সাবান, শ্যাম্পু, হ্যান্ডওয়াশের দাম কমাল ইউনিলিভার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাজারে যখন নিত্যব্যবহার্য পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের, তখন ভোক্তাদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর নিয়ে এসেছে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার। প্রতিষ্ঠানটি ক্রেতাদের কথা ভেবে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে। দাম কমিয়েছে সাবান, শ্যাম্পু, হ্যান্ডওয়াশের মতো নিত্যব্যবহার্য গৃহস্থালি সামগ্রীর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে ইউনিলিভারের উদ্যোগটি তাই ব্যতিক্রমী নজির স্থাপন করেছে।

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড বা ইউবিএলের পক্ষ থেকে বলা হয়েছে, গৃহস্থালি পণ্য তৈরিতে ব্যবহৃত বিভিন্ন কাঁচামালের দাম বিশ্ববাজারে কমে যাওয়ায় দেশে তারা পণ্যের দাম কমিয়েছে। বিশ্ববাজারে কাঁচামালের দাম কমায় যতটুকু সুফল কোম্পানিটি পেয়েছে, পণ্যের দাম কমিয়ে ততটুকু সুবিধা ভোক্তাদের দেওয়া হচ্ছে।

ইউবিএল সূত্রে জানা গেছে, সাবান, শ্যাম্পু ও হ্যান্ডওয়াশের দাম সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এর মধ্যে ১৫০ গ্রাম ওজনের লাক্স সাবানের দাম ১০ টাকা কমিয়ে করা হয়েছে ৭০ টাকা। একই ওজনের লাইফবয় সাবানের দামও ১০ টাকা কমিয়ে ৫০ টাকা করা হয়েছে। এ ছাড়া লাক্স সাবানের ১০০ গ্রামের প্যাকেটে ওজনে ২৫ গ্রাম বেশি দেওয়া হচ্ছে। তাতে ১০০ গ্রামের লাক্সের প্যাকেটের প্রকৃত দাম পড়ছে ৪৮ টাকা।

এ ছাড়া প্রধান প্রধান শ্যাম্পুর দাম বোতলপ্রতি ২৫ শতাংশ কমানো হয়েছে। ইউবিএলের পক্ষ থেকে জানানো হয়, ক্লিয়ার কুল স্পোর্ট মেনথল ৮০ মিলিলিটারের শ্যাম্পুর দাম ৩০ টাকা কমিয়ে ৯০ টাকা করা হয়েছে। এর বাইরে সানসিল্ক ব্ল্যাক, ক্লিয়ার কমপ্লিট অ্যাকটিভ কেয়ার ও ডাভ ইনটেনসিভ রিপেয়ার ৮০ মিলিলিটারের শ্যাম্পুর দামও ৩০ টাকা করে কমানো হয়েছে।

সাবান-শ্যাম্পুর পাশাপাশি দাম কমেছে হ্যান্ডওয়াশেরও। ইউনিলিভারের জনপ্রিয় ব্র্যান্ড লাইফবয়ের ২০০ মিলিলিটারের হ্যান্ডওয়াশের দাম ২৫ টাকা কমিয়ে ৮০ টাকা করা হয়েছে। এ ছাড়া লাইফবয় হ্যান্ডওয়াশ রিফিল প্যাকে ১০ শতাংশ বেশি দেওয়া হচ্ছে। এতে ১৭০ গ্রামের রিফিলে একজন ক্রেতা পাচ্ছেন ১৮৭ গ্রাম। এর বাইরে ক্রেতাদের সুবিধার্থে নতুন কিছু ছোট প্যাকও বাজারে এনেছে ইউবিএল। সুত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম///

দেশের ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান আগামী ১৫ আগস্ট সাইবার হামলার শিকার হতে পারে বলে সতর্কতা জারি করেছে সরকার।

বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-জিওভি সিআইআরটি) শুক্রবার এ সতর্কতা জারি করেছে।

ধর্মভিত্তিক আন্ডারগ্রাউন্ড হ্যাকার গ্রুপ এ হামলার হুমকি দিয়েছে বলে রেসপন্স টিম জানিয়েছে।

সাইবার হামলায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই), ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হতে পারে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।

এসব প্রতিষ্ঠানকে ছোট বা মাঝারি ধরনের সাইবার হামলা ঠেকানোর জন্য পূর্বপ্রস্তুতি নিতে বলা হয়েছে।

বিজিডি ই-জিওভি সিআইআরটি’র প্রকল্প পরিচালক মোহাম্মদ সাইফুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় সতর্ক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১ আগস্ট একটি হ্যাকার গ্রুপ বাংলাদেশে পেমেন্ট গেটওয়ে, আইন প্রয়োগকারী সংস্থা এবং ব্যাংকগুলোতে সাইবার হামলার হুমকি দিয়েছে।

গত ৩ জুলাই একটি হ্যাকার গ্রুপ বাংলাদেশের পরিবহন সেবায় ১ ঘণ্টা হামলার হুমকি দিয়েছিল এবং এসব সেবার ওয়েবসাইট প্রকৃতই হামলার শিকার হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম///

স্কয়ার ফার্মার সাথে এরিস্টোফার্মার চুক্তি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত রসায়ন এ ঔষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিটিউক্যালসের পরিচালনা বোর্ড এরিস্টোফার্মার সাথে চুক্তি করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এই চুক্তির আওতায় এরিস্টোফার্মার কিছু ঔষুধ স্কয়ার ফার্মা তৈরি করবে।

চাহিদা বাড়ায় এসব ঔষুধ তৈরি করতে পারছে না কোম্পানিটি এই চুক্তি করেছে স্কয়ার ফার্মার সাথে।

স্টকমার্কেটবিডি.কম///

সান লাইফ ইন্স্যুরেন্সের ৪টি ফ্লোর বিক্রির সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড রাজধানীর একটি ভবনেন ৪টি ফ্লোর বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রাজধানী মহাখালীতে বীর উত্তম এ কে খোন্দকার রোডের নিলয় সানলাইফ টাওয়ারে ৯, ১০, ১১ ও ১২ তলায় অবস্থিত ১২,৩৩০ স্কয়ার ফুটের ফ্লোরগুলো বিক্রি করা হবে।

এই ফ্লোরটি বিক্রির সিদ্ধান্ত ইতিমধ্যে অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা বোর্ড। নিয়ন্ত্রক সংস্খার অনুমোদন স্বাপেক্ষে এই ফ্লোর ৪টি বিক্রি করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

লেনদেনের শীর্ষে ডেল্টা লাইফ; ২য় ফু-ওয়াং ফুডস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২১ কোটি ৭ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ফু-ওয়াং ফুডস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৫৪ লাখ।

সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ১৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিংয়ের ১৪ কোটি ৭৭লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)র ১৪ কোটি ৬৬ লাখ, রহিমা ফুড কর্পোরেশনের ১৪ কোটি ৫৩ লাখ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ১৩ কোটি ১৪ লাখ, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ১২ কোটি ২২ লাখ, দেশবন্ধু পলিমারের ১১ কোটি ৯৪ লাখ ও প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ১১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

  1. ডেল্টা লাইফ ইন্সুরেন্স
  2. ফু-ওয়াং ফুডস
  3. সি পার্ল বিচ রিসোর্ট
  4. জেএমআই হসপিটাল
  5. বিএসসি
  6. রহিমা ফুড কর্পোরেশন
  7. কন্টিনেন্টাল ইন্সুরেন্স
  8. খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ
  9. দেশবন্ধু পলিমার
  10. প্রগতি লাইফ ইন্সুরেন্স ।

ডিএসইতে ৪৮৫ ও সিএসইতে ১৮ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকই কমেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩২৯ পয়েন্টে।আর ডিএসই শরীয়াহ সূচক ২.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৫২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ৭৩ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৩৯ কোটি ১৫ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৩টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯৮টির আর দর অপরিবর্তিত আছে ১৭৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ডেল্টা লাইফ ইন্সুরেন্স, ফু-ওয়াং ফুডস, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি), রহিমা ফুড কর্পোরেশন, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, দেশবন্ধু পলিমার ও প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩১.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৬৮৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ৬৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৩১ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৮ কোটি ২৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি ও প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

নতুন এক্সপ্রেসওয়ে নির্মাণে ২৬১ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বাংলাদেশ সরকারের রামপুরা-আমুলিয়া-ডেমরা পর্যন্ত চার লেনের সাড়ে ১৩ কিলোমিটার পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের জন্য লেনদেন উপদেষ্টা হিসেবে বেসরকারি খাতের মূলধন ২৬১ মিলিয়ন ডলারের ব্যবস্থা করবে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি এ তথ্য জানিয়েছে। এডিবি বাংলাদেশ সরকারের এই এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের লেনদেন উপদেষ্টা। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ প্রকল্পের নির্মিতব্য এই চার লেনের এক্সপ্রেসওয়েটি সাড়ে ১৩ কিলোমিটার দীর্ঘ। এডিবি প্রকল্পের বেসরকারি খাতের মূলধন সংগ্রহ করেছে।

এই প্রকল্পটি যানজট দূর করবে এবং রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরের মধ্যে আরো ভালো যোগাযোগ স্থাপন করবে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, ব্যাংক অব চায়না, ডিবিএস ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশে অবস্থিত একটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড থেকে ১৯৩ মিলিয়ন ডলারের সর্বোচ্চ ঋণের মাধ্যমে প্রকল্পটি অর্থায়ন করা হচ্ছে।

এডিবি জানিয়েছে, দাতারা ইক্যুইটি বিনিয়োগ হিসাবে বাকি ৬৮ মিলিয়ন ডলার প্রদান করে। এডিবি প্রকল্পের কাঠামো, সমঝোতা, দরপত্র সম্পাদনে সহায়তা করেছে এবং বাণিজ্যিক ও আর্থিক সুবিধায় সহায়তা প্রদান করেছে।

স্টকমার্কেটবিডি.কম////

সেপ্টেম্বরে নিউইয়র্কে ‘বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কের হিলটন মিড টাউন হোটেলে ‘বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মুক্তধারা নিউইয়র্ক এবং ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংক গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হবে।

এই মেলাটি ২২ সেপ্টেম্বর থেকে ২ দিনব্যাপী অনুষ্ঠিত ‘বাংলাদেশী অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা-২০২৩’-এর পাশাপাশি অনুষ্ঠিত হবে। মুক্তধারা নিউইয়র্কের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহা বলেন, ‘ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, রেমিটেন্স সংক্রান্ত অ্যাপ সার্ভিস, মানি এক্সচেঞ্জ হাউস এবং রেমিট্যান্স চ্যানেল পার্টনাররা এই মেলায় অংশগ্রহণ করবে।’

তিনি বলেন, ‘অনুষ্ঠানে সেরা ৩০০ রেমিট্যান্স প্রেরককে আমন্ত্রণ জানানো হবে এবং সেরা ১০ জনকে রেমিট্যান্স পুরস্কার দেওয়া হবে। মেলায় বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক ও মানি এক্সচেঞ্জ কোম্পানি অংশ নেবে বলেও জানান তিনি।

এই মেলায় শীর্ষ ৩টি মানি এক্সচেঞ্জ কোম্পানি, রেমিট্যান্স চ্যানেল পার্টনারদের পুরস্কৃত করা হবে জানান তিনি। এ ছাড়া তিনি বলেন, ‘অংশগ্রহণকারী রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে একটি নেটওয়ার্কে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হবে।’

তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোই আমাদের লক্ষ্য। ‘বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার’ রেমিট্যান্স ও অর্থ ট্রান্সফারের সঙ্গে জড়িত কোম্পানিগুলো তাদের পণ্য সুনির্দিষ্ট প্রবাসীদের কাছে পৌঁছে দেওয়ার একটি প্লাট ফর্ম হবে এই মেলা’, বলেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম////

বিজিআইসি’র ‘এএএ’ ক্রেডিট রেটিং অর্জন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের বেসরকারি খাতের প্রথম নন-লাইফ বীমা প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী লিঃ (বিজিআইসি)-এর ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আরগাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড।

বিজিআইসি দাবি পরিশোধের সক্ষমতায় দীর্ঘ মেয়াদে ক্রেডিট রেটিং পেয়েছে ট্রিপল-এ (‘এএএ’) এবং স্বল্প মেয়াদে পেয়েছে ‘এসটি-১’। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে উক্ত ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আরগাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড।

উল্লেখ্য, বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী লিঃ বাংলাদেশের শেয়ারবাজারে ১৯৮৯ সাল থেকে তালিকাভুক্ত একটি নন-লাইফ বীমা কোম্পানী।

স্টকমার্কেটবিডি.কম////