মার্চে মোবাইল সার্ভিসে রেকর্ড লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিকাশ ও রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) মার্চ মাসে রেকর্ড ১.০৮ লাখ কোটি টাকা লেনদেন হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে ১.০৮ লাখ কোটি টাকার লেনদেন করেছেন গ্রাহকেরা। দেশে এমএফএস চালু হওয়ার পর একমাসে এর চেয়ে বেশি লেনদেন হয়নি। এর আগে গতবছরের এপ্রিলে ১.০৭ লাখ কোটি টাকার লেনদেন হয়েছিল এই মাধ্যমে। মার্চের আগে সেটিই ছিল রেকর্ড লেনদেন। এ পর্যন্ত তিনবার মাসিক লেনদেন লাখ কোটি টাকার বেশি হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মার্চে ইয়ার-অন-ইয়ার লেনদেনের পরিমাণ বেড়েছে প্রায় ২২% বা ১৯ হাজার কোটি টাকার বেশি।

মার্চে গ্রাহকেরা ৩৪,৩০৮ কোটি টাকা ক্যাশ ইন এবং ৩০,৯৪০ কোটি টাকা ক্যাশ আউট করেছেন। দু’খাতেই এটি রেকর্ড। এছাড়া প্রথমবারের মতো ব্যক্তিভেদে ব্যালেন্স ট্রান্সফার ৩০ হাজার কোটি টাকা পার করেছে। সেইসঙ্গে স্যালারি ডিস্ট্রিবিউশন, বিল পেমেন্টসহ সবক্ষেত্রেই লেনদেন গত বছরের একই সময়ের তুলনায় এ বছর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *