হবে ৭ শতাংশ।

গতকালের নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকগুলোর ক্যামেলস রেটিংয়ের মান এবং মেয়াদের ভিত্তিতে ৩ থেকে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে অর্থ পাবে ব্যাংক। এ ক্ষেত্রে ক্যামেলস রেটিং-১ মানের ব্যাংক ৫ বছর মেয়াদি তহবিল পাবে ৩ শতাংশ সুদে। ৭ বছর মেয়াদি ৩ দশমিক ২৫ এবং ১০ বছর মেয়াদি তহবিল পাবে ৩ দশমিক ৫০ শতাংশ সুদে।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে জেনেক্স; ২য় বাংলাদেশ শিপিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৬১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং কর্পােরেশন লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৪৫ কোটি ৮০ লাখ টাকার।

বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ৪০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শাইনপুকুর সিরামিকসের ৩৪ কোটি ৯৩ লাখ, আমরা নেটওয়ার্কসের ৩২ কোটি ১৮ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশের ২৯ কোটি ৮৩ লাখ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ২৯ কোটি ১০ লাখ, ওরিয়ন ফার্মার ২৭ কোটি ২৬ লাখ, জেএমআই হসপিটাল মেনুফেকচারিংর ২০ কোটি ৩১ লাখ ও ইষ্টার্ণ হাউজিংয়ের ১৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

শিল্প-বিদ্যুৎ খাতে গ্যাসের দাম বাড়ল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শিল্প কারখানায় ও বিদ্যুৎ খাতে সরবরাহ করা প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ফেব্রুয়ারি থেকে নতুন মূল্য কার্যকর হবে।

নিজস্ব বিদ্যুৎকেন্দ্রের (ক্যাপটিভ) জন্য ইউনিট প্রতি গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহৎ শিল্পে প্রতি ইউনিট গ্যাসের দাম ১১ টাকা ৯৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সরকারি-বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রতি ইউনিট গ্যাসের দাম ৫ টাকা ২ পয়সা থেকে ১৪ টাকা করা হয়েছে।

বাণিজ্যিক ক্ষেত্রে গ্যাসের দাম ২৬ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা ৫০ পয়সা করা হয়েছে। তবে সিএনজি, বাসাবাড়ি এবং সারকারখানায় গ্যাসের দাম বাড়েনি।

এর আগে সর্বশেষ গত জুনে গ্যাসের দাম ২৩ শতাংশ দাম বাড়ানো হয়।

কোন খাতে কত দাম বেড়েছে গ্যাসের:

বিদ্যুৎ -৮.৯৮ টাকা

ক্যাপটিভ- ১৪ টাকা

শিল্প বৃহৎ- ১৮.০২ টাকা

শিল্প মাঝারি- ১৮.২২ টাকা

শিল্প ক্ষুদ্র- ১৯.২২ টাকা

বাণিজ্যিক হোটেল- ৩.৩৬ টাকা

স্টকমার্কেটবিডি.কম////

লভ্যাংশ বাড়িয়ে ‘এ’ ক্যাটাগরিতে দেশ গার্মেন্টস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেড লভ্যাংশ কম বাড়িয়ে ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে নেওয়া হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আগামীকাল ১৯ জানুয়ারি থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

জানা গেছে, কোম্পানটি গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটির লেনদেন ‘বি’ ক্যাটাগরিতে হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি