1. সেন্ট্রাল ফার্মা
  2. অলিম্পিক এক্সেসরিজ
  3. ফুয়াং সিরামিকস
  4. এ্যাডভেন্ট ফার্মা
  5. প্যাসিফিক ডেনিমস
  6. বিডি থাই এলুমিনিয়াম
  7. খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং
  8. ডমিনেজ স্টিল বিল্ডিং
  9. সী পার্লস রিসোর্ট
  10. ইয়াকিন পলিমার।

দিনশেষে সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৬৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১১০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬০১ কোটি ২৬ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৯১ কোটি ৭৬ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৩টির আর দর অপরিবর্তিত আছে ১৮৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সেন্ট্রাল ফার্মা, অলিম্পিক এক্সেসরিজ, ফুয়াং সিরামিকস, এ্যাডভেন্ট ফার্মা, প্যাসিফিক ডেনিমস, বিডি থাই এলুমিনিয়াম, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ডমিনেজ স্টিল বিল্ডিং, সী পার্লস রিসোর্ট এন্ড স্পা ও ইয়াকিন পলিমার।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৩.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৭১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ৫৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৪ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ২৩ কোটি ২২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে খান ব্রাদার্স ও বিএটিবিসি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বিটিআরসির নতুন চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মহিউদ্দিন আহমেদ।

চেয়ারম্যান হিসেবে নিয়োগের আগে তিনি বিটিআরসির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

মো. মহিউদ্দিন আহমেদ শ্যাম সুন্দর সিকদারের স্থলাভিষিক্ত হবেন। শ্যাম সুন্দর সিকদার ২০২০ সালের ১৪ ডিসেম্বর বিটিআরসির চেয়ারম্যান পদে যোগ দিয়েছিলেন।

আজ সোমবার জারি করা একটি সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী মো. মহিউদ্দিন আহমেদ ২০২৫ সালের ২৯ মে পর্যন্ত এই পদে থাকবেন।

স্টকমার্কেটবিডি.কম////

লিব্রা ইনফিউশনের এজিএমের দিন আবারো পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি লিব্রা ইনফিউশন লিমিটেডের আসন্ন বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন আবারো পরিবর্তন করা হযেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির আসন্ন এজিএম আগামী ২১ ডিসেম্বর বেলা ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এই এজিএমের দিন অনিবার্যকারণ কারণ:বশত পরিবর্তন করা হয়।

এর আগে এই এজিএম তারিখ নির্ধারণ করা হয় ১৪ ডিসেম্বর । প্রথমে এই এজিএম তারিখ নির্ধারণ করা হয় ৩০ নভেম্বর।

কোম্পানিটির এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

জুট স্পিনার্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি জুট স্পিনার্স লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ১৭ ডিসেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টায় রাজধানীতে অবস্থিত কোম্পানিটির প্রধান অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

সমরিতার এক লাখ শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন শিল্প খাতের কোম্পানি সমরিতা হসপিটাল লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এবিএম হারূণ নামে কোম্পানিটির এক উদ্দ্যোক্তা ১ লাখ শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন। এই পরিচালকের নামে মোট ১৪ লাখ ৭৫ হাজার ৬২১টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেটে বিক্রয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বিডি থাই এলুমিনিয়ামের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিডি থাই এলুমিনিয়াম লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৯ নভেম্বর এ শেয়ারের দর ছিল ১৫.৫০ টাকা এবং আর গতকাল ১১ ডিসেম্বর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ২১.৪০ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে বিডি থাই এলুমিনিয়াম লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান নির্ধারণ হয়েছে ‘এএএ’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। একই সময় কোম্পানিটির স্বল্পমেয়াদি ঋণমান নির্ধারণ হয়েছে ‘এসটি-১’।

২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/এসবি