অর্থ পাচার রোধে কঠোর বার্তা কেন্দ্রীয় ব্যাংকের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থ পাচার রোধে কড়া নির্দেশনা দিল কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ করে আমদানির আড়ালে ইদানীং অর্থ পাচার বেশি হওয়ায় এ বিষয় সতর্ক হতে বলা হয়েছে সব ব্যাংকের এমডিদের। এ ছাড়া অর্থ পাচার নিয়ে বেশ উদ্বেগও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এমন পরিস্থিতিতে আমদানির অর্থ পাচার নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত ব্যাংকার্স সভায় এ নির্দেশ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। এ সময়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা ছাড়াও সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক সাংবাদিকদের জানান, ওভার ইনভয়েসিং নিয়ন্ত্রণে এলেও এখনও আন্ডার ইনভয়েসিং হচ্ছে। সে বিষয়টা গুরুত্বসহকারে পর্যবেক্ষণ এবং প্রতিরোধ করার নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে। পাশাপাশি বিপুল অঙ্কের খেলাপি ঋণ কমিয়ে আনার জন্য ব্যাংকগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপে নিতে বলা হয়।

স্টকমার্কেটবিডি.কম////

নগদ লভ্যাংশ পাঠিয়েছে নিটল ইন্সুরেন্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান নিটল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড গত অর্থবছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ বিও হিসাবে প্রেরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিমাটির নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

গত ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাব বছরে বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে ঢাকা ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেড ডিজিটাল ব্যাংকের জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কয়েকটি কোম্পানি মিলে গঠিত একটি কনসোর্টিয়ামের মাধ্যমে এই ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করা হবে। ঢাকা ব্যাংকের পরিচালনা বোর্ড ওই কনসোর্টিয়ামে যোগ দেওয়া ও প্রস্তাবিত ব্যাংকে স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

প্রস্তাবিত ব্যাংকের নাম হবে “সঞ্চয় ডিজিটাল ব্যাংক পিএলসি।” এর পরিশোধিত মূলধন থাকবে ১২৫ কোটি টাকা। এতে ঢাকা ব্যাংক লিমিটেড পরিশোধিত মূলধনের ১০ শতাংশ তথা ১২ কোটি ৫০ লাখ টাকা যোগান দেবে।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

ফার্স্ট ফাইন্যান্সের ২য় প্রান্তিকের লোকসান কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৭০ টাকা। গত বছরের এ সময়ের প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান ছিল ২.১০ টাকা।

চলতি বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২.৬১ টাকা। গত বছরের এ সময়ের প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান ছিল ৪.১২ টাকা।

এ প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের দায় মূল্য (এনএভি) ছিল ৩১.৪৫ টাকা। গত ২০২২ সালের ৩১ ডিসেম্বর এই এনএভি ছিল ১৮.৪৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

এপোলো ইস্পাত কমপ্লেক্সের ঋণের পরিমাণ ৯০০ কোটি টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯০০ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, অ্যাপোলো ইস্পাত বিপুল পরিমাণের ঋণের বোঝা রয়েছে। একই সময় কোম্পানিটির ২০০ কোটি টাকা লাইবলিটিস রয়েছে।

কোম্পানিটির কারখানার উৎপাদন প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে। সুদসহ ৯০০ কোটি টাকার ঋণ কোম্পানির আর্থিক অবস্থাকে অনেক দূর্বল করে দিয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

ফার্স্ট ফাইন্যান্সের নো ডেভিডেন্ট ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য নো ডেভিডেন্ট ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৪.৫২ টাকা। আর ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৮.৮৪ টাকা।

আগামী ৩০ সেপ্টেম্বর ৩টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ৭ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/রাজু