মার্চে বিদ্যুতের দাম বাড়বে: নসরুল হামিদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ৩৪ থেকে ৭০ পয়সা বাড়বে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের বুঝতে হবে, আমরা যে জ্বালানি ব্যবহার করি সেটা প্রাইসিংয়ের ওপর বিদ্যুতের দাম নির্ভর করে। আমরা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো যখন নিয়ে এসেছি, সেই সময় ডলারের যে মূল্য আর কয়লার যে দাম ছিল—তার থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। প্রতি ডলারে প্রায় ৪০ টাকার পার্থক্য হয়ে গেছে।’

তিনি বলেন, ‘আমরা ৭০ থেকে ৮০ টাকা করে ডলারের মূল্য ধরেছিলাম, যখন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ছিল। এখন আমাদের মূল্য ধরতে হয় ১১০ টাকা; সরকারি। বেসরকারি তো আরও বেশি। সুতরাং এই গ্যাপটা আমাদের সমন্বয় করতে হবে। আমরা প্রাইস ইনক্রিজ কখন বলবো? যদি ব্রেক ইভেন্ট থেকে প্রাইস আমরা বাড়িয়ে দেই, তাহলে সেটাকে ইনক্রিজ বলা যায়। কিন্তু যখন আমরা জ্বালানির সঙ্গে সমন্বয় করতে যাব, সব দেশই তা করে—জ্বালানির মূল্যের সঙ্গে বিদ্যুতের দাম ওঠা-নামা করে। সুতরাং এটার সঙ্গে আমাদের সমন্বয় করতে হবে, এছাড়া উপায় নেই।’

নসরুল হামিদ বলেন, ‘আমরা এখন যে কাজটা করছি, খুবই অল্প পরিমাণে, ৩৪ পয়সা পার ইউনিট নিচের লেভেলে। আমাদের লাইফ লাইন গ্রাহক আছে প্রায় এক কোটি ৪০ লাখ, যারা চার টাকা করে কেনেন। আর উপরের দিকে যারা আছেন, সাত টাকা করে তাদের চার্জ হয়। আমাদের উৎপাদন খরচ পড়ে গড়ে ১২ টাকা। সরকারের একটা বড় অংশ কিন্তু এখানে ভর্তুকি হিসেবে যোগ হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম////

এসবিএসি ব্যাংকের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এসবিএসি ব্যাংক পিএলসির শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে ব্যাংকটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৭ ফেব্রুয়ারি এ শেয়ারের দর ছিল ৯.৬০ টাকা এবং গত ২৫ ফেব্রুয়ারি এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ১২.৬০ টাকা। এসময় শেয়ারটির দর টানা বেড়েছে।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে এসবিএসি ব্যাংক পিএলসি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

রিন সাইন টেক্সটাইলের নতুন চেয়ারম্যান নিয়োগ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিন সাইন টেক্সটাইল লিমিটেডের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সাবেক জেলা জজ একেএম শহীদুল ইসলামকে কোম্পানিটির নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছেন কোম্পানিটির পরিচালনা বোর্ড।

সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় এই নতুন চেয়ারম্যানকে অনুমোদন দেয় কোম্পানির পরিচালনা বোর্ড। গত ১৮ ফেব্রুয়ারি হতে নতুন এই চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বার্জার পেইন্টসের ইজিএমের স্থান নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) স্থান নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির ইজিএমটি উত্তরা মডেল টাইনে অবস্থিত উত্তরা ক্লাবে অনুষ্ঠিত হবে। এই ইজিএম আগামী ১০ মার্চ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

এই ইজিএমে রাইট শেয়ার ইস্যুতে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে জানিয়েছিল কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

১১ টাকায় এনআরবি ব্যাংকের লেনদেন শুরু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আইপিও পক্রিয়া শেষে দেশের উভয় শেয়ারবাজারে এনআরবি লিমিটেডের শেয়ার লেনদেন আজ মঙ্গলবার হতে শুরু হয়েছে। প্রথম দিনে শেয়ারটি ১১ টাকায় লেনদেন হতে দেখা গেছে।

উভয় শেয়ারবাজারে সকাল ১০ টায় এই শেয়ারটির লেনদেন শুরু হয়। বেলা ১০ টা ১০ মিনিট পর্যন্ত ডিএসইতে এই শেয়ার সর্বোচ্চ ১১ টাকায় লেনদেন হয়। শুরু থেকে এখন পর্যন্ত শেয়ারটি ১১ টাকাতেই লেনদেন হয়। এসময় পর্যন্ত শেয়ারটির ১৮ বারে ৮৩১৭টি শেয়ার লেনদেন হয়েছে।

এর আগেই বরাদ্দকৃত আইপিও শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। আজ আনুষ্ঠানিকভাবে এই শেয়ারের লেনদেন শুরু হয়।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

এস্ক্যোয়ার নিটের শেয়ার দর বৃদ্ধির তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি এস্ক্যোয়ার নিট কম্পোজিট পিএলসির শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি এ শেয়ারের দর ছিল ২৩.৫০ টাকা এবং গত ২৪ ফেব্রুয়ারি এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ৩১.১০ টাকা। এসময় শেয়ারটির দর টানা বেড়েছে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে এস্ক্যোয়ার নিট কম্পোজিট পিএলসি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লাভেলো আইসক্রিমের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি তাওফিকা ফুডস ও লাভেলো আইসক্রিম পিএলসির শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৬ ফেব্রুয়ারি এ শেয়ারের দর ছিল ৩৪.৪০ টাকা এবং গত ২৫ ফেব্রুয়ারি এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ৪৮.৪০ টাকা। এসময় শেয়ারটির দর টানা বেড়েছে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে তাওফিকা ফুডস ও লাভেলো আইসক্রিম পিএলসি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় বিমাটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-১’।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/এসবি