অক্টোবরে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি বেড়ে ১ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শ্রীলঙ্কার ভোক্তা মূল্যস্ফীতি সেপ্টেম্বরের শূন্য দশমিক ৮ শতাংশ থেকে সামান্য বেড়ে অক্টোবরে ১ শতাংশ হয়েছে।

শ্রীলঙ্কার ভোক্তা মূল্যস্ফীতি সেপ্টেম্বরের শূন্য দশমিক ৮ শতাংশ থেকে সামান্য বেড়ে অক্টোবরে ১ শতাংশ হয়েছে।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটি প্রতি মাসে ২১ দিনের ব্যবধানে জাতীয় ভোক্তা মূল্য সূচক প্রকাশ করে থাকে।

শ্রীলঙ্কার আদমশুমারি ও পরিসংখ্যান বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, অক্টোবের খাদ্যদ্রব্যের দাম আগের বছরের তুলনায় ৫ দশমিক ২ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/////

নাহী এলুমিনামের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি নাহী এলুমিনাম কম্পোজিট প্যানেল লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ-’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৩’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)।

সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/এম

মুন্নু এগ্রোর ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি মুন্নু এগ্রো জেনারেল মেশিনারিজ লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ-’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৩’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি লিমিটেড (এনসিআর)।

সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/এম

বেষ্ট হোল্ডিংয়ে বিনিয়োগ করতে ইন্স্যুরেন্সগুলোকে বিআইএ’র চিঠি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বুক-বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে আসার অনুমোদন পাওয়া বেষ্ট হোল্ডিংয়ের শেয়ার বিক্রির প্রাতিষ্ঠানিক সাবস্ক্রিপশন শুরু হয়েছে। এই সাবস্ক্রিপশনে অংশগ্রহণ করা ও কোম্পানিটিতে বিনিয়োগ করার জন্য দেশের সকল ইন্স্যুরেন্সদেরকে চিঠি দিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)।

সম্প্রতি এই বিষয়টি নিয়ে সব ইন্স্যুরেন্সদের প্রধানদের একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বুক-বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে আসছে বেষ্ট হোল্ডিং। আর্থিক প্রতিবেদন বিবেচনা করে এই কোম্পানিটিতে বিনিয়োগ করার অনুরোধ করা হলো।

বিআইএ’র প্রেসিডেন্ট পদে শেখ কবির হোসেন স্বাক্ষরিত এই চিঠির সাথে বেষ্ট হোল্ডিং লিমিটেডের একটি রেড-হেয়ারিং প্রসপেক্টাসের ফটোকপিও পাঠানো হয়েছে ইন্স্যুরেন্সগুলো নিকট।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিমা কোম্পানির কোম্পানি সচিব (সিএস) বলেন, এরকম একটি টিঠি আমরাও পেয়েছি। তবে আমাদের পরিচালনা বোর্ড বেস্ট হোল্ডিংয়ের বিনিয়োগের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি।

এবিষয়ে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির কোম্পানি সচিব নূর উল আলম এফসিএস স্টকমার্কেটবিডিকে বলেন, ইন্স্যুরেন্সগুলোকে কোনো বিশেষ কোম্পানির শেয়ার কেনার জন্য চাপ দেওয়া বা নির্দেশ দেওয়ার ক্ষমতা এই সংগঠনের নেই। এরকম একটি টিঠি সব ইন্স্যুরেন্সকেই দেওয়া হয়েছে বলে জেনেছি।

এদিকে বিআইএ’র প্রেসিডেন্ট পদে শেখ কবির হোসেন স্টকমার্কেটবিডিকে বলেন, বেষ্ট হোল্ডিংয়ের শেয়ারবাজারে আসার বিষয়টিই সব ইন্স্যুরেন্সকে একটি চিঠি দিয়ে জানানো হয়েছে। কোনো ইন্স্যুরেন্সের ইচ্ছে হলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ করতে পারে কিংবা নাও পারে। এতে কোনো বাধ্যবাধকতা তৈরি করা হয়নি।

স্টকমার্কেটবিডি.কম////