চালু হল মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১১ স্টেশন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অপেক্ষার পর মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন চালু হয়েছে। মেট্রোরেলের ৬ষ্ঠ ও সপ্তম স্টেশন হিসেবে এটি চালু হলো। বুধবার সকাল থেকে এই দুই স্টেশনের কার্যক্রম শুরু হয়। এর আগে, মেট্রোরেলের উদ্বোধনের দিন (২৮ ডিসেম্বর) উত্তরা উত্তর ও আগারগাঁও যাত্রী চলাচলের জন্যে খুলে দেওয়া হয়। এরপর একে একে খুলে দেওয়া হয় পল্লবী, উত্তরা সেন্টার ও মিরপুর-১০ স্টেশন। আর মার্চের শেষ সপ্তাহে চালু হবে শ্যাওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশের সব কটি (নয়টি) স্টেশন চলতি মাসে চালু হয়ে যাবে। আর চলতি বছরের জুলাই থেকে পুরোদমে শুরু হবে মেট্রো ট্রেন চলাচল। ভোর থেকে মাঝরাত পর্যন্ত বিরতিহীনভাবে ট্রেন চলবে।

স্টকমার্কেটবিডি.কম///

এসিআইয়ের শেয়ার কিনবে এসিআই ফাউন্ডেশন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের এক স্পন্সর পরিচালক ১ লাখ ৩৫ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, এসিআই ফাউন্ডেশন নামে এই পরিচালক কোম্পানিটির ১ লাখ ৩৫ হাজারে শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ফ্রিজ কিনে ১০১টি বাড়িভর্তি পণ্য ফ্রি পেলেন বাগেরহাটের নজরুল

ক্যাপশন: বাগেরহাটের নজরুল ইসলামের হাতে ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া ১০১টি ফ্রি পণ্য তুলে দেয়া হচ্ছে।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৭ এর আওতায় একটি ফ্রিজ কিনে ১০১টি পণ্য ফ্রি পেয়েছেন আরও একজন সৌভাগ্যবান ক্রেতা। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার উত্তর সরালিয়া এলাকার মো. নজরুল ইসলাম। এর আগে ১০ হাজার টাকা কিস্তি সুবিধায় ওয়ালটনের ফ্রিজ কিনে ১০১টি বাড়িভর্তি পণ্য ফ্রি পেয়েছিলেন কক্সবাজারের রামু উপজেলার জসিম উদ্দিন।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহিত করতে দেয়া হচ্ছে নানান সুবিধা। এরই প্রেক্ষিতে সিজন-১৭ তে ওয়ালটন ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার এবং ওয়াশিং মেশিন ক্রয়ে রয়েছে ১০১টি বাড়িভর্তি পণ্য ফ্রি এবং ১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগসহ নিশ্চিত উপহার।

সোমবার (১৩ মার্চ, ২০২৩) মোরেলগঞ্জ ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে নজরুল ইসলামের হাতে ১০১টি পণ্য তুলে দেন ওয়ালটন প্লাজার চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন কবীর এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

ওয়ালটন হাই-টেকের ডিএমডি হুমায়ুন কবীর বলেন, ক্রেতাচাহিদা ও বিক্রিতে স্থানীয় বাজারে ওয়ালটন ফ্রিজ শীর্ষে অবস্থান করছে। ক্রেতার হাতে আন্তর্জাতিকমানের পণ্য তুলে দেয়ার পাশাপাশি তাদের সর্বোচ্চ সুবিধা দিতে বদ্ধপরিকর আমরা। ওয়ালটন যে ক্রেতাদেরকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করে, এরকম অনুষ্ঠানের মাধ্যমে ইতোমধ্যেই তা বারবার প্রমাণিত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের স্বাধীন পরিচালকের পদত্যাগ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড থেকে একজন স্বাধীন পরিচালকের পদত্যাগ গ্রহণ করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় জুহুরুল সাঈদ বখত এফসিএমএ নামে বিমাটির স্বাধীন পরিচালকের এই পদত্যাগ গ্রহণ করা হয়েছে।

গত ১১ মার্চ থেকে উনার এই পদত্যাগটি কার্যকর হয়েছে। তবে বিমাটির পরিচালনা বোর্ডে আর কোনো পরিবর্তন বোর্ড সভায় গ্রহীত হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এ

নিটল ইন্স্যুরেন্সের জমি ক্রয়ের সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স লিমিটেড ১০ কাঠা জমি ক্রয় করবে। বিমাটির পরিচালনা বোর্ড সভায় নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় অবস্থিত এই জমি ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমাটি নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জে পূর্বাচল নিউ টাউনে ১০ কাঠা বা ১৬.৫০ ডেসিমল জমি ক্রয় করবে।

জমি কিনতে পুরো খরচ নিটল ইন্স্যুরেন্সের নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করা হবে। জমি কিনতে বিমাটির ২০ কোটি ৭০ লাখ টাকা ব্যয় হবে।

বিমাটি নিয়ন্ত্রক সংস্থা ইডরার অনুমোদন পাওয়ার পরেই জমি ক্রয় করবে নিটল ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এ

আফতাব অটোর নতুন সিএস রাহাত মাহমুদ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি আফতাব অটোমোবাইলস লিমিটেডের নতুন কোম্পানি সচিব (সিএস) নিয়োগ পেয়েছেন রাহাত মাহমুদ। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির নতুন সিএস হিসাবে রাহাত মাহমুদকে নিয়োগ দেওয়া হয়েছে।

এখন থেকে কোম্পানিটির সচিবের দ্বায়িত্ব পালন করবেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এ

সেনা কল্যাণ ইন্সুরেন্সের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৪ মার্চ) অনুষ্ঠিত বোর্ড সভায় গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে বিমাটি।

এ সময়ে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৮৬ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০.১৭ টাকা।

বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৯ মে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এ