আবারও এনবিআরের চেয়ারম্যান হলেন রহমাতুল মুনিম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার।

একইসঙ্গে তিনি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সিনিয়র সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন।

এর আগে, তিনি ২০২০ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেন এবং পরে মোশাররফ হোসেন ভূঁইয়ার স্থলাভিষিক্ত হন।

আবু হেনা মো. রহমাতুল মুনিম ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বাংলাদেশ সিভিল সার্ভিসে (প্রশাসন) যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ববিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

সিরাজগঞ্জে জন্ম নেওয়া আবু হেনা মো. রহমাতুল মুনিম বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

স্টকমার্কেটবিডি.কম////

অলটেক্স ইন্ডাস্ট্রিজের অফিস পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের করেসপন্ডেস অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির করেসপন্ডেস অফিস রাজধানীর বনানী এলাকায় এডভান্স ব্লক বি তে ১৬ নম্বর ভবনে নেওয়া হয়েছে।

এখন থেকে সকল শেয়ারহোল্ডারদের নতুন অফিসে যোগাযোগের করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি