প্রভিশন ঘাটতি কাটিয়ে উঠলো তিন ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন ঘাটতি থেকে বের হয়ে আসল তিন বাণিজ্যিক ব্যাংক। ব্যাংক তিনটি হলো বেসরকারি খাতের মধুমতি ব্যাংক, ঢাকা ব্যাংক ও এনসিসি ব্যাংক।

একই সময়ে ব্যাংক খাতের মোট প্রভিশন ঘাটতিও কমেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংক গুলোর প্রভিশন ঘাটতি বিষয়ক এক প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংক এই তথ্য প্রকাশ করে।

তথ্য বলছে,সর্বশেষ ডিসেম্বর প্রান্তিকে আট ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজার ১৮৮ কোটি টাকা। ব্যাংকগুলো হলো প্রবাসী কল্যাণ ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, রুপালী ব্যাংক, বেসিক ব্যাংক ও অগ্রণী ব্যাংক।

একই সময়ে নতুন করে প্রভিশন ঘাটতিতে পড়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক।

আগের প্রান্তিক সেপ্টেম্বরে ৯ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল ২৪ হাজার ৮৫৪ কোটি ৪০ লাখ টাকা। তিন মাসে প্রভিশন ঘাটতি কমলো চার হাজার ৬৬৬ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম///

পদত্যাগ করেছেন এনআরবি ব্যাংকের এমডি মামুন মাহমুদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন মাহমুদ শাহ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

গত ২১ জানুয়ারি ব্যাংকটির চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে মামুন মাহমুদ শাহ জানিয়েছেন, কিছু ব্যক্তিগত কারণে চাকরি অব্যাহত রাখতে পারছেন না।

মঙ্গলবার গণমাধ্যমকে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি ব্যাংকে অস্বস্তি বোধ করছিলাম, তাই পদত্যাগ করেছি।’

তবে অস্বস্তির কারণ জানতে চাইলে তিনি বিস্তারিত জানাননি।

এনআরবি ব্যাংকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাকির আমিন চৌধুরী বর্তমানে ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্টকমার্কেটবিডি.কম///

ইম্পিরর সিকিউরিটিজের স্টক ডিলারের অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইম্পিরর সিকিউরিটিজ এন্ড ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেডকে স্টক ডিলারের অনুমোদন দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইম্পিরর সিকিউরিটিজ এন্ড ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড ডিএসই সদস্য। এর সদস্য নম্বর-২৯৩।

গত ২৪ অক্টোবর এই বিনিময় সিকিউরিটিজটিকে এই স্টক ডিলারের অনুমোদন প্রদান করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ।

ইম্পিরর সিকিউরিটিজ এন্ড ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেডের থ্রি ডিজিটের আইডি নম্বর DLRESW.

স্টকমার্কেটবিডি.কম/এসবি

সামিট পাওয়ারের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২০ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৫টায় রাজধানীর গুলশানে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গতবছর ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

মিথুন নিটিংয়ের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি মিথুন নিটিং মিলস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি শেয়ার দর ছিল ১৫.১০ টাকা। গতকাল ১৩ ফেব্রুয়ারি সর্বশেষ তা ২৪.২০ টাকায় লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় মিথুন নিটিং মিলস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এসবি