ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ আগের মতোই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

রাজনৈতিক পালাবদলের পর দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন শুরু হলেও ভারতের কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ অপরিবর্তিত রাখা হয়েছে। গত বাজেটে, অর্থাৎ ২০২৪–২৫ অর্থবর্ষে বাংলাদেশের জন্য ভারতের বরাদ্দ ছিল ১২০ কোটি রুপি। এবারের বাজেটেও সেই বরাদ্দ অপরিবর্তিত রাখা হয়েছে। তুলনায় প্রভূত বেড়েছে মালদ্বীপের অর্থ বরাদ্দ। ৪৭০ কোটি থেকে বেড়ে সাহায্যের পরিমাণ হয়েছে ৬০০ কোটি রুপি।

প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত থেকে সবচেয়ে বেশি অর্থ সাহায্য পেয়ে থাকে ভুটান। এবারও তাদের জন্য বরাদ্দ সবচেয়ে বেশি। তবে গতবারের তুলনায় কম। ২০২৪–২৫ অর্থবছরে ভুটানের বরাদ্দ ছিল ২ হাজার ৫৪৩ কোটি ৪৮ লাখ রুপি, ২০২৫–২৬ অর্থবছরের জন্য বরাদ্দ হয়েছে ২ হাজার ১৫০ কোটি।

এ ছাড়া নেপালের বরাদ্দ ৭০০ কোটি ছিল। এবারও তা–ই রাখা হয়েছে। শ্রীলঙ্কার বরাদ্দও অপরিবর্তিত। ৩০০ কোটি রুপি। মরিশাস পাবে ৫০০ কোটি, আফগানিস্তান ১০০ কোটি, মিয়ানমার ৩৫০ কোটি।

এবারের বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিরাপত্তার জন্য অনেক টাকা বরাদ্দ দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বাজেটে জোর দিয়েছে আন্তর্জাতিক সীমান্তে বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ, নতুন চেকপোস্ট তৈরি, কাঁটাতারের বেড়া দেওয়া ও উন্নতমানের নজরদারির ওপর। এই খাতে বরাদ্দ বৃদ্ধি হয়েছে ৮৭ শতাংশ।

স্টকমার্কেটবিডি. কম////

একনেকে ১২ হাজার ৫৩২ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৩টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকল্পগুলো বাস্তবায়নে ১২ হাজার ৫৩২ কোটি ২৮ লাখ টাকা ব্যয় হবে।

এর মধ্যে সরকারি অর্থায়ন ৪ হাজার ৯৭ কোটি ২৩ লাখ টাকা, প্রকল্প ঋণ ৭ হাজার ৩২৮ কোটি ৯৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ১০৬ কোটি ১০ লাখ টাকা।

রবিববার (০২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে চলতি অর্থবছরের ৭ম একনেক সভা অনুষ্ঠিত হয়সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

স্টকমার্কেটবিডি.কম///

রমজানে দ্রব্যমূল্য বাড়বে না : বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, দেশে যথেষ্ট আমদানি ব্যবস্থা ও মজুত আছে। আসন্ন রমজানে দ্রব্যমূল্য বাড়বে না।

রবিবার রাজধানীর একটি হোটেলে বিদ্যমান বাজার পরিস্থিতি নিয়ে ‘খাদ্যপণ্যের যৌক্তিক দাম : বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’ শীর্ষক নীতি সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, এস আলম পালিয়েছে তাও বাজারে তেমন বিপত্তি নেই।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে বিগত সরকার। এটা থেকে বের হওয়ার রাস্তা সহজ হবে না।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে হলে রাজনীতিবিদদের সৎভাবে উপার্জনের পথ তৈরি করতে হবে, অসৎভাবে চাঁদাবাজি বন্ধ করতে হবে।

সরকার মূল্যস্ফীতি নিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীদের লোভ কমাতে কাজ করতে হবে।

সরকারকে বাজারে লোক দেখানো মনিটরিং বন্ধ করতে হবে।
প্রধান রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন সারজিস আলম।

স্টকমার্কেটবিডি.কম////

১২ কেজি এলপিজির দাম ১৯ টাকা বেড়ে ১৪৭৮ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে এক হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ রবিবার থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

গত ১৪ জানুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম চার টাকা বাড়িয়ে এক হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করে বিইআরসি। এর আগে নভেম্বরে এর দাম এক হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

ডিসেম্বরে ও জানুয়ারির প্রথমে এই দাম অপরিবর্তিত রেখেছিল বিইআরসি।

স্টকমার্কেটবিডি.কম/////

লেনদেনের শীর্ষে বিচ হ্যাচারি; ২য় স্থানে সিটি ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম দিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৫ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে সিটি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৯১ লাখ টাকা।

জিপির ১০ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সেন্ট্রাল ফার্মার ৮ কোটি ৫৫ লাখ, ব্র্যাক ব্যাংকের ৮ কোটি ৫ লাখ, আইটিসির ৬ কোটি ৯৭ লাখ, অগ্নি সিস্টেমসের ৫ কোটি ৯৬ লাখ, এনআরবি ব্যাংকের ৫ কোটি ৮৬ লাখ, কিপিপিএলে র ৫ কোটি ৭৭ লাখ ও খান ব্রাদার্সের ৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

দিনশেষে সূচকের সাথে কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য বেড়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম দিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১২৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৩৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯০৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৬ কোটি ৪১ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৮৯ কোটি ৯৪ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৮৭টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৫টির আর অপরিবর্তিত আছে ৫২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিচ হ্যাচারি, সিটি ব্যাংক, জিপি, সেন্ট্রাল ফার্মা, ব্র্যাক ব্যাংক, আইটিসি, অগ্নি সিস্টেমস, এনআরবি ব্যাংক,কেপিপিএল ও খান ব্রাদার্স।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ৫০.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩৪৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৭৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ১৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে ১২ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে এসইএমএলএলইসিএন ফান্ড।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

পর্যাপ্ত তথ্য-উপাত্তের অভাবে বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার: সিপিডি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পর্যাপ্ত তথ্য-উপাত্ত না থাকায় সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, ‘অনেক সময় উৎপাদন পর্যাপ্ত থাকার পরও বাজারে সংকট থাকে। চাহিদার হিসাবটাও আমাদের ঠিকঠাক হয় না। সরকারের কাঠামোর ভেতরে তা থাকতে হবে। সরকারের কাছে ব্যাপক ও সমন্বিত তথ্য-উপাত্ত থাকা দরকার।’

আজ রবিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে ‘খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’ শিরোনামে বণিক বার্তা আয়োজিত এক পলিসি কনক্লেভে এসব কথা বলেন তিনি।

কনক্লেভে ‘ইন্টিগ্রেশন অব ফুড সাপ্লাই চেইনস ইন বাংলাদেশ: ডিজিটালাইজেশন ফর ইফেসিয়েন্সি, ট্রান্সপারেন্সি, ট্রেসেবিলিটি, লিগ্যাল কালপ্যাবিলিটি অ্যান্ড অ্যাক্সেসেবিলিটি’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. খন্দকার মোয়াজ্জেম।

তিনি আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের কিছু আইনি সংস্কার করা দরকার। একজন পরিবেশক শুধুমাত্র একজনের পণ্য সরবরাহ করবে, এ সিস্টেম পরিবর্তন করতে হবে।

বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত কনক্লেভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এছাড়া কনক্লেভে অতিথি হিসেবে ছিলেন— জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খানসহ আরও অনেকে।

স্টকমার্কেটবিডি.কম/////

স্বর্ণের দামে রেকর্ড, ভরি ১ লাখ ৪৫ হাজার টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বাজারে আবারও বাড়ছে স্বর্ণের দাম। রোববার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণের দাম বেড়ে হচ্ছে ১ লাখ ৪৫ হাজার ১২৩ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর এই তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। তাই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪২ হাজার ৭৯০ টাকা।

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং অভ্যন্তরীণ সরবরাহে অস্থিরতার প্রভাবের কারণে এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে স্বর্ণের দাম ধারাবাহিকভাবে বাড়ছে।

২০২৩ সালের জুলাই মাসে, বাংলাদেশে প্রথমবারের মতো স্বর্ণের দাম ১ লাখ টাকা ছাড়িয়ে যায়।

স্টকমার্কেটবিডি.কম/////

বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আমদানি মূল্য বেশি হওয়ায় শনিবার থেকে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধ আছে।

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বোল্ডার পাথরের আমদানি মূল্য পুনর্নির্ধারণ করা না হলে আমদানি কার্যক্রম বন্ধ থাকবে।

‘ভারত ও ভুটানের বোল্ডার পাথরের আমদানি মূল্য অনেক বেশি হওয়ায় বুড়িমারী স্থলবন্দরের আমদানিকারকরা লোকসানে পড়ছেন। এ বিষয়ে জানুয়ারির মাঝামাঝিতে পাথরের মূল্য কমাতে ভারত-ভুটানের রপ্তানিকারকদের চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি,’ বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘ওই চিঠিতে ব্যাংক সুদ ও আমদানি ব্যয় বৃদ্ধি এবং বাজার মূল্যের বিভিন্ন বিষয় উল্লেখ করে ভারত ও ভুটানের পাথর রপ্তানিকারকদের বোল্ডার পাথরের মূল্য পুনর্নির্ধারণের কথা জানানো হয়েছে।’

তার ভাষ্য, ‘আমরা ভারত-ভুটানের বোল্ডার পাথর রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগ করছি।’

স্টকমার্কেটবিডি.কম/এ