সূচকের মিশ্র অবস্থায় চলছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র অবস্থায় চলছে লেনদেন। লেনদেনের দুই ঘন্টায় পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৬৭৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। কমেছে ডিএসই-৩০ সূচক ০.৭৬ পয়েন্ট। আর একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার। দুই স্টক এক্সচেঞ্জেই শেয়ারের দর স্বাভাবিক রয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১২ টা ৪০ মিনিট পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৯২ পয়েন্ট বেড়ে ৫৮৪৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক ০.৭৬ পয়েন্ট কমে ১৩২৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ৩.৯৯ বেড়ে ২১৩৫ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এসময় লেনদেন হয় ৬৭৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনকৃত ৩২৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারএ সময়ে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১৩৭টির ও অপরিবর্তিত ছিল ৫৮টির দর।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৩.৬৮ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ১২৮ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হয়েছে ৩৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার। সিএসইতে এ সময়ে লেনদেনকৃত ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ১০৫টির, কমেছে ৮৭টির ও অপরিবর্তিত ছিল ৪২টির দর।

স্টকমার্কেটকবিডি.কম/মোদক

ব্যাংক এশিয়ার বোনাস শেয়ার বিও হিসাবে জমা

bank_asia_logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেডের ঘোষিত বোনাস শেয়ার শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। রবিবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ কোম্পানির বোনাস শেয়ার শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে ১৩ জুলাই জমা হয়েছে।  ৩১ ডিসেম্বর ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরে ব্যাংক এশিয়া লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ বোনাস শেয়ার  দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ৩ জুলাই অনুষ্ঠিত হয়েছে । কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ১৮ মে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা ২০ জুলাই

continental-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২০ জুলাই আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন সাড়ে তিনটায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

ডিএসইকে ফুয়াং ফুডের জবাব : মালিকানা পরিবর্তনের খবর ভিত্তিহীন

fuwanনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফু-ওয়াং ফুড লিমিটেডকে নিয়ে অনলাইন পত্রিকার নিউজকে ভুয়া বলে দাবি করছে কোম্পানিটি। সম্প্রতি কোম্পানির মালিকানা পরিবর্তন নিয়ে প্রকাশিত একটি নিউজের জবাবে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানায়।

ডিএসই সূত্রে জানা যায়, সম্প্রতি কোম্পানির পরিচালক বা উদ্দ্যোক্তাদের শেয়ার বিক্রি নিয়ে একটি অনলাইন পত্রিকা নিউজ করেছে। প্রকাশিত এই নিউজটি সম্পূর্ণ মিথ্যা, গুজব ও ভিত্তিহীন।

উক্ত নিউজে বলা হয়েছে, ফু-ওয়াং ফুড লিমিটেডের। কিন্তু মালিকানা পরিবর্তনে ফু-ওয়াং ফুডের উদ্যোক্তা পরিচালকদের শেয়ার কিনলেই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের শর্ত যথাযথ ভাবে পূরণ হচ্ছে না। তাই সেকেন্ডারি মার্কেট থেকে বাজার দরে শেয়ার সংগ্রহ করছে প্রতিষ্ঠানগুলো এমন তথ্য রয়েছে মতিঝিল পাড়ায়।

তথ্য সূত্র বলছে, দেশের স্বনামধন্য একাধিক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এ কোম্পানির শেয়ার অধিগ্রহণে তৎপর হয়ে ওঠেছে। তার মধ্যে রয়েছে রহিমা ফুডের উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কিনে আলোচনায় আসা সিটি গ্রুপ। সূত্র বলছে, রহিমা ফুড ও ফু-ওয়াং ফুডের সমন্বয় করতেই ফু-ওয়াং ফুডের দিকে নজর দিয়েছে সিটি গ্রুপ।

এস আলম, বসুন্ধরা ও প্রান আরএফএল গ্রুপের মত শক্তিশালী গ্রুপ অব কোম্পানিজ। তবে অতীত সম্পর্কের কারনে এ তালিকায় সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে সিটি গ্রুপ।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটির মালিকানা বা শেয়ার পরিবর্তনের নিউজটি সম্পূর্ণ ভিত্তিহীন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

batbcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৯ জুলাই আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

খাদ্য ও আনুসাঙ্গিক খাতের  খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন ছয়টায় মহাখালীতে অবস্থিত নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

বাংলাদেশ অটো কারস’র দর বাড়ার তথ্য নেই

bdautoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ অটো কারস লিমিটেডের সম্প্রতি শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য অপ্রকাশিত নেই। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত ১৩ জুলাই শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৮ জুন কোম্পানিটির শেয়ারের দর ছিল ৭৯.৩০ টাকা। গত ১৩ জুলাই কোম্পানির শেয়ারের দর বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১০১.৮০ টাকায়। এ সময় কোম্পানিটির দর  ২২.৫০ টাকা অর্থ্যাৎ ২৮.৩৭ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য কিনা… তা জানতে চায় ডিএসই। এ সময় বাংলাদেশ অটো কারস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোনো তথ্য কোম্পানিটির নিকট নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.