রিনসাইন টেক্সটাইলের ইজিএম আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিনসাইন টেক্সটাইল মিলস লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২০ জুন বেলা সাড়ে ১২ ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির এই ইজিএম অনুষ্ঠিত হবে। আর এজন্য রেকর্ড ডেট জানানো হয়নি।

এই ইজিএমে কোম্পানিটি স্পন্সর পরিচালকের শেয়ার অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম////

  1. আনোয়ার গ্যালভানাইজিং
  2. নাভানা ফার্মা
  3. ইন্ট্রাকো রিফুয়েলিং
  4. লাফার্জহোলসিম
  5. সি পার্ল বিচ রিসোর্ট
  6. বিএসসি
  7. প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি
  8. জে এম আই হসপিটাল
  9. রূপালি লাইফ ইন্সুরেন্স
  10. মেঘনা লাইফ ইন্সুরেন্স লিমিটেড।

ডিএসইতে লেনদেন ১২’শ কোটি টাকার কাছাকাছি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের বড় উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়ে ১২শ কোটি টাকা কাছাকাছি এসেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন সামান্য কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩৩৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৯৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১১৭৪ কোটি ৫৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১০৩৬ কোটি ৯৩ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৬১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০২টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৭৭টির, আর দর অপরিবর্তিত আছে ১৮২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – আনোয়ার গ্যালভানাইজিং, নাভানা ফার্মাসিউটিক্যালস, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, লাফার্জহোলসিম বাংলাদেশ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি, জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং, রূপালি লাইফ ইন্সুরেন্স ও মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪৭.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬৮৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ৫৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ১০৬টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ২৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ১৯ কোটি ৪০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম///

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের সময় ৮৮ দফা বাড়লো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় আবারও বেড়েছে। কোম্পানিটিকে আগামীকাল ২৮ মে থেকে ৮৮ দফায় আরও ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দিয়েছে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২০১৮ সালের ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের ঘোষণা করে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ৯৩২তম বোর্ড সভায় সেই স্থগিতাদেশই বর্ধিত করে গত ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট করা হয়।

এরপর আবারো দ্বিতীয় দফায় ২৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত, ৩য় দফায় গত ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত, ৪র্থ দফায় ২৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর, ৫ম দফায় ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ৬ষ্ঠ দফায় ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর, ৭ম দফায় ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ৮ম দফায় ২৬ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর, ৯ম দফায় ১১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর ও ২০১৯ সালের ১০ম দফায় থেকে ৩০ দফায় এই লেনদেন বন্ধ রাখা হয়।

৩০ দফায় ২০২০ সালের ২৭ ডিসেম্বর হতে ২০২১ সালের ১১ জানুয়ারি আর ৩১ দফায় ১২ জানুয়ারি হতে ২৭ জানুয়ারি। একই বছরের ৫২ দফায় ২৪ নভেম্বর হতে ৮ ডিসেম্বর, ৫৩ দফায় ৯ ডিসেম্বর হতে ২৩ ডিসেম্বর পর্যন্ত লেনদেন বন্ধ রাখা হয়।

আর ৫৪ দফায় ২০২১ সালের ২৪ ডিসেম্বর হতে ২০২২ সালের ৭ জানুয়ারি থেকে ৭৮ দফায় ২১ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি, ৭৯ দফায় ১০ জানুয়ারি হতে ২৪ জানুয়ারি, ৮০ দফায় ২৫ জানুয়ারি হতে ৭ ফেব্রুয়ারি এবং ৮১ দফায় ৯ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি, ৮২ দফায় ২৬ ফেব্রুয়ারি হতে ১২ মার্চ, ৮৩ দফায় ১৩ মার্চ হতে ২৭ মার্চ, ৮৪ দফায় ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল, ৮৫ দফায় ১২ এপ্রিল হতে ২৬ এপ্রিল, ৮৬ দফায় ২৭ এপ্রিল থেকে ১১ মে, ৮৭ দফায় ১৪ মে থেকে ২৭ মে এবং পরবর্তী দফায় ২৮ মে থেকে আরো ১৫ দিন পর্যন্ত লেনদেন বন্ধ রাখার ঘোষণা দেয় ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম////

আইডিএলসি ফাইন্যান্সের ঋণমান ‘এএএ’ ও ‘এসটি-১’

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএএ’। আর স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-১’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ২৮ মে পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

ফার ক্যামিক্যালের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকা ভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘বি’। আর স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৫’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

আর. এন. স্পিনিংয়ের ঋণমান ‘বি-’ ও ‘এসটি-৫’

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি আর. এন. স্পিনিং মিলস্‌ লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘বি-’। আর স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৫’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইউনাইটেড ফাইন্যান্স ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড সর্বশেষ বছরে লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আগামীকাল ২৯ মে থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

জানা গেছে, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড সর্বশেষ অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এ

এএফসি এগ্রোর ইপিএস ৫ পয়সা থেকে কমে ১ পয়সা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকা ভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই প্রান্তিকে কোম্পানিটির আয় (ইপিএস) ৫ পয়সা থেকে কমে ১ পয়সা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০১ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.০৫ টাকা।

চলতি বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৭ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৩৯ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮.৩৩ টাকা। গত ২০২২ সালের ৩০ জুন এই এনএভি ছিল ১৯.৯৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম///

আইপিও’র ২৭ কোটি টাকা ব্যবহার নিয়ে ইনডেক্স এগ্রোর ইজিএম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করা হয়েছে। এই সভায় কোম্পানির উত্তোলিত আইপিও অর্থের ২৭ কোটি টাকা ব্যবহারের সময় বাড়াতে চায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এই ইজিএমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে নেওয়া অর্থ ব্যবহারের জন্য আরো ১২ মাস বাড়তি সময় চায়। পাশাপাশি প্রস্তাবিত প্রকল্পের বাইরে এসব অর্থ ব্যবহারের অনুমতি চায়।

কোম্পানিটি জানায়, আইপিওর ২৬ কোটি ৮৭ লাখের বেশি টাকার ভবণ নিমার্ণ ও মেশিনারিজ ক্রয়ে ব্যবহার নিয়ে এই বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করা হয়েছে।

আগামী ২০ জুলাই ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির এই ইজিএম অনুষ্ঠিত হবে। আর এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ জুন।

স্টকমার্কেটবিডি.কম////